IND vs AUS, BGT2023 : ফের রেকর্ড বুকে রবিচন্দ্রন অশ্বিন

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 10, 2023 | 8:44 PM

Sourav Ganguly: নজির গড়া অশ্বিনকে নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এমন পিচেও অনবদ্য বোলিং করলেন অশ্বিন। দেখে খুবই ভালো লাগছে। ক্লাস কখনও আটকে রাখা যায় না। আশা করছি, এই ম্য়াচটি উপভোগ্য হবে। ভারতীয় ব্য়াটারদের কাছেও সুযোগ রয়েছে বড় স্কোর গড়ার।'

IND vs AUS, BGT2023 : ফের রেকর্ড বুকে রবিচন্দ্রন অশ্বিন
Image Credit source: twitter

Follow Us

আমেদাবাদ: চলছে বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) চতুর্থ টেস্ট। গত তিনটি ম্যাচের মতো পিচ নিয়ে এখনও বিতর্কের মুখে পড়তে হয়নি এই টেস্টকে। বাকি টেস্টগুলিতে দ্বিতীয় দিনের শেষেই বোঝা গিয়েছিল টেস্টের ফলাফল কী হবে। কিন্তু চতুর্থ টেস্ট সম্পূর্ণ আলাদা। টেস্ট ক্রিকেটের চেনা ছন্দ অনুযায়ীই চলছে খেলা। এই ম্যাচেই দ্বিতীয় দিনের মধ্যেই রেকর্ড গড়ে ফেললেন ভারতীয় দলের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। নিজের স্পিনের ভেলকিতে অজিদের ৬ ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। পাশাপাশি গড়ে ফেললেন এক রেকর্ড। কী সেই রেকর্ড? বিস্তারিত জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট প্রাপকদের খাতায় নাম লেখালেন অশ্বিন। অজিদের প্রথম ইনিংসে ৬টি উইকেট নিয়েছেন তিনি। অশ্বিনের ঝুলিতে এখন মোট ১১৩ টি উইকেট। গত ম্যাচেই এই নজির গড়েছিলেন অজি স্পিনার নাথান লিয়ঁ। তাঁর ঝুলিতেও ১১৩ টি উইকেট। সুতরাং, বর্ডার-গাভাসকর ট্রফির ইতিহাসে সর্বাধিক উইকেট প্রাপকের তকমা যৌথভাবে ভাগ করে নিচ্ছেন আশ্বিন ও লিয়ঁ। এমনকি ‘জাম্বো’ অনিল কুম্বলের রেকর্ডকেও ভেঙেছেন অশ্বিন। ভারতের মাটিতে ২৬ বার ইনিংসে পাঁচ কিংবা তার বেশি উইকেট নেওয়ার নজিরও গড়লেন তিনি। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন কুম্বলে। তবে এবার কুম্বলেকে ছাপিয়ে গেলেন অশ্বিন।

নজির গড়া অশ্বিনকে নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এমন পিচেও অনবদ্য বোলিং করলেন অশ্বিন। দেখে খুবই ভালো লাগছে। ক্লাস কখনও আটকে রাখা যায় না। আশা করছি, এই ম্য়াচটি উপভোগ্য হবে। ভারতীয় ব্য়াটারদের কাছেও সুযোগ রয়েছে বড় স্কোর গড়ার।’

চলতি টেস্টে দ্বিতীয় দিনে ৪৮০ রানে শেষ হয়েছে অজিদের ইনিংস। অজিদের হয়ে সেঞ্চুরি হাঁকান ক্যামেরন গ্রিন ও উসমান খোয়াজা। অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হয়নি খোয়াজার। ১৮০ রানে ফেরেন তিনি। দ্বিতীয় দিনের শেষেও অবশ্য ম্য়াচের রাশ অজিদের হাতেই।

Next Article