Ravindra Jadeja : ‘ভারত ম্যাচ হারলেই এমন মন্তব্য আসে’, কপিলদের পাল্টা জাড্ডুর

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Aug 01, 2023 | 4:18 PM

কিংবদন্তি কপিল দেব বর্তমান ক্রিকেটারদের দাম্ভিক বলায় তার পাল্টা উত্তর দিলেন রবীন্দ্র জাডেজা। তাঁর কথায়, ভারত ম্যাচ হারলেই প্রাক্তন ক্রিকেটাররা এমন মন্তব্য করে থাকেন।

Ravindra Jadeja : ভারত ম্যাচ হারলেই এমন মন্তব্য আসে, কপিলদের পাল্টা জাড্ডুর
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : ভারতীয় ক্রিকেট দলের অন্দরে কোনও রকম ঔদ্ধত্য, দম্ভ নেই। স্পষ্ট জানিয়ে দিলেন ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তাঁর এই মন্তব্য সামনে এসেছে বিশ্বকাপজয়ী ক্যাপ্টনের কপিল দেবের (Kapil Dev) একটি বিস্ফোরক সাক্ষাৎকারের প্রেক্ষিতে। যেখানে কপিল বর্তমান ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সবজান্তা মনোভাবের তীব্র সমালোচনা করেন। নাম না করে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো সিনিয়র ক্রিকেটারদের দাম্ভিক, উদ্ধত বলে তোপও দেগেছেন। যা নিয়ে কম বিতর্ক হয়নি। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাড্ডু পাল্টা জবাব দিয়েছেন কপিল দেব-সহ প্রাক্তন ক্রিকেটারদের। তারকা অলরাউন্ডারের মতে, প্রাক্তন ক্রিকেটাররা তখনই এমন মন্তব্য করেন, যখন ভারতীয় দল ম্যাচ হেরে যায়। পাশাপাশি ভারতীয় দলের অন্দরে কোনও রকম ঔদ্ধত্য নেই বলেই দাবি তাঁর। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

জাডেজা বলেছেন, “আমি জানি না কখন উনি এই কথাগুলো বলেছেন। এ সব খবর আমি সোশ্যাল মিডিয়ায় খুঁজে বেড়াই না। দেখুন, সকলেরই নিজস্ব মতামত রয়েছে। প্রাক্তন ক্রিকেটারদের মত প্রকাশ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। কিন্তু আমার মনে হয় না দলের মধ্যে ঔদ্ধত্য রয়েছে। সকলেই ক্রিকেটকে উপভোগ করে খেলে। সকলেই পরিশ্রমী। সকলেই নিজের ১০০ শতাংশ দিয়ে থাকে।” এরপর প্রাক্তন ক্রিকেটারদের দিকে কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, “ভারতীয় দল ম্যাচ হারলেই সাধারণত প্রাক্তন ক্রিকেটারদের তরফে এমন মন্তব্য শোনা যায়। বর্তমান ক্রিকেট টিমে একগুচ্ছ প্রতিভা রয়েছে। একটা ভালো টিম। আমরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করছি। ভালো খেলা, টিমকে জেতানোটাই আমাদের লক্ষ্য। এর বাইরে আর কোনও লক্ষ্য আমাদের নেই।”

কী বলেছিলেন কপিল দেব? একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “বেশি অর্থ পেয়ে গেলে দম্ভ বাড়ে। বর্তমান ক্রিকেটাররা এই কারণে নিজেদের সবজান্তা মনে করে। আমার মতে, এমন অনেক ক্রিকেটার রয়েছে, যাদের সাহায্যের প্রয়োজন। কেন তারা সুনীল গাভাসকরের পরামর্শ চায় না? এত ইগো কীসের? ওদের মনে হতেই পারে যে ওরা যথেষ্ট ভালো। তবে অভিজ্ঞ কারও পরামর্শ নিলে ভাবনা-চিন্তা বদলে যেতে পারে।”

প্রাক্তন ক্রিকেটারদের কোনও বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে জাডেজার পাল্টা দেওয়া নতুন নয়। এর আগেও তিনি এমন বিতর্কে জড়িয়েছেন। আরও একবার জড়ালেন।

Next Article