ICC Test Rankings: ২ নম্বরে উঠে এলেন অশ্বিন, ৩০ ধাপ এগোলেন মায়াঙ্ক
দেশের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর অলরাউন্ডারদের ক্রমতালিকায় ২ নম্বরে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। আজই আইসিসির (ICC) ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে।

দুবাই: দেশের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর অলরাউন্ডারদের ক্রমতালিকায় ২ নম্বরে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। আজই আইসিসির (ICC) ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। ব়্যাঙ্কিংয়ে অনেক উন্নতি বাঁ-হাতি কিউয়ি স্পিনার আজাজ প্যাটেলের (Ajaz Patel)। একই সঙ্গে ৩০ ধাপ উপরে উঠে এলেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল (Mayank Agarwal)।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সেরা ক্রিকেটার হন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ড সফরে খেলতে না পারলেও, দেশের মাঠে কিউয়িদের বিরুদ্ধে বল হাতে বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। দেশের সর্বোচ্চ শিকারিদের মধ্যে তিন নম্বরে উঠে আসেন। ভেঙে দেন হরভজন সিংয়ের রেকর্ড। দেশের মাঠে ৩০০ উইকেট নেওয়ার নজিরও গড়েন অশ্বিন। আর তারই ফল পেলেন হাতে নাতে। এক ধাপ উঠে অলরাউন্ডারদের তালিকায় ২ নম্বরে অশ্বিন। দু’ধাপ নামলেন ভারতের রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
মুম্বই টেস্টে সেরা ক্রিকেটার মায়াঙ্ক আগারওয়াল। প্রথম ইনিংসে ১৫০ আর দ্বিতীয় ইনিংসে ৬২ রান করেন। ৩০ ধাপ এগিয়ে ব্যাটারদের ক্রমতালিকায় ১১ নম্বরে ময়াঙ্ক। ২০১৯-এর নভেম্বরে দশ নম্বরে ছিলেন ভারতীয় ওপেনার। সেটাই তাঁর কেরিয়ারের সর্বোচ্চ। এ দিকে নিউজিল্যান্ডের মুম্বইজাত বাঁ-হাতি অফস্পিনার মুম্বই টেস্টের পর ইতিহাসের পাতায় ঢুকে পড়েছেন। জিম লেকার আর অনিল কুম্বলের সঙ্গে একই সরণিতে ঢুকে পড়েছে আজাজের নাম। বোলারদের ক্রমতালিকায় ২৩ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে আজাজ প্যাটেল। এর আগে ৬২ নম্বরে ছিলেন তিনি।
অপর ভারতীয় ওপেনার শুভমন গিল ২১ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে উঠে এলেন। চার ধাপ এগোলেন মহম্মদ সিরাজ। নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারেল মিচেল ২৬ ধাপ এগিয়ে ৭৮ নম্বরে আছেন।
আরও পড়ুন: Team India Captain: বিরাট বিদায়, ওয়ান ডে-তেও রোহিত যুগ শুরু
