IND vs ENG: বিরাটও দেখে খুশি হবেন… বেয়ারস্টো-অশ্বিন ঝামেলা দেখে মহাখুশি ফ্যানরা
Watch Video: অশ্বিন বিশাখাপত্তনমে বল হাতে দারুণ ছন্দে রয়েছেন। প্রথম ইনিংসে উইকেট পাননি ঠিকই, কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের মেরুদণ্ড ভাঙার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছেন। অন্য দিকে আবার জনি বেয়ারস্টো একেবারেই ছন্দে নেই। ব্যাট হাতে টিমকে ভরসা দিতে পারছেন না। দুই ক্রিকেটারের ঝামেলা কিন্তু আরও একটা ব্যাপার তুলে ধরছে।
কলকাতা: হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে জিতে ইংল্যান্ড যেন সপ্তমস্বর্গে বাস করতে শুরু করেছিল। বিশাখাপত্তনম টেস্টে বেন স্টোকসের টিমকে মাটিতে নামিয়ে আনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ভারতের। এই প্রতিবেদন লেখার সময় ইংলিশ টিম বেশ চাপে। তিনি এই টেস্ট জেতাতে পারলে অবিশ্বাস্য ইতিহাসে সামিল হবেন। সেই কষ্ট কল্পনা কেউই কিন্তু করছেন না। সিরিজে সমতা ফেরানোর আগেই মাঠে পরিবেশ যথেষ্ট উত্তপ্ত। লাঞ্চের ঠিক আগে জসপ্রীত বুমরার বলে এলবিডব্লিউ হয়েছেন জনি বেয়ারস্টো (Jonny Bairstow)। তখনই ঘটেছে এমন ঘটনা, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে চর্চা।
ঘটনার কেন্দ্রে রবিচন্দ্রন অশ্বিন। বুমরার বলে আউট হয়ে মাঠে ছাড়ার সময় অশ্বিন আর বেয়ারস্টোর মধ্য কিছু একটা কথা চালাচালি হয়। যা নিয়ে দু’জনকেই বেশ উত্তজিত দেখায়। কে শুরু করেছিলেন, অশ্বিন না বেয়ারস্টো, তা জানা যায়নি। যেমন জানা যায়নি, অশ্বিন বা বেয়ারস্টো একে অপরকে কী বলেছেন। তবে অনেকেই ব্যাপারটা ক্রিকেট স্পিরিটের মধ্যেই বলে ধরে নিচ্ছেন। অনেকেই আবার তা স্পিরিটের মাত্রা ছাড়িয়েছে বলে মনে করেছেন। কেউ কেউ আবার এও বলছেন, দুই টিমের দুই সিনিয়র ক্রিকেটার এমন আচরণ কেন করবেন? মোদ্দা কথা, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন দুই ক্রিকেটারের ঝামেলায় বিশাখাপত্তনম।
Lafda loading btwn Ashwin and Bairstow 🤣#INDvENG #INDvsENGTest #Ashwin #JonnyBairstow pic.twitter.com/QUpR2VucEK
— Ankur Singh (@ImAnkur45) February 5, 2024
অশ্বিন বিশাখাপত্তনমে বল হাতে দারুণ ছন্দে রয়েছেন। প্রথম ইনিংসে উইকেট পাননি ঠিকই, কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের মেরুদণ্ড ভাঙার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছেন। অন্য দিকে আবার জনি বেয়ারস্টো একেবারেই ছন্দে নেই। ব্যাট হাতে টিমকে ভরসা দিতে পারছেন না। দুই ক্রিকেটারের ঝামেলা কিন্তু আরও একটা ব্যাপার তুলে ধরছে। সিরিজ যে উত্তেজনার চরমে পৌঁছেছে, সন্দেহ নেই। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা রোহিত শর্মার ভারতীয় টিমকে একেবারেই নম্বর দিচ্ছেন না। ভিতরে ভিতরে পুরো টিমই যে পাল্টা আগ্রাসী হয়ে উঠেছে, এই ঝামেলা তাই প্রমাণ করে।