কলকাতা: ডিফেন্স, ড্রাইভ, পুল, হেলিকপ্টার শট — ক্রিকেটাররা তো বটেই, ক্রিকেট প্রেমীরাও আইপিএলের দৌলতে এ সব ক্রিকেটীয় শটের সঙ্গে যথেষ্ট পরিচিত। আইপিএল নিলামের (IPL 2024 Auction) আবহে সকলের মুখে একটাই আলোচনা। মরুশহরে টাকার ঝড় তুলবেন কোন ক্রিকেটার? মঙ্গলবার আইপিএল নিলামে ৩৩৩ জন প্লেয়ারের মধ্যে ৭৭ জন ক্রিকেটার দল পাবেন। বাকিরা এ বার আইপিএল (IPL) খেলার সুযোগ নাও পেতে পারেন। দুবাইয়ের নিলামে কার দাম আকাশ ছুঁতে চলেছে? এ নিয়ে অভিনব ভবিষ্যদ্বাণী করলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।
ইন্সটাগ্রামে রবিচন্দ্রন অশ্বিন একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে অভিনব উপায়ে আইপিএল নিলাম নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন অশ্বিন। রীতিমতো খেলার ছলে এত ভালো ভবিষ্যদ্বাণী বোধহয় আর কেউ করতে পারেননি। আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর উঠতে পারে, এমন ১০ ক্রিকেটারকে বেছে নিয়েছেন অশ্বিন। ভিডিয়োতে দেখা যায় ভারতের প্র্যাক্টিস জার্সি পরে একটি ব্যাট হাতে নিয়ে ৫টি শটের কথা জানাচ্ছেন অশ্বিন। তাতে ডিফেন্সের জন্য তিনি দর রাখেন ২-৪ কোটি টাকা। ড্রাইভের জন্য বরাদ্দ করেন ৪-৭ কোটি টাকা। পুল, স্লগ, হেলিকপ্টার শটের জন্য অশ্বিন যথাক্রমে দর রাখেন ৭-১০ কোটি টাকা, ১০-১৪ কোটি টাকা এবং ১৪ কোটির বেশি টাকা।
আগামিকাল আইপিএলের নিলাম টেবলে ঝড় তুলবেন কারা? কী বলছে অশ্বিনের ভবিষ্যদ্বাণী?
১. প্যাট কামিন্স – ১৪ কোটি টাকার বেশি
২. মিচেল স্টার্ক – ১৪ কোটি টাকার বেশি
৩. শাহরুখ খান – ১০-১৪ কোটি টাকা
৪. ওয়ানিন্দু হাসারঙ্গা – ১০-১৪ কোটি টাকা
৫. হর্ষল প্যাটেল – ৭-১০ কোটি টাকা
৬. জেরাল্ড কোৎজে – ৭-১০ কোটি টাকা
৭. উমেশ যাদব – ৪-৭ কোটি টাকা
৮. রাচিন রবীন্দ্র – ৪-৭ কোটি টাকা
৯. রোভম্যান পাওয়েল – ৪-৭ কোটি টাকা
১০. ট্রাভিস হেড – ২-৪ কোটি টাকা