নয়াদিল্লি: ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) আমেরিকতে (USA) চুটিয়ে ছুটি উপভোগ করছেন। শুধু ব্যাটে-বলেই জাডেজা ২২ গজে দাপট দেখান না। তিনি ভারতের অন্যতম সেরা ফিল্ডারও। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট এবং ৩ ম্যাচের ওডিআই সিরিজে খেলেছেন জাডেজা। এখন চলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে জাডেজা নেই। তাই সময় পেয়ে তিনি পৌঁছে গিয়েছেন আমেরিকায়। সেখানে দারুণ ছুটি কাটাচ্ছেন জাড্ডু। যার প্রমাণ তাঁর ইনস্টাগ্রাম। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
জাড্ডুর ইন্সটাগ্রামে ঢুঁ মারলেই দেখা যাবে বর্তমানে আমেরিকায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। আজ, ৭ অগস্ট তিনি ডিজনিল্যান্ড থেকে নিজের কয়েকটি ছবিও শেয়ার করেছেন। তাঁর পরনে ছিল কালো টি-শার্ট, নীল শর্টস, সাদা স্নিকার্স, কালো টুপি এবং কালো সানগ্লাস। এবং পিঠে ছিল একটি ছোট্ট ব্যাগ। তিনি যে ফুরফুরে মেজাজে রয়েছেন তা তাঁর লুকই বলে দিচ্ছে।
রবীন্দ্র জাডেজা নিয়মিত নিজের ইন্সটাগ্রামে আমেরিকা ভ্রমণের ছবি শেয়ার করছেন। এ বার তাঁর আইপিএল টিম চেন্নাই সুপার কিংস তাঁর এক দারুণ ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে আমেরিকার রাস্তাতে নাচ করছেন জাডেজা। সিএসকে সেই ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘যখন জীবনে সোম বার আসে, ভাইবস হয় জাড্ডুর মতো।’ ওই ভিডিয়োটি এখনও অবধি ১.২ মিলিয়ন মানুষ দেখেছেন। এবং ২ লক্ষ ৬৬ হাজার মানুষ লাইক করেছেন।
উল্লেখ্য, রবীন্দ্র জাডেজাকে এ বার দেখা যাবে অগস্টে হতে চলা এশিয়া কাপে। কয়েক দিনের ছুটি কাটিয়ে দেশে ফিরে তিনি যোগ দেবেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বিশেষ প্রস্তুতি শিবিরে।