দুবাই: ভয়ডরহীন ক্রিকেটই প্লে-অফের রাস্তায় এখনও রেখেছে আরসিবিকে (RCB)। আর সেই সঙ্গে মিডল অর্ডারের আঁটোসাঁটো বোলিং চাপ কাটিয়ে দিচ্ছে। এমনই মনে করছেন ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli)।
এই মুহূর্তে লিগ টেবলের তিনে রয়েছে আরসিবি। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট। বাকি তিন ম্যাচে আর দুটো জিততে পারলে পরিস্থিতি বদলে যাবে। প্লে-অফে যাওয়া নিশ্চিত হয়ে যাবে বিরাটের টিমের। সেই স্বপ্নই সফল করার চেষ্টা করছেন এবি ডে ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েলরা।
বিরাট বলছেন, ‘চাপে মুহূর্তগুলোয় আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলছি। সেই সঙ্গে আত্মবিশ্বাস তুলে ধরার চেষ্টা করছি। আর সেটাই মুঠো থেকে ম্যাচ হারাতে দিচ্ছে না। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মেলাতে পারছি আমরা। মাঝের ওভারগুলোতে টাইট বোলিং একটা বিষয়। যদি মাঝের ওভারে উইকেট তোলা যায়, তা হলে খেলার গতিটাকে পাল্টে দেওয়া যেতে পারে। ব্যাটিংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’
একই সঙ্গে বিরাটের ব্যাখ্যা, ‘ওপেনিংটা ভালো হচ্ছে আমাদের। দেবদত্ত আর আমি টিমকে ভালো শুরু দেওয়ার চেষ্টা করচি। মাঝের ওভারগুলোয় এবি, ভরত আর ম্যাক্সওয়েলও চমৎকার খেলছে। পুরো টিমের এই চেষ্টাটাই এগিয়ে দিচ্ছে।’
সব মিলিয়ে এই আইপিএলে সাতটা জয় পেল আরসিবি। আমিরশাহির পর্বের শুরুটা খারাপ হলেও আবার ঘুরে দাঁড়িয়েছে বিরাটের টিম। আরসিবি ক্যাপ্টেন বলছেন, ‘আমরা দারুণ ভাবে ফিরে এসেছিলাম। পর পর দুটো ম্যাচ ভালো বোলিংয়ের সুবাদে জিতেছি। আইপিএলের ম্যাচে যদি বোলিংটা ঠিকঠাক করা যায়, চাপ সামলাতে পারা যায়, জেতার রাস্তা তৈরি করা যায়।’
রাজস্থানের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেছেন যুজবেন্দ্র চাহাল। তাঁর ফর্মে ফেরাটাও টিমকে স্বস্তি দিচ্ছে। চাহাল বলেছেন, ‘আইপিএলের প্রথম পর্বের প্রথম ৩-৪টে ম্যাচে আমি উইকেট পাইনি। বিরতির পর আবার ছন্দে ফিরেছি। শ্রীলঙ্কা সফরে ভালো বোলিং করাটা আমার আত্মবিশ্বাস ফিরিয়েছে। খারাপ সময়টাতে আমি আমার টিমের প্লেয়ারদের কাছে জানতে চেয়েছি, কোথায় ভুলটা হচ্ছে।’
আরও পড়ুন: IPL 2021 Points Table: কেকেআরের ম্যাচের আগে দেখুন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল কোথায় রয়েছে
আরও পড়ুন: IPL 2021 Purple Cap: হার্ষালের ঝুলিতেই রইল বেগুনি টুপি
আরও পড়ুন: IPL 2021 Orange Cap: গব্বরের দখলেই কমলা টুপি