
কলকাতা: ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপের আগে ভারতীয় দলে বড় সিদ্ধান্ত। রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের মধ্যে প্রথম একাদশে হয়তও জায়গা পাবেন একজনই। ২০০-র বেশি একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও, জাদেজার জায়গা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। একটা সময় ছিল, যখন জাদেজা ৭ নম্বরে নামা মানেই চোখ বুজে তাঁকে ভরসা করতেন ভারতীয় ক্রিকেটের সমর্থকরা। দ্রুত বাউন্ডারি, টাইট ওভার, আর দুর্দান্ত ফিল্ডিং; সব দিকের অনবদ্য ‘অলরাউন্ডার’ জাদেজা। কিন্তু সেই পুরনো জাড্ডুকে আর দেখা যাচ্ছে না একদিনের ক্রিকেটে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে তিনি করেছেন ৪ ও ২৭ রান। বল হাতে পাননি একটিও উইকেট। সব মিলিয়ে বেশ চাপে ‘স্যর’ জাদেজা।
আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ তাঁর নিজের ইউটিউব চ্য়ানেলে তুলনা টানেন এই দুই খেলোয়াড়ের। তাঁদের তুলনা টেনে কাইফ বলেন, “দু’জনের মধ্যে একজনকে বেছে নিতে হলে, জাদেজার থেকে অক্ষর অনেকটাই এগিয়ে। স্ট্রাইক রেট বা ছক্কা মারার ক্ষমতা জাদেজার মধ্যে এখন আর নেই। সেটা আইপিএলেও স্পষ্ট। সাদা বলের ক্রিকেটে ব্যাটিং ও বোলিং, দুই দিক থেকেই এগিয়ে অক্ষর।” এরপর কাইফ আরও যোগ করেন, “আমি চাই জাদেজা ও অক্ষর দু’জনেই খেলুক। রেড্ডির বদলে অক্ষর থাকলে দলের ব্যালান্স আরও ভাল হবে। দু’জনই বাঁহাতি স্পিনার হলেও বোলিং স্টাইল পুরোপুরি আলাদা। জাদেজা সাধারণত পাওয়ার-প্লের পর আসেন কিন্তু অক্ষর নতুন বলেও উইকেট নিতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সে নতুন বলে সফল হয়েছিল।”
একদিনের ক্রিকেট অনেকটাই বদলে গিয়েছে। শুধু স্পিন করলেই হবে না, পাওয়ার-প্লেতে উইকেট নেওয়ার দক্ষতাও দরকার। এই পরিস্থিতিতে জাদেজার জন্য ম্যাচটি কার্যত ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’র মতোই। আর সেই কারণেই ইন্দোর ম্যাচে নজর থাকবে জাদেজা। এখন প্রশ্ন একটাই, অভিজ্ঞতাই কি ভরসা দেবে, নাকি ভারতীয় দলে অক্ষরই এক নম্বর পছন্দ হয়ে উঠবেন? আর সেই উত্তর হয়ত মিলবে এই ওডিআই ম্যাচই।