নয়াদিল্লি: দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) পুষ্পা দ্য রাইজ সিনেমাটি সুপার-ডুপার হিট হয়েছে। পুষ্পার (Pushpa) ডায়লগ হোক বা সিনেমায় আল্লু অর্জুনের সিগনেচার স্টাইল কিংবা শ্রীবল্লি গানে আল্লুর পা থেকে জুতো খুলে যাওয়া, সেই সাদা মাটা স্টেপটাই যেন হয়ে উঠেছে ট্রেন্ড। একাধিক তারকা ক্রিকেটারদেরও দেখা গিয়েছে, পুষ্পা-র ডায়লগ বা শ্রীবল্লি গানের তালে পা মেলাতে। এ বার সেই শ্রীবল্লি গানের তালে পা মেলালেন, ভারতের সিনিয়র অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তবে ব্যাট হাতে নিয়ে শ্রীবল্লি-র তালে নাচলেন অ্যাশ। নিজের ইন্সটাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছেন অশ্বিন। আর ওই ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অশ্বিনের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, তিনি তাঁর বন্ধু রাজামনি শ্রীনিবাসনের সঙ্গে নেটের সামনে ব্যাট হাতে শ্রীবল্লি গানের তালে পা মেলাতে থাকেন। ব্যাকগ্রাউন্ডে নেট দেখেই বোঝা যাচ্ছে, তিনি নেট সেশনের পরেই ফুরফুরে মেজাজ রাখতে, এই গানের তালে পা মিলিয়েছিলেন। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে টিম ইন্ডিয়ার সঙ্গে অশ্বিন গিয়েছিলেন। তবে প্রোটিয়াদের দেশে তিনি খুব যে সফল হয়েছিলেন তা বলা যায় না। এবং সেই পারফরম্যান্সের জন্যই হয়তো ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে সুযোগ পেলেন না। এমনটাই বলছে ক্রিকেটমহল।
এর আগে রবীন্দ্র জাডেজা জলন্ত বিড়ি মুখে নিয়ে, হুবহু আল্লুর লুকে সাড়া ফেলেছিলেন নেট দুনিয়ায়। পাশাপাশি সিনেমার সংলাপ বলে ইন্সটা রিলসও দিয়েছিলেন তিনি। শুধু জাডেজাই নয়, সুরেশ রায়নাও পুষ্পার শ্রীবল্লি গানের তালে পা মিলিয়েছিলেন। সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণও শ্রীবল্লিতে মজেছিলেন।
ভারতের তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া আবার তাঁর দিদার সঙ্গে পুষ্পার গানের তালে পা মেলান। এবং নিজের ইন্সটাগ্রামে সেই ভিডিওতে পুষ্পা নানির সঙ্গে পরিচয় করিয়ে দেন।
তবে অজি তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের কথা বিশেষ করে না উল্লেখ করলেই নয়। তিনি তো পুরো ‘পুষ্পা’-জ্বরে কাবু। পুষ্পার গানে নাচ করা থেকে শুরু করে, সিনেমার ট্রেলারে নিজের ছবি এডিট করে ইন্সটাগ্রামে পোস্ট করা কোনও কিছুই বাদ রাখেননি তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাজমুল ইসলাম অপু, ডোয়েন ব্র্যাভো এবং সাকিব আল হাসানও উইকেট নেওয়ার পর, পুষ্পা স্টাইলে সেলিব্রেশন করেছেন। ব্র্যাভো তো মাঠেই শ্রীবল্লি-র বিশেষ স্টেপ করে দেখান।
সাধারণ মানুষরা তো বটেই, দেশ-বিদেশের ক্রিকেটাররা যেভাবে পুষ্পা-তে মজেছেন তাতে রীতিমতো খুশি দক্ষিণী তারকা আল্লু অর্জুনও।