ICC Ranking: টেস্টে শীর্ষে রবীন্দ্র জাডেজাই, টি-টোয়েন্টিতে নতুন এক নম্বর ভারতের তরুণ

International Cricket News: তার আগেই আইসিসি ক্রমতালিকা প্রকাশ হল। টেস্ট অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান আরও মজবুত ভারতের নির্ভরযোগ্য ক্রিকেটার রবীন্দ্র জাডেজার। দ্বিতীয় স্থানে বাংলাদেশের মেহদি হাসান মিরাজের সঙ্গে ১১৭ রেটিং পয়েন্টের ব্য়বধান গড়ে নিয়েছেন জাড্ডু।

ICC Ranking: টেস্টে শীর্ষে রবীন্দ্র জাডেজাই, টি-টোয়েন্টিতে নতুন এক নম্বর ভারতের তরুণ
Image Credit source: PTI

Jul 30, 2025 | 6:34 PM

ইংল্যান্ডের মাটিতে দুরন্ত ফর্মে রয়েছেন রবীন্দ্র জাডেজা। চার ম্যাচের মধ্যে ইতিমধ্যেই চারটি হাফসেঞ্চুরি প্লাস ইনিংস। এর মধ্যে দুটি আরও সেঞ্চুরি হতে পারত। সব মিলিয়ে চারটি হাফসেঞ্চুরি এবং ম্যাঞ্চেস্টারে গত ম্যাচেই দ্বিতীয় ইনিংসে কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি করেছেন রবীন্দ্র জাডেজা। বল হাতে সিরিজটা খুব ভালো যায়নি স্পিনারদের। এর মধ্যেও উজ্জ্বল জাডেজা। কাল থেকে শুরু ওভাল টেস্ট। তার আগেই আইসিসি ক্রমতালিকা প্রকাশ হল। টেস্ট অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান আরও মজবুত ভারতের নির্ভরযোগ্য ক্রিকেটার রবীন্দ্র জাডেজার। দ্বিতীয় স্থানে বাংলাদেশের মেহদি হাসান মিরাজের সঙ্গে ১১৭ রেটিং পয়েন্টের ব্য়বধান গড়ে নিয়েছেন জাড্ডু।

টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় বিরাট চমক। দীর্ঘ সময় বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার থেকেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। মাঝে একবার শীর্ষস্থান হারিয়েছিলেন। দীর্ঘ সময় সেই জায়গা দখল করেছিলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ব্যাটারদের ক্রমতালিকায় মাথা থেকে হেডকে সরিয়ে দিলেন এক ভারতীয়ই। আইপিএলে তাঁর ওপেনিং পার্টনার।

সদ্য প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় চমক। শীর্ষস্থান দখল করলেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। সেপ্টেম্বরে এশিয়া কাপ। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এশিয়া কাপও এই ফরম্যাটেই হবে। সেখানেও খেলতে দেখা যাবে অভিষেককে। তার আগে ক্রমতালিকায় শীর্ষস্থান, অভিষেককে একদিকে যেমন মানসিক ভাবে তাগিদ জোগাবে তেমনই পারফরম্যান্স ধরে রাখার চ্যালেঞ্জও।

টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের জো রুট। ম্যাঞ্চেস্টার টেস্টে সেঞ্চুরি করেছেন। তারই ফল পেলেন। দ্বিতীয় স্থানে থাকা কেন উইলিয়ামসনের সঙ্গে পার্থক্যও বাড়িয়ে নিয়েছেন।