কলকাতা: রণক্ষেত্র নয়, কিন্তু তলোয়ার চালানোর মেজাজে রয়েছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। উপায়? হায়দরাবাদে চলছে ভারত-ইংল্যান্ডের (India vs England) প্রথম টেস্টের (Test) দ্বিতীয় দিনের খেলা। তৃতীয় সেশনে অর্ধশতরান পূরণ করেন জাড্ডু। সেই সুযোগ বুঝে আসল চাল চালেন ভারতীয় তারকা অলরাউন্ডার। ইংল্যান্ডের বিরুদ্ধে হাফসেঞ্চুরি হাঁকিয়ে এক্কেবারে তলোয়ার চালানোর মতো সেলিব্রেশন করলেন রবীন্দ্র জাডেজা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জাড্ডুর তলোয়ার চালানোর স্টাইলে ব্যাট চালানোর ভিডিয়ো।
বেন স্টোকসদের বিরুদ্ধে উপ্পলে ছয় নম্বরে নেমে ৮৪ বলে অর্ধশতরান পূরণ করেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তারপরই নিজের স্বভাবচিত তলোয়ার সেলিব্রেশন করতে দেখা যায় রবীন্দ্র জাডেজাকে। শ্রেয়স আইয়ার আউট হতেই তিনি মাঠে নামেন। পঞ্চম উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে জুটি বাঁধেন জাডেজা। সেই উইকেটে ওঠে ৬৫ রান। তারপর রাহুল আউট হলে উইকেটকিপার শ্রীকার ভরতের সঙ্গে জুটিকে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন জাডেজা।
এক ঝলকে দেখে নিন হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করার পর জাডেজার সেলিব্রেশনের ভিডিয়ো। বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়া সাইট X এ এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে।
Watch out for that trademark sword celebration 😎
Ravindra Jadeja at his best 🙌
Follow the match ▶️ https://t.co/HGTxXf7Dc6#TeamIndia | #INDvENG | @imjadeja | @IDFCFIRSTBank pic.twitter.com/2WJbTYPL1x
— BCCI (@BCCI) January 26, 2024
কেরিয়ারের ৬৯তম টেস্ট ম্যাচ খেলছেন টিম ইন্ডিয়ার তারকা রবীন্দ্র জাডেজা। এটি তাঁর ২০তম টেস্ট অর্ধশতরান। টেস্টে তাঁর ৩টি শতরান রয়েছে। উপ্পলে জাডেজা তিন রানের অঙ্কে পৌঁছতে পারেন কিনা এ বার সেটাই দেখার। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি রবীন্দ্র জাডেজা ৯৮ বলে ৬০ রান করেছেন। তাতে জাডেজার ব্যাটে রয়েছে ৬টি চার ও ২টি ছয়।