
কলকাতা: সামনেই ভারতীয় দলের ইংল্যান্ড সফর। যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ২০ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু হচ্ছে ভারতের। ইংল্যান্ড সফরের দল ঘোষণাও সময়ের অপেক্ষা। তবে ভারতের দুই সুপারস্টার রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর প্রথম টেস্ট সিরিজ। বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনও। এই সুপার সিনিয়রদের শূন্যস্থান পূরণ করবেন কারা? নানা প্রশ্নের মাঝে হঠাৎই আলোচনা রবীন্দ্র জাডেজাকে নিয়ে। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়ে যায়, তিনিও অবসর নিতে চলেছেন। সত্যিটা সামনে এল দ্রুতই।
অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে যাওয়ার আগেই নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারলে চার সুপার স্টার অর্থাৎ বিরাট-রোহিত-অশ্বিন-জাডেজার ছুটি হয়ে যেতে পারে। অস্ট্রেলিয়াতেই অবসর নিয়েছিলেন অশ্বিন। সদ্য টেস্টকে বিদায় জানিয়েছেন রোহিত, বিরাট। তা হলে কি জাডেজাও?
ভারতের স্টার অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন। সাদা জার্সি পরে তাঁর একটি ছবি দিয়েছেন। সঙ্গে লেখা, ‘তোমাদের শুভকামনার জন্য ধন্যবাদ’। এরপরই সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের জোর আলোচনা। তা হলে কি জাডেজাও? আসলে জাডেজার বার্তাটি ছিল সম্পূর্ণ ভিন্ন কারণে।
সদ্য রবীন্দ্র জাডেজা একটি দারুণ কৃতিত্ব অর্জন করেছেন। সব থেকে বেশি সময় ধরে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন জাডেজা। ভারতীয় দলের তরফে একটি পোস্টের মাধ্যমে সেখানে জানানো হয় ১১৫২ দিন ধরে তিনি শীর্ষে। ভক্তদের থেকে এই কৃতিত্বের জন্য যে অভিনন্দন পেয়েছেন তার জন্যই ধন্যবাদ জানিয়েছেন। এর সঙ্গে তাঁর টেস্ট থেকে অবসর নেওয়ার কোনও সম্পর্ক নেই।
Bhai jadeja ki story dekhi kya😭😭🥲!!!! pic.twitter.com/DtTwGwGelx
— Toka 🚩 (@Techhninjja) May 15, 2025