India vs Sri Lanka: পিঙ্ক বল টেস্টে জিতে কী বললেন অশ্বিন-অক্ষর জুটি?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 14, 2022 | 8:09 PM

বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়ার গোলাপি বল টেস্টে (Pink Ball Test) জয়ের পিছনে বড় ভূমিকা রেখেছেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এবং অক্ষর প্যাটেল (Axar Patel)। অশ্বিন দ্বিতীয় ম্যাচে মোট ৬টি উইকেট নিয়েছেন। এবং অক্ষর দুই ইনিংস মিলিয়ে পেয়েছেন ৩টি উইকেট।

India vs Sri Lanka: পিঙ্ক বল টেস্টে জিতে কী বললেন অশ্বিন-অক্ষর জুটি?
India vs Sri Lanka: পিঙ্ক বল টেস্টে জিতে কী বললেন অশ্বিন-অক্ষর জুটি?
Image Credit source: Twitter

Follow Us

বেঙ্গালুরু: রোহিত শর্মার (Rohit Sharma) ভারত (India) এখন যে সিরিজই খেলছে তাতে জিতছে। টিমগেমই দলকে একের পর এক কাঙ্খিত জয় এনে দিচ্ছে। বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়ার গোলাপি বল টেস্টে (Pink Ball Test) জয়ের পিছনে বড় ভূমিকা রেখেছেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এবং অক্ষর প্যাটেল (Axar Patel)। অশ্বিন দ্বিতীয় ম্যাচে মোট ৬টি উইকেট নিয়েছেন। এবং অক্ষর দুই ইনিংস মিলিয়ে পেয়েছেন ৩টি উইকেট। পাশাপাশি ভারতীয় তারকা পেসার জশপ্রীত বুমরা শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন মোট ৮টি উইকেট। আজ দিনরাতের টেস্টে অশ্বিন প্রোটিয়া তারকা ক্রিকেটার ডেল স্টেইনের টেস্ট ক্রিকেটে ৪৩৯ উইকেটের রেকর্ড টপকে গিয়েছেন। যদিও এই কীর্তির কথা অশ্বিনের মাথাতেই নাকি ছিল না। জানালেন অশ্বিন। ম্যাচের শেষে তারকা অফ-স্পিনার অশ্বিন বলেছেন, “এই ম্যাচে কোন কীর্তি গড়তে পারি, সেটা নিয়ে আমি কিন্তু কখনও ভাবিনি। আমাদের কাছে এটা কঠিন ছিল, কারণ লাল বলের ম্যাচে খেলার পর আমরা এখানে এসেছিলাম। এই বলের আচরণ কিন্তু সম্পূর্ণ অন্য রকমের। তাই আমি কিন্তু নিজের স্পেল উপভোগ করার দিকেই নজর দিয়েছিলাম।”

এর সঙ্গে তিনি আরও বলেন, “বল করার ভঙ্গি, ছন্দ, কতটা স্পিন করাব বলকে এই সব অনেক কিছুই মাথায় রাখতে হয়। এই পিচে সত্যি বেশি স্পিন পাওয়া কঠিন ছিল।” এর আগে ভারতের খেলা আমেদাবাদের গোলাপি বল টেস্টের সঙ্গে তুলনা করতে গিয়ে অশ্বিন বলেন, “আমদাবাদের পিচ এর থেকে অনেক বেশি গতিশীল ছিল। আর একটু বাউন্সও বেশি ছিল। এখানে ব্যাটিং করার সময়েই দেখছিলাম বল অনেকটা বাঁক খাচ্ছে। তবে এখানে দিমুথ দারুণ ব্যাটিং করেছে। কারণ ওর পায়ের নড়াচড়াটাও ভালো ছিল।”

মেন্ডিস-করুণারত্নে জুটি চাপে ফেলে দিয়েছিল ভারতকে। তাই অশ্বিন মেনে নেন কুসল মেন্ডিসের উইকেটটা টিম ইন্ডিয়ার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, “ওরা দু’জন তো আমাদের বেশ চিন্তায় ফেলে দিয়েছিল। যে শটই খেলছিল তাতেই ওরা রান পাচ্ছিল। ওই জন্য সঠিক গতিতে বোলিং করার দরকার ছিল। আর তাতেই সাফল্য পেয়েছি।”

আমেদাবাদে হওয়া দিনরাতের টেস্টে ১১ টি উইকেট নিয়েছিলেন অক্ষর প্যাটেল। এই টেস্টে ৩টি উইকেট নিয়ে সতীর্থের উচ্ছ্বসিত প্রশংসা করলেন অক্ষর। চোট সারিয়ে দ্বিতীয় টেস্টে দলে ফেরা অক্ষর বলেন, “এই রকম সতীর্থদের সঙ্গে খেললে বেশি উইকেট নেওয়ার কথা ভাবাটাই উচিত নয়। কিন্তু আমি নিজের সেরাটা দিয়েছি। কোন গতিতে বোলিং করব সেটা নিয়ে অশ্বিন ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। আমি নিজের শক্তিটাকে কাজে লাগিয়েছি। তবে এই ধরনের পিচে কেমন বল করতে হবে সেটা বুঝতে আমার একটা ওভার লেগেছিল।”

আরও পড়ুন: India vs Sri Lanka: অশ্বিন-বুমরার দাপটে গোলাপি বল টেস্টও ভারতের মুঠোয়

Next Article