Ravichandran Ashwin : ওডিআইতে কামব্যাক অশ্বিনের? এশিয়া কাপ ও বিশ্বকাপে স্কোয়াডে থাকার সম্ভাবনা

সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে কুলদীপ যাদবের এশিয়া কাপ ও বিশ্বকাপ স্কোয়াডে উপস্থিতি পাকা বলেই ধরে নেওয়া হচ্ছে। এছাড়া স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা রয়েছেন।

Ravichandran Ashwin : ওডিআইতে কামব্যাক অশ্বিনের? এশিয়া কাপ ও বিশ্বকাপে স্কোয়াডে থাকার সম্ভাবনা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 3:43 PM

কলকাতা : আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০-র বেশি উইকেটের মালিক রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারকে কি ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ খেলতে দেখা যাবে? একটি অনুষ্ঠানে প্রশ্নটা করা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তামিলনাড়ুর অফস্পিনারকে ‘চ্যাম্পিয়ন বোলার’ বলে প্রশংসায় ভাসালেও সৌরভ স্পষ্ট জানিয়ে দেন, বিশ্বকাপের পরিকল্পনায় তিনি অশ্বিনকে দেখতে পাচ্ছেন না। কিন্তু প্রাক্তন বিসিসিআই সভাপতির মতো কি ভাবছে বোর্ডের নির্বাচন কমিটি? এশিয়া কাপের জন্য এখনও ভারতীয় দল ঘোষণা হয়নি। শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলদের ফিটনেস নিয়ে প্রবল হইচই চলছে সোশ্যাল মিডিয়ায়। এদের এশিয়া কাপে না পাওয়া গেলে মিডল অর্ডার সামলাবেন কারা, তা নিয়ে জোর জল্পনা চলছে। একইসঙ্গে এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপের বোলিং কম্বিনেশন কেমন হতে পারে সেদিকেও নজর সকলের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে কুলদীপ যাদবের এশিয়া কাপ ও বিশ্বকাপ স্কোয়াডে উপস্থিতি পাকা বলেই ধরে নেওয়া হচ্ছে। এছাড়া স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা রয়েছেন। ক্যাপ্টেন রোহিত শর্মা চান দলে একজন অফ স্পিনার থাকুক। ফলে এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াডে অশ্বিনের নাম ঘোরাফেরা করছে। অশ্বিন প্রায় ২০ মাস ধরে ওডিআই টিমের বাইরে। শেষ ওডিআই ম্যাচ খেলেছিলেন ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে। ওডিআইতে ১৫১ উইকেটের মালিক অশ্বিন ব্যাট হাতেও বেশ স্বচ্ছন্দ। তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারকে পরপর দুটি বড় ইভেন্টে মেন ইন ব্লু-র স্কোয়াডে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

অফ স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দরও ভালো বিকল্প। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে খেলছেন সুন্দর। চলতি বছরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর চোট পেয়ে জাতীয় দলের বাইরে ছিলেন। জসপ্রীত বুমরার মতো আয়ার্ল্যান্ড সফর তাঁরও কামব্যাক সিরিজ। গত দু’বছর ধরে চোটের জন্য বেশিরভাগ সময় দলের বাইরে থেকেছেন সুন্দর। যে কারণে এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো বড় ইভেন্টে তাঁর জায়গা পাওয়া কঠিন।