বেঙ্গালুরু : এক দিন আগেই প্রস্তুতি শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে ফুল স্কোয়াড প্র্যাক্টিস শুরু হল আজ, রবিবার। সবচেয়ে বড় কথা, প্র্যাক্টিসে নামলেন বিরাট কোহলি। এখন তিনি অধিনায়ক নন। তবে আরসিবি পরিবারে তিনি যে একজন লিডার এবং সকলের নয়নের মণি, এ বিষয়ে সন্দেহ নেই। বিরাটকে নিয়ে উন্মাদনা সবসময়ই মাত্রাছাড়া। সীমাহীন ভালোবাসা। প্রস্তুতি দেখার জন্য় অনুমতি মিলেছে সমর্থকদের। রবিবার, বেশির ভাগ অফিসই ছুটি। এমন দিনে বিরাট মুহূর্ত উপভোগ করতে চিন্নাস্বামী স্টেডিয়ামের গ্য়ালারিতে উপচে ভরা ভিড়। বিস্তারিত TV9Bangla-য়।
Chinnaswamy Diaries ft. Captain Faf ??#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #RCBUnbox @faf1307 pic.twitter.com/OI51p3Tp8U
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 26, 2023
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে ট্রফির হতাশা কাটেনি আরসিবির। প্রতিবারই বড় প্রত্য়াশায় টুর্নামেন্ট শুরু হয়। স্কোয়াডে এক ঝাঁক তারকা। বিশ্ব ক্রিকেটের রকস্টাররা খেলেছেন, খেলেন এই দলে। একই ট্রেন্ড দেখা গিয়েছে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগেও। আরসিবি বরাবরই ব্র্য়ান্ডে ঝুঁকে থাকে। উইমেন্স প্রিমিয়ার লিগে আরসিবি দলে স্মৃতি মান্ধানা, এলিস পেরি, সোফি ডিভাইন, হেদার নাইটের মতো বিশ্ব ক্রিকেটের ব্র্য়ান্ড দেখা গিয়েছে। যদিও ট্রফির প্রত্য়াশা মেটেনি। এ বার অপেক্ষা আইপিএলের। বিরাট কোহলিই শুধু নন, আরও অনেক তারকা ক্রিকেটারই রয়েছেন রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরে। যাবতীয় আকর্ষণ যে বিরাট কোহলিকে ঘিরেই, এ বিষয়ে সন্দেহ নেই।
বিরাট কোহলি মাঠে প্রবেশ করতেই গ্য়ালারিতে গর্জন। যেন ম্য়াচে ব্য়াট করতে নামছেন বিরাট। প্র্যাক্টিসেও ম্য়াচের আঁচ পাওয়া গেল। মহম্মদ সিরাজ, হর্ষল প্য়াটেল, রজত পাতিদার, দীনেশ কার্তিক, বিরাট কোহলির পাশাপাশি উপস্থিত গ্লেন ম্য়াক্সওয়েল, রিস টপলি, মাইকেল ব্রেসওয়েলের মতো বিদেশি ক্রিকেটাররাও। কোহলি মাঠে ঢুকে থাম্পস আপ দেখালেন গ্য়ালারির দিকে। গর্জন আরও বাড়ল। ঘরের মাঠেই আরসিবির প্রথম ম্য়াচ। ২ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। এখন অপেক্ষা ম্য়াচের।