Ravichandran Ashwin: বিরাট কোহলির মতো! অশ্বিনের ‘আগ্রাসী’ অবতারের ভিডিয়ো ভাইরাল

Viral Video: রবিচন্দ্রন অশ্বিনকে সকলে শান্ত মেজাজের জন্যই চেনে। মাঠে উইকেটের সেলিব্রেশনে উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়। তবে সেটাও সীমিত। সাধারণত আগ্রাসী মেজাজে দেখা যায় না অশ্বিনকে। কিন্তু এ যেন নতুন অবতার। সে কারণেই এত বেশি আলোচনা অশ্বিনের নতুন 'অবতার' ঘিরে। ঠান্ডা মাথার অশ্বিন হঠাৎ কেন এমন মেজাজে, তা নিয়ে নানা আলোচনা।

Ravichandran Ashwin: বিরাট কোহলির মতো! অশ্বিনের আগ্রাসী অবতারের ভিডিয়ো ভাইরাল
Image Credit source: ScreenGrab

Aug 02, 2024 | 4:24 PM

জাতীয় দলে এখন শুধু টেস্ট ক্রিকেটেই সুযোগ পান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলেন। নিজেকে ম্যাচফিট রাখতে প্রয়োজনে ক্লাব ক্রিকেটেও নেমে পড়েন। রবিচন্দ্রন অশ্বিন এমনই। ব্যাটারের মস্তিষ্কের সঙ্গে খেলতে পারেন। সে কারণেই টেস্টে ভারতের অন্যতম সফল বোলার রবিচন্দ্রন অশ্বিন। সামনেই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। দু-বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। কিন্তু দু-বারই ফাইনালে হার। ভারতীয় দলের পরবর্তী লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়। বাংলাদেশ সিরিজে ফিরবেন অশ্বিন। ম্যাচ ফিট রাখতে তামিলনাডু প্রিমিয়ার লিগে খেলছেন। আর সেই ম্যাচেরই একটি ভিডিয়ো ভাইরাল।

রবিচন্দ্রন অশ্বিনকে সকলে শান্ত মেজাজের জন্যই চেনে। মাঠে উইকেটের সেলিব্রেশনে উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়। তবে সেটাও সীমিত। সাধারণত আগ্রাসী মেজাজে দেখা যায় না অশ্বিনকে। কিন্তু এ যেন নতুন অবতার। সে কারণেই এত বেশি আলোচনা অশ্বিনের নতুন ‘অবতার’ ঘিরে। যদিও সেটা ডাগআউট থেকেই। ঠান্ডা মাথার অশ্বিন হঠাৎ কেন এমন মেজাজে, তা নিয়ে নানা আলোচনা।

তামিলনাডু প্রিমিয়ার লিগে চিপক সুপার গিলিস বনাম ডিন্ডিগুল ড্রাগনের ম্যাচ চলছিল। রান তাড়া করছিল অশ্বিনের টিম। ১৭তম ওভারে তাঁর টিমের ব্যাটার অল্পের জন্য জীবন পান। তাঁর একটি সহজ ক্যাচ পড়ে। এরপরই দেখা যায়, ডাগআউট থেকে কিছু বলছেন এবং ক্ষুব্ধ অঙ্গভঙ্গি করছেন ‘ঠান্ডা’ মাথার রবিচন্দ্রন অশ্বিন। সাময়ির বিপর্যয় হলেও অশ্বিনের টিম ডিন্ডিগুল ড্রাগন ম্যাচটিতে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয়।