কলকাতা: প্লে অফের দৌড় ফাইনাল স্টেজে পৌঁছে গিয়েছে। প্রথম চারের তিনটি দল নির্ধারণ হয়ে গিয়েছে। রবিবার রাতের মধ্যে ২০২৩ আইপিএলের প্লে অফের চারটে দলই নির্ধারণ হয়ে যাবে। ওই একটি জায়গার জন্য লড়াই মূলত মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। লড়াইয়ে রয়েছেন রাজস্থান রয়্যালসও। রবিবার আইপিএলের (IPL 2023) লিগ পর্বের শেষ দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট টাইটান্স (RCB vs GT)। প্লে অফে যেতে হলে দুটি দলকেই নিজেদের ম্যাচে অন্তত জিততে হবে। এরপর নেট রান রেটের ভিত্তিতে চতুর্থ দল নির্ধারণ হবে। রান রেট ভালো থাকায় আরসিবির পাল্লা বেশি ভারী। বিরাট কোহলিদের প্লে অফ অন্য কারও উপর নির্ভর করছে না। তাদের নিজেদের হাতেই রয়েছে। মোদ্দা কথা হল, গুজরাট টাইটান্সকে হারাও, প্লে অফে যাও। কারণ রবিবার গুজরাট হেরে গেলেও শীর্ষস্থানে থেকেই প্লে অফ খেলবে হার্দিক পান্ডিয়ার দল। বিস্তারিত Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
ফাফ ডুপ্লেসিদের পয়েন্ট এখন ১৩ ম্যাচে ১৪। পয়েন্ট টেবলের প্রথম চারের মধ্যেই রয়েছে তারা। নেট রান রেট +০.১৮০। ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়াম গুজরাটের বিরুদ্ধে ভালো মার্জিনে জয় প্রয়োজন ব্যাঙ্গালোরের। আবার গুজরাটের বিরুদ্ধে হেরে গেলেও তার ব্যবধান যেন ৫ রানের কমে থাকে। একইসঙ্গে অন্যদের দলের দিকেও তাকিয়ে থাকতে হবে। দিনের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স হেরে গেলে, গুজরাটের বিরুদ্ধে পরাজয় সত্ত্বেও প্লে অফের টিকিট পেয়ে যেতে পারেন ফাফ ডুপ্লেসিরা।
সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ দুটি ম্যাচে জিতেছে আরসিবি। তাদের শক্তি ব্যাটিং বিভাগ। শেষ চারটি ম্যাচেই স্কোরবোর্ডে ১৮০-র বেশি রান উঠেছে। বিশেষ করে বলতে হয় টপ অর্ডারের কথা। ফাফ ডু প্লেসি (৭০২), বিরাট কোহলি (৫৩৮) এবং গ্লেন ম্যাক্সওয়েল (৩৮৯) রান সংগ্রহ করেছেন এখনও পর্যন্ত। বিগ থ্রি-র উপর নির্ভরতা রবিবারের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচেও বজায় থাকবে।
মুম্বই ইন্ডিয়ান্সের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুটি মরসুমে টেবলের শীর্ষে হার্দিক পান্ডিয়ার দল। ২০১৯ ও ২০২০ সালে মুম্বই টানা দুটি মরসুমে পয়েন্ট টেবলের শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করেছিল। ন্যাশনাল ডিউটির পর দলে ফিরেছেন জস লিটল। গত ম্যাচে খেললেননি বিজয় শঙ্কর। টাইটান্সের কাছে নিয়মরক্ষার ম্যাচ হওয়ায় এদিন কয়েকজনকে বিশ্রাম দিতে পারে গুজরাট। কারণ ২২ মে তাদের প্রথম কোয়ালিফায়ার খেলতে হবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।