চেন্নাইয়ে আরসিবির বায়ো বাবলে বিরাট-এবিডি
আইপিএলের আগে ৭ দিনের কোয়ারান্টিন কাটাতে হবে দু'জনকেই।
চেন্নাই: ৯ এপ্রিল আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখোমুখি হবে বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। আরসিবি শিবিরে যোগ দিতে চেন্নাইতে (Chennai) পৌঁছে গেলেন ভারতীয় দলের ও আরসিবির অধিনায়ক বিরাট কোহলি। পাশাপাশি প্রোটিয়া ক্রিকেটার এবি ডে ভিলিয়ার্সও (AB de Villiers) পা রেখেছেন চেন্নাইয়ের মাটিতে। আইপিএলের আগে ৭ দিনের কোয়ারান্টিন কাটাতে হবে দু’জনকেই।
If you thought we were done breaking the internet for the day, think again! ?
Captain Virat Kohli ? has arrived in Chennai ?#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/p1BS81eChE
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 1, 2021
দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজের পর ভারত অধিনায়ক বাড়ি ফিরে গিয়েছিলেন। তাই বায়ো বাবলে প্রবেশ করে ৭ দিনের কোয়ারান্টিন কাটাতে হবে কোহলিকে। অন্যদিকে মুম্বইয়ের ক্যাপ্টেন রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ করেই প্রবেশ করেছেন মুম্বই শিবিরে।
আরও পড়ুন: টিম দিল্লির প্রথম দিনের অনুশীলনে রাহানেরা
BREAKING THE INTERNET :
The spaceship has landed! ?
AB de Villiers has joined the RCB bubble in Chennai. ?#PlayBold #WeAreChallengers #IPL2021 #AllInForAB pic.twitter.com/pnvXGVl8ww
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 1, 2021
বন্ধু বিরাট আরসিবি শিবিরে যোগ দেওয়ার আগেই চেন্নাইতে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। আইপিএল শুরুর আগে ৭ দিনের কোয়ারান্টিন কাটিয়ে, দুই তারকা ক্রিকেটারই মাঠে অনুশীলন করার মাত্র এক বা দু’দিনের সুযোগ পাবেন। বিরাটের নেতৃত্বে ভারত একের পর এক সিরিজ জিতলেও, আইপিএলে এক বারও চ্যাম্পিয়ন হয়নি বিরাটের আরসিবি। অন্যদিকে ৫ বারের চ্যাম্পিয়ন রোহিতের মুম্বই। এ বারের ট্রফি কি আসবে আরসিবি শিবিরে? অপেক্ষায় আরসিবি টিম ও বিরাটদের সমর্থকরা।
আরও পড়ুন: আইপিএল থেকে সরে দাঁড়ালেন হ্যাজেলউড