বার্বাডোজ: ভারতের চলতি ক্যারিবিয়ান সফরে রেকর্ড ভাঙা-গড়ার কাজ লেগেই চলেছে। টেস্ট সিরিজের পর এখন চলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) ওডিআই সিরিজ। এ বার ৮৩-র বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেবের (Kapil Dev) ৩০ বছরের এক পুরনো রেকর্ড ভাঙলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআইতে ৩ উইকেট নিয়ে ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশকে ছুঁয়ে ফেলেছেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার জাডেজা। কেনসিংটন ওভালে কোন রেকর্ড গড়লেন জাডেজা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআইতে ৬ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। এরপরই তিনি ভেঙে ফেলেন কপিল দেবের রেকর্ড। এতদিন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন কপিল দেব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচের আগে IND vs WI ওডিআই সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিন নম্বরে ছিলেন জাডেজা। এই তালিকায় শীর্ষে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। তিনি ভারতের বিরুদ্ধে ৩৮টি ওডিআই ম্যাচে ৪৪টি উইকেট নিয়েছিলেন। এখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩০টি ওডিআই ম্যাচে ৪৪* টি উইকেট নেওয়া হয়ে গিয়েছে জাডেজার। ফলে তিনি শেই হোপদের বিরুদ্ধে প্রথম ওডিআইতেই ছুঁয়ে ফেলেছেন কোর্টনি ওয়ালশের রেকর্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখনও এই সিরিজে ভারতের ২টি ম্যাচ বাকি রয়েছে। তাতে আর ১টি উইকেট নিতে পারলেই রবীন্দ্র জাডেজা ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় টপকে যাবেন কোর্টনি ওয়ালশকে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সব থেকে বেশি ওডিআই উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকা –