Ravindra Jadeja : কিছু সমর্থক এটা বোঝেন না, ফাইনালে ওঠার পর কটাক্ষ ‘মোস্ট ভ্যালুয়েবল’ জাডেজার
GT vs CSK, IPL 2023 : নিজের দলেরই সমর্থকদের নিয়ে সন্তুষ্ট নন রবীন্দ্র জাডেজা। সিএসকে সমর্থকদের আচরণ নিয়ে বেজায় ক্ষুব্ধ তিনি।
কলকাতা: চেন্নাই সুপার কিংস টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিন্তু একটা ম্যাচ জেতার পিছনে, দলকে ফাইনালে তোলার পিছনে শুধু ধোনির হাত থাকতে পারে না। ক্রিকেট দলগত খেলা। দলের সাফল্যে প্রতিটি সদস্যের ছোট, বড় অবদান থাকে। অথচ কিছু সিএসকে সমর্থক এটা ভুলে গিয়েছেন। এখানেই আপত্তি চেন্নাই সুপার কিংসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja)। একদিন আক্ষেপ করে বলেছিলেন, ‘নিজের দলেরই সমর্থকরা চায় আমি তাড়াতাড়ি আউট হয়ে যাই। আমি আউট হলে ওরা উদযাপন করে। নিজের দলের সমর্থকদের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে আমি ব্যথিত।’ মঙ্গলবার ২০২৩ আইপিএলের ফাইনালে (IPL 2023) ওঠার পর সেইসব সমর্থকদের এক হাত নিলেন জাডেজা। ম্যাচে ব্যাটে বলে অবদান রাখেন সিএসকে অলরাউন্ডার। যে কারণে এদিন ম্যাচের ‘মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট’ পুরস্কার পান জাড্ডু। পুরস্কার নেওয়ার সময়ের ছবি টুইট করে তিনি লেখেন, “Upstox ও বুঝে গেল…অথচ কিছু সমর্থকরা এখনও বুঝলেন না।” অর্থাৎ ঘুরিয়ে জাডেজা সমর্থকদের বুঝিয়ে দিলেন, তিনিই দলের সবচেয়ে মূল্যবান সম্পদ। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
জাডেজা ও চেন্নাই সুপার কিংসের মধ্যে সম্পর্কটা কেমন? গতবছর নেতৃত্ব নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল। পরে তিক্ততা মিটে যায়। এইমুহূর্তে ব্যক্তিগতভাবে সম্পর্ক যেখানেই থাকুক, বাইশ গজে সিএসকের অন্যতম ভরসার নাম রবীন্দ্র জাডেজা। মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে প্রথমে ব্যাট হাতে ১৬ বলে ২২ রানের স্বল্প অথচ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এরপর ১৮ রান খরচ করে তুলে নেন ২টি উইকেট। জাডেজার দুটি উইকেট বদলে দেয় ম্যাচের মোড়। সিএসকে ফাইনালে ওঠার পর জাডেজা পেয়েছন ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’-এর পুরস্কার। এরপর সোশ্যাল মিডিয়ায় দলের সমর্থকদের দিকে ক্ষোভ উগরে দেন জাড্ডু। বেশ কিছুদিন ধরে এমন কিছু টুইট করেছেন, এমন কিছু পোস্ট শেয়ার বা লাইক করেছেন যা ইয়োলো ব্রিগেডের সঙ্গে জাডেজার সম্পর্কের অবনতির ইঙ্গিত দিয়েছে। এদিনও সমর্থকদের উপর ক্ষোভ উগরে দিয়ে এই টুইট করলেন।
Upstox knows but..some fans don’t ?? pic.twitter.com/6vKVBri8IH
— Ravindrasinh jadeja (@imjadeja) May 23, 2023
সিএসকে সমর্থকদের সঙ্গে জাডেজার সম্পর্ক এই মুহূর্তে আদায় কাঁচকলায়। প্রকাশ্যে সমর্থকদের দিকে আঙুল তোলায় পিছপা হচ্ছেন না। তাঁর প্রতি চিপকের দর্শকদের ব্যবহারে দুঃখিত তিনি। তাই দলের জয়ে বড় অবদান রাখার পর সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করলেন।