Ravichandran Ashwin: T20I থেকে শতহস্ত দূরে বিরাট-রোহিতরা, এই সিদ্ধান্ত নিয়ে যা বললেন রবিচন্দ্রন অশ্বিন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 20, 2023 | 5:41 PM

Virat Kohli-Rohit Sharma: ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ভারতের হয়ে খেলছেন না বিরাট কোহলি এবং ভারত অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজ হারের পর বিরাট-রোহিতের টি-২০ ফর্ম্যাটে না খেলা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Ravichandran Ashwin: T20I থেকে শতহস্ত দূরে বিরাট-রোহিতরা, এই সিদ্ধান্ত নিয়ে যা বললেন রবিচন্দ্রন অশ্বিন
Ravichandran Ashwin: T20I থেকে শতহস্ত দূরে বিরাট-রোহিতরা, এই সিদ্ধান্ত নিয়ে যা বললেন রবিচন্দ্রন অশ্বিন

Follow Us

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট মহলে কান পাতলে এখন এশিয়া কাপ এবং আসন্ন ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup) নিয়েই যত আলোচনা। এশিয়া কাপ শুরু হতে হাতে আর ১০ দিন। আগামী কাল, সোমবার ভারতের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা হবে। ভারতের মাটিতে এ বার হবে ওডিআই বিশ্বকাপ। তাই এ বারের এশিয়া কাপ হবে ৫০ ওভারের ফর্ম্যাটে। এই সবের মাাঝে একদিকে আলোচনা চলছে টি-২০ ক্রিকেটে ভারতের পারফর্ম্যান্স নিয়ে। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ভারতের হয়ে খেলছেন না বিরাট কোহলি (Virat Kohli) এবং ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজ হারের পর বিরাট-রোহিতের টি-২০ ফর্ম্যাটে না খেলা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই বিষয়ে বিরাট-রোহিতদের পাশে দাঁড়ালেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপের আগে বিরাট-রোহিতের টি-২০তে না খেলার সিদ্ধান্ত নিয়ে যা বললেন রবিচন্দ্রন অশ্বিন…

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ৫ ম্যাচের টি-২০ সিরিজে খেলেননি বিরাট-রোহিত। বর্তমানে চলছে ভারত-আয়ার্ল্যান্ড টি-২০ সিরিজ। তাতেও নেই বিরাট-রোহিতরা। তাঁরা আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলেছেন কেন বিরাট এবং রোহিত ভারতের হয়ে টি-২০ ম্যাচ খেলছেন না। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে রবিচন্দ্রন অশ্বিন এই নিয়ে নিজের মতামত জানিয়েছেন। বিশ্বকাপের আগে বিরাট-রোহিতের টি-২০ ক্রিকেটে না খেলার সিদ্ধান্তকে সমর্থন করেছেন রবিচন্দ্রন অশ্বিন।

ভারতের সিনিয়র তারকা রবি অশ্বিন বলেন, ‘৫০ ওভার থেকে ২০ ওভার, দুই ফর্ম্যাটের জন্য মানসিকতার দিক থেকে সম্পূর্ণ পরিবর্তন করতে হয়। ওরা দু’জনই (বিরাট কোহলি এবং রোহিত শর্মা) টি-২০ সিরিজ এড়িয়ে যাওয়ার এবং ৫০ ওভারের বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত। এবং ব্যক্তিগতভাবে, দু’জনই ক্রিকেটকে খুব ভালোভাবে বোঝেন। তাই ওরা ওদের অভিজ্ঞতাকে ব্যবহার করছে এবং ৫০ ওভারের বিশ্বকাপে মনোনিবেশ করতে চাইছে, এটা একদম সঠিক সিদ্ধান্ত।’

উল্লেখ্য, ভারতের মাটিতে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বসবে ওডিআই বিশ্বকাপের আসর। তার আগে ৩০ অগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ ২ সেপ্টেম্বর। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান।

Next Article