Ravichandran Ashwin: ভাষা ‘বিতর্কে’ রবিচন্দ্রন অশ্বিন, রাজনীতিতে নামার প্লট তৈরি করছেন!

Jan 10, 2025 | 3:46 PM

Indian Cricket: আপাতত অপেক্ষা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। সেখানেই খেলতে দেখা যাবে অশ্বিনকে। সদ্য তাঁর একটি মন্তব্য শোরগোল ফেলেছে। বিতর্কের মাঝে অনেকেই অশ্বিনকে প্রশ্ন করছেন, তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন কি না! একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে ভাষা বিতর্কে অশ্বিন।

Ravichandran Ashwin: ভাষা বিতর্কে রবিচন্দ্রন অশ্বিন, রাজনীতিতে নামার প্লট তৈরি করছেন!
Image Credit source: PTI FILE

Follow Us

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং ক্লাব ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অশ্বিন। আপাতত অপেক্ষা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। সেখানেই খেলতে দেখা যাবে অশ্বিনকে। সদ্য তাঁর একটি মন্তব্য় শোরগোল ফেলেছে। বিতর্কের মাঝে অনেকেই অশ্বিনকে প্রশ্ন করছেন, তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন কি না! একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে ভাষা বিতর্কে অশ্বিন।

তামিলনাডুর এই ক্রিকেটার একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি বলেন, ‘ইংরেজি বা তামিলে কেউ স্বচ্ছন্দ না হলে, চাইলে হিন্দিতেও প্রশ্ন করতে পারেন।’ আর তাতেই বিতর্ক তৈরি হয়। এর প্রেক্ষিতে অশ্বিন বলেন, ‘আমার মনে হয় এটা পরিষ্কার বলা উচিত, হিন্দি আমাদের জাতীয় ভাষা নয়। এটিও একটি সরকারি ভাষা।’

অনেকে এর বিরোধিতা করলেও কেউ কেউ পাশেও দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অশ্বিনকে নিয়ে জোর আলোচনা। সেখানে অনেকে মন্তব্য করেছেন, অশ্বিন হয়তো ভবিষ্যতে রাজনীতিতে আসার প্লট তৈরি করছেন! সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, ‘অশ্বিন কেন এরকম বললেন? আমার এটা পছন্দ হয়নি। ও ক্রিকেটার হিসেবেই থাকুক না। বিভিন্ন ভাষা জানাটা খুবই ভালো। এখন তো ফোনেও ট্রান্সলেট করা যায়। কে কোন ভাষায় বলবেন, সেটা তাঁর উপরই ছেড়ে দেওয়া হোক।’

আবার আরেকজন লিখেছেন, ‘এটাও যেন অন্যান্য খেলারই অংশ। এ ধরনের কথা কেউ তখনই বলেন, যখন তিনি রাজনীতিতে যোগ দেওয়ার প্লট তৈরি করছেন। ক্রিকেট থেকে যদি অবসর নেওয়ার আগে বলতে পারতেন, তা হলে কোনও সমস্যা ছিল না। এখন এসব বলে সকলের নজরে আসতে চাইছেন। অশ্বিনও সাধারণ মানেরই ক্রিকেটার ছিলেন।’

Next Article