Andy Flower : লখনউয়ের ছেঁটে ফেলা কোচকে নিয়োগ করল আরসিবি! ভাগ্য বদলাবে?

গত মাসে দলের কোচ সঞ্জয় বাঙ্গার এবং ডিরেক্টর মাইক হেসনকে বিদায় দিয়েছে আরসিবি। হেড কোচ ছাটাইয়ের ১৫ দিনের মধ্যে নতুন কোচ নিয়োগ করল বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটি।

Andy Flower : লখনউয়ের ছেঁটে ফেলা কোচকে নিয়োগ করল আরসিবি! ভাগ্য বদলাবে?
Image Credit source: Twitter

| Edited By: তিথিমালা মাজী

Aug 04, 2023 | 12:25 PM

কলকাতা : বিগত ১৬টি মরসুমে সাফল্য ধরা দেয়নি। ২০২৪ সালের আইপিএলে ভাগ্য বদলাবে আরসিবির (RCB)? সেই লক্ষ্যে নতুন হেড কোচ নিয়োগ করল আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৩ আইপিএলে প্লে অফে জায়গা করে নিতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত মাসে দলের কোচ সঞ্জয় বাঙ্গার এবং ডিরেক্টর মাইক হেসনকে বিদায় দিয়েছে আরসিবি। হেড কোচ ছাটাইয়ের ১৫ দিনের মধ্যে নতুন কোচ নিয়োগ করল বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটি। কিছুদিন আগেই লখনউ সুপার জায়ান্টসের হেড কোচের পদে ছাঁটাই হওয়া অ্যান্ডি ফ্লাওয়ারের (Andy Flower) উপর দায়িত্ব তুলে দিয়েছে দলটি। আইপিএলে দুটো মরসুমে লখনউকে প্লে অফে তুলেছিলেন দক্ষিণ আফ্রিকান কোচ। পরের মরসুমে আরসিবির ডাগআউটে দেখা যাবে অ্যান্ডি ফ্লাওয়ারকে। আরসিবিকে নতুনভাবে তৈরি করতে নেমে পড়বেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

টি ২০ ফ্র্যাঞ্চাইজি লিগে কোচ হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ারের সাফল্য ঈর্ষণীয়। ২০২০ সাল থেকে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে হেড কোচ হিসেবে কাজ করছেন। এই চার বছরে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ, পাকিস্তান সুপার লিগ, দ্য হান্ড্রেড, সংযুক্ত আরব আমিরশাহির ইন্টারন্যাশনাল টি-২০ লিগ এবং আইপিএলে কাজ করেছেন। তাঁর তত্ত্বাবধানে ২০২১ সালে পিএসএল জেতে মুলতান সুলতানস টিম। ২০২২ সালে ট্রেন্ট রকেটস টিমকে দ্য হান্ড্রেডে বিজয়ী করেন। এরপর চলতি বছরে ইন্টারন্যশনাল টি-২০তে অ্যান্ডি ফ্লাওয়ারের কোচিংয়ে ট্রফি ওঠে গাল্ফ জায়ান্টসের হাতে। এর পাশাপাশি বহুবার ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের দলকে ফাইনালে তুলেছেন। লখনউ সুপার জায়ান্ট এ বছরের আইপিএলে প্লে অফে ওঠে তাঁরই কোচিংয়ে।
আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সাফল্যের ছড়াছড়ি। ২০১০ সালে ইংল্যান্ডকে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছিলেন।

২০১৯ থেকে আরসিবির সংসারে ছিলেন মাইক হেসন। ২০২১ সালে সঞ্জয় বাঙ্গারকে হেড কোচের পদে নিযুক্ত করে আরসিবি। জাতীয় দলের একসময়ের ব্যাটিং কোচের আগমনেও ব্যর্থতা ছাড়া আর কিছুই জোটেনি আরসিবির। তাই এ বার বিদেশি কোচের উপর ভরসা রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।