Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravichandran Ashwin: ৫০০ উইকেটের মাইলস্টোন থেকে তিন কদম দূরে রবিচন্দ্রন অশ্বিন

India vs England, 2nd Test: ভাইজ্যাগে বেন স্টোকসদের প্রথম ইনিংসে অশ্বিন কোনও উইকেট পাননি। এরপর এই টেস্টের তৃতীয় দিন শেষের দিকে শুরু হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। তাতে বেন ডাকেটকে ফিরিয়ে টেস্টে ৪৯৭ উইকেটে পৌঁছে যান অশ্বিন। তাই টেস্টে ৫০০ উইকেট থেকে আর বেশি দূরে নেই অশ্বিন।

Ravichandran Ashwin: ৫০০ উইকেটের মাইলস্টোন থেকে তিন কদম দূরে রবিচন্দ্রন অশ্বিন
৫০০ উইকেটের মাইলস্টোন থেকে তিন কদম দূরে রবিচন্দ্রন অশ্বিন
Follow Us:
| Updated on: Feb 05, 2024 | 12:01 AM

কলকাতা: বিশাখাপত্তনম টেস্টে এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (Test Cricket) আগে ৫০০ উইকেট থেকে ৪ উইকেট দূরে ছিলেন অশ্বিন। ভাইজ্যাগে বেন স্টোকসদের প্রথম ইনিংসে অশ্বিন কোনও উইকেট পাননি। এরপর এই টেস্টের তৃতীয় দিন শেষের দিকে শুরু হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। তাতে বেন ডাকেটকে ফিরিয়ে টেস্টে ৪৯৭ উইকেটে পৌঁছে যান অশ্বিন। তাই টেস্টে ৫০০টি উইকেটের রেকর্ড গড়া থেকে আর বেশি দূরে নেই রবিচন্দ্রন অশ্বিন।

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন আর ৩টি উইকেট নিলেই ৫০০-র মাইলফলকে পৌঁছে যাবেন রবিচন্দ্রন অশ্বিন। স্পিনার হিসেবে টেস্টে ৫০০ এবং তাঁর বেশি উইকেট নিয়েছেন এখনও অবধি চারজন। তাঁরা হলেন – শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলিধরন (৮০০টি উইকেট), অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন (৭০৮টি উইকেট), ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে (৬১৯) এবং অজি তারকা নাথান লিয়ঁ (৫১৭টি উইকেট)।

টেস্ট কেরিয়ারের ৯৭তম ম্যাচ খেলছেন রবিচন্দ্রন অশ্বিন। হায়দরাবাদে এর আগের টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে তিনি মোট ৬টি উইকেট তুলে নিয়েছিলেন। ব্যাট হাতে অবশ্য ভারতের সিনিয়র অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন মাত্র ২৯ রান করেছিলেন (দুই ইনিংস মিলিয়ে)। টেস্টে এর আগে খেলা ৯৬টি ম্যাচে তিনি ২৪ বার ৪ উইকেট নিয়েছেন। এবং তাঁর ঝুলিতে টেস্টে ফাইফার (৫ উইকেট) রয়েছে ৩৪ বার, আর ১০ উইকেট রয়েছে ৮ বার। সেরা বোলিং ইনিংস ৫৯ রানে ৭ উইকেট। ঝুলি ভর্তি উইকেট ছাড়া অশ্বিন টেস্টে ব্যাট হাতেও পারদর্শী। রয়েছে ৫টি শতরান ও ১৪টি অর্ধশতরান।