ICC World Cup, IND vs BAN: সেরা ফিল্ডারের পদক, রাহুলকে চ্যালেঞ্জ জাডেজার!

ICC World Cup 2023, Ravindra Jadeja-KL Rahul: বাংলাদেশের বিরুদ্ধে মেহদি হাসান মিরাজের উইকেটের ক্ষেত্রে বোলার সিরাজের চেয়ে বেশি কৃতিত্ব প্রাপ্য কিপার লোকেশ রাহুলের। লেগ সাইডে অনেকটা বাইরে বল। মিরাজের ব্যাট ছুঁয়ে তা বাউন্ডারিই হতে পারত। যদিও লোকেশ রাহুল বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে অনবদ্য ক্যাচ নেন রাহুল। এ বারের বিশ্বকাপে এখনও অবধি অন্যতম সেরা ক্যাচ রাহুলের। তাঁর পরই অবশ্য জাড্ডু জাদু। পয়েন্টে ছিলেন জাডেজা।

ICC World Cup, IND vs BAN: সেরা ফিল্ডারের পদক, রাহুলকে চ্যালেঞ্জ জাডেজার!
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 7:02 PM

পুনে: সেরা ফিল্ডারের পদক কে জিতবেন? সেটা ম্যাচের পরই বোঝা যাবে। তবে লোকেশ রাহুলকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন রবীন্দ্র জাডেজা। পুনেতে ভারত-বাংলাদেশ ম্যাচ চলছে। এই ম্যাচেও দুর্দান্ত ফিল্ডিং ভারতের। বিশ্বকাপের শুরু থেকে ভারতীয় টিমের অন্দরে একটা দারুণ বিষয় দেখা যাচ্ছে। মাঠে যাতে ফিল্ডিংয়ে সেরা দেন সকলেই, উৎসাহ দিতে পুরস্কার দেওয়া হচ্ছে। সেরা ফিল্ডারের জন্য পদক। ম্যাচ শেষে ভারতীয় টিমের ফিল্ডিং কোচ টি দিলীপ এই পুরস্কার প্রাপক বেছে নেন। বাংলাদেশ ম্যাচে তাঁকে যে প্রবল সমস্যায় পড়তে হবে এ বিষয়ে সন্দেহ নেই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতকে ২৫৭ রানের টার্গেট দেয় তারা। ইনিংসে নজর কাড়ল ভারতের ফিল্ডিং। শর্ট এক্সট্রা কভারে বিরাট কোহলির দুর্দান্ত ফিল্ডিং। ভারতীয় টিমের অন্যতম সেরা ফিল্ডার বিরাট। তাঁকে দেখে বাকিরা প্রেরণা নেন। ভুললে চলবে না রবীন্দ্র জাডেজার কথা। পয়েন্ট কিংবা ব্যাকওয়ার্ড পয়েন্টে জাডেজা থাকা মানে প্রতিপক্ষর বেশ কিছু রান কমে যাওয়া। চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে শর্ট এক্সট্রা কভারে ফিল্ডিং এবং স্লিপে অনবদ্য ক্যাচ নিয়েছিলেন বিরাট কোহলি। একই ম্যাচে শ্রেয়স আইয়ারও দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছিলেন। প্রথম ম্যাচে সেরা ফিল্ডারের পদক জিতে নিয়েছিলেন বিরাট কোহলি। ড্রেসিংরুমের সেই ভিডিয়ো প্রকাশ করেছিল বোর্ড। পদক গলায় পরিয়ে দেওয়ার পর তাতে কামড়ও দেন বিরাট। পরের ম্যাচে সেরা ফিল্ডারের পদক জেতেন শার্দূল।

বাংলাদেশের বিরুদ্ধে মেহদি হাসান মিরাজের উইকেটের ক্ষেত্রে বোলার সিরাজের চেয়ে বেশি কৃতিত্ব প্রাপ্য কিপার লোকেশ রাহুলের। লেগ সাইডে অনেকটা বাইরে বল। মিরাজের ব্যাট ছুঁয়ে তা বাউন্ডারিই হতে পারত। যদিও লোকেশ রাহুল বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে অনবদ্য ক্যাচ নেন রাহুল। এ বারের বিশ্বকাপে এখনও অবধি অন্যতম সেরা ক্যাচ রাহুলের। তাঁর পরই অবশ্য জাড্ডু জাদু। পয়েন্টে ছিলেন জাডেজা। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম জোরালো কাটশট মারেন। জাডেজা বাঁ হাতি। তবে ডান দিকে ঝাঁপিয়ে দ্রুত বল লুফে নেন। খুবই কম রিঅ্যাকশন টাইম ছিল তাঁর কাছে।

View this post on Instagram

A post shared by ICC (@icc)

বাউন্ডারি লাইনের ধারে ছিলেন ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ। তিনিও জাডেজার ক্যাচে মুগ্ধ। হাতে দুটি জলের বোতল ছিল। সেই দুটি বাজিয়ে জাড্ডুকে সাবাশি দেন। জাডেজা তাঁকে ইঙ্গিত করেন, সেরা ফিল্ডারের পুরস্কার আজ তাঁকেই দেওয়া উচিত। পদক পরিয়ে দেওয়ার ইশারা করেন। ফিল্ডিং কোচও পাল্টা হেসে জাডেজাকে যেন বোঝাতে চাইলেন, ম্যাচ শেষেই দেখা যাবে।