নয়াদিল্লি: ভারতীয় সিনে দুনিয়ার অন্যতম বিখ্যাত কোরিওগ্রাফার, অভিনেতা, পরিচালক হলেন প্রভু দেবা। তাঁর ডান্স মুভ সকলে তারিয়ে তারিয়ে উপভোগ করেন। সেই প্রভু দেবার সঙ্গে এ বার হঠাৎ করে ভারতের এক তরুণ ক্রিকেটারের তুলনা করলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তাঁর মতে টিম ইন্ডিয়ার (Team India) তরুণ তুর্কি ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ‘প্রভু দেবার ডান্স মুভ (নাচের স্টেপ) এর মতোই সুন্দর।’ বর্তমানে ডাবলিনে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। তাঁকে বিশ্বমানের ক্রিকেটার বলে প্রশংসায় ভরিয়েছেন অশ্বিন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে ঋতুরাজ গায়কোয়াড়ের বিরাট প্রশংসা করেছেন। আর তাতেই তিনি ভারতের অন্যতম বিখ্যাত কোরিওগ্রাফার, অভিনেতা, পরিচালক হলেন প্রভু দেবার নাচের স্টেপের সঙ্গে তুলনা করেছেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ঋতুরাজ গায়কোয়াড়ের। অশ্বিন বলেছেন, ‘ঋতুরাজ বিশ্বমানের ক্রিকেটার। ও প্রভু দেবার ডান্স মুভ (নাচের স্টেপ) এর মতোই সুন্দর। সহজ ভাবে ব্যাটিং করার জন্যই ওর জন্ম হয়েছে। আমাকে যদি কেউ বলে নেটে ওর ব্যাটিং সারাদিন দেখবে? আর তার জন্য টাকা খরচ করতে হবে। আমি তাতেও রাজি। ওর চমৎকার ব্যাটিং দেখার জন্য এটা করাই যায়।’
ডাবলিনে আইরিশদের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। ১৬ বলে ১৯ রানে অপরাজিত থাকেন তিনি। এই ১৯ রানের মধ্যে ঋতুর ব্যাটে ১টি চার ও ১টি ছয়ও এসেছিল। আইরিশদের বিরুদ্ধে সিরিজের বাকি থাকা ২টি ম্যাচে ঋতুরাজ সুযোগ পাবেন এশিয়ান গেমসের প্রস্তুতি সেরে নেওয়ার। উল্লেখ্য, চলতি আয়ার্ল্যান্ড সিরিজে জসপ্রীত বুমরার ডেপুটির দায়িত্বে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। আজ, রবিবার রাতে ডাবলিনে ভারত-আয়ার্ল্যান্ড টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ। ভারতের তরুণ ব্রিগেডের দিকে এই ম্যাচে বিশেষ নজর থাকবে।