Ravichandran Ashwin : আমিরশাহির ঐতিহাসিক জয়ে আইপিএলের অবদান দেখছেন অশ্বিন
তিন ম্যাচের টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে সংযুক্ত আরব আমিরশাহি। দলটির এই ঐতিহাসিক জয়ে দারুণ প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন।
চেন্নাই : সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট (UAE Cricket) ইতিহাসে অন্যতম বড় স্মরণীয় মুহূর্ত। টি ২০তে নিউজিল্যান্ডের মতো প্রথম সারির দলকে হারিয়ে দিয়েছে ইউএই। আইসিসি টি ২০ ব়্যাঙ্কিংয়ে কিউয়িদের স্থান তৃতীয় স্থানে। সেখানে আমিরশাহির স্থান ১৬তম স্থানে। এমন জয়ে আপ্লুত ইউএই ক্রিকেট। দলটির এই জয়ে প্রশংসায় ভেসেছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। দেশের তারকা অফস্পিনারের মতে, এই জয়ের পিছনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রভাব স্পষ্ট। এমন জয় টেস্ট খেলে না এমন দেশগুলিরও পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের আশা জোগায়। শনিবার দুবাইয়ে সিরিজের দ্বিতীয় টি ২০তে নিউজিল্যান্ডের (New Zealand Cricket) বিরুদ্ধে সাত উইকেটে জিতেছে সংযুক্ত আরব আমিরশাহি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
রবিচন্দ্রন অশ্বিন ‘এক্স’ ( টুইটার)-এর একটি পোস্টে লিখেছেন, “UAE নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। এটি দুর্দান্ত জয়। এই জয় আমাদের দেখিয়ে দেয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্ষমতা। যে দেশগুলি প্রধানত টেস্ট খেলিয়ে দেশ নয় তাদের পরবর্তী প্রজন্মকে এই জয় আশা জোগাবে। ক্রিকেটের জন্য এটা দুর্দান্ত খবর।” এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর, সংযুক্ত আরব আমিরশাহি নিউজিল্যান্ডকে আট উইকেটে ১৪২ রানে আটকে দেয়। এরপর ১৫.৪ ওভারে তিন উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে ফেলে। মহম্মদ ওয়াসিম ৫৫ ও আসিফ খান ৪৮ রান করেন।
টুইটারে আফগানিস্তানের স্পিনার রশিদ খানের উদাহরণ তুলে ধরেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি আশা করেছেন যে এরপর আরও বেশি সংখ্যক আফগান ক্রিকেটার আইপিএলে খেলবে। অশ্বিন লিখেছেন, “রশিদ খান যখন আইপিএল খেলতে এসেছিলেন তখন আফগানিস্তান বিশ্বকাপে কোনও চ্যালেঞ্জিং ক্রিকেট খেলিয়ে দেশ ছিল না। কিন্তু এখন কেউ এই সত্যটি অস্বীকার করতে পারবে না।” অশ্বিনের মতে, ভবিষ্যতে টেস্ট ক্রিকেট খেলে না এমন দেশের ক্রিকেটাররা বেশি সংখ্যায় আইপিএল খেলবে। এতে তাঁরা দেশের ক্রিকেট ভাগ্য পরিবর্তন করতে পারবেন।