AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WPL 2023: মেয়েদের আইপিএলে মান্ধানাদের কোচ কে? নাম প্রকাশ করল আরসিবি

অস্ট্রেলিয়ার মেয়েদের টিমের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন বেন। আরসিবির পক্ষ থেকে মাইক হেসন একটি ভিডিয়ো পোস্ট করে এ বিষয়ে সিলমোহর দিয়েছেন।

WPL 2023: মেয়েদের আইপিএলে মান্ধানাদের কোচ কে? নাম প্রকাশ করল আরসিবি
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 9:10 AM
Share

বেঙ্গালুরু: উইমেন্স বিগ ব্যাশ লিগে দল হিসেবে বেশ সফল সিডনি সিক্সার্স। এই সাফল্যের পেছনে কোচের অবদানও অনস্বীকার্য। সে দলের দায়ভার সামলেছেন বছর ৪৫-এর এক অস্ট্রেলিয়ান কোচ যিনি এখন নিউজিল্যান্ডের মহিলা দলের দায়িত্বে রয়েছেন। কে এই কোচ ? অস্ট্রেলিয়ান এই বেন সয়ারকে (Ben Sawyer) মেয়েদের টিমের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে আরসিবি (RCB)। উইমেন্স বিগ ব্যাশে দল সফল ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি দ্য হান্ড্রেডে বার্মিংহ্যাম ফিনিক্সের কোচের দায়িত্বও সামলাচ্ছেন।

অস্ট্রেলিয়ার মেয়েদের টিমের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন বেন। আরসিবির পক্ষ থেকে মাইক হেসন একটি ভিডিয়ো পোস্ট করে এ বিষয়ে সিলমোহর দিয়েছেন। গত ২০ বছর ধরে মহিলা ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন বেন। এই খেলা সম্পর্কে সমস্ত কিছু তিনি জানেন। প্লেয়ারদের বুঝতেও তিনি বেশি সময় নেন না। নিলামেও প্লেয়ার নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই মহিলা আইপিএলে তাঁকে সাহায্য করবেন মালোরান রঙ্গরাজন, ভিআর ভানিথা এবং আরএক্স মুরলী। এই সমস্ত তথ্য আরসিবি নিজেদের টুইটার হ্যান্ডেলে জানিয়েছে। এ ছাড়াও টিম ম্যানেজার এবং টিম ডাক্তার হিসেবে ড: হারানি ও থেরাপিস্ট হিসেবে নবনীতা গৌতমকে নেওয়ার কথাও জানিয়েছেন তারা।

মেয়েদের এই আইপিএলে বেশ শক্তিশালী দল গঠন করেছে আরসিবি। মহিলা ক্রিকেটের বেশ পরিচিত কিছু মুখকে বিশাল মূল্যের অর্থের বিনিময়ে দলে নিয়েছে তারা। ভারতীয় মহিলা ক্রিকেটের জনপ্রিয় মুখ স্মৃতি মান্ধানাকে ৩.৪ কোটির রেকর্ড মূল্যে টিমে নিয়েছে আরিসবি। এ ছাড়াও দলে রয়েছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি ও মেগান শাটরা। এই উইমেন্স আইপিলে দিল্লির বিরুদ্ধে মার্চ মাসের ৫ তারিখে প্রথম ম্যাচ খেলতে চলেছেন মান্ধানারা। বেন সয়ারের তত্ত্বাবধানে আরসিবি কতটা ভালো খেলতে পারবে, সেটাই এখন আলোচ্য বিষয়। তাবড় তাবড় প্রথম শ্রেণির প্লেয়ার ও নিজেকে প্রমাণ করা কোচ বেন সয়ারের যুগলবন্দিতে জমে উঠবে, উইমেন্স আইপিএল এমনটাই আশা করা যায়।