RCB : আরসিবিতে ছাঁটাই শুরু, চাকরি গেল দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যের
২০২৩ আইপিএলে আরসিবির পারফরম্যান্স মোটেও বলার মতো নয়। লিগ পর্বের ১৪টি ম্যাচের মধ্যে মাত্র সাতটিতে জয়। প্লে অফে উঠতে পারেনি দল।
কলকাতা : ১৬টা সংস্করণ পরেও ভাগ্য বদলায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। দলটিতে রথী মহারথীর কোনওদিনই অভাব ছিল না। কিন্তু তারকা খচিত দল গড়েও ব্যর্থতাই সঙ্গী হয়েছে। ২০২৩ সালের আইপিএলেও ছবিটার বদল নেই। বিরাট কোহলি নেতৃত্ব ছেড়েছেন অনেকদিন হল। ফাফ ডুপ্লেসির তত্ত্বাবধানে প্লে অফে জায়গা করে নিতে পারেনি আরসিবি (RCB)। ২০২৪ মরসুম শুরু হতে এখনও সাত মাস বাকি। তার আগেই দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে ছেঁটে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একজন হলেন কোচ সঞ্জয় বাঙ্গার ও অন্যজন দলের ডিরেক্টর মাইক হেসন। ভারতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বাঙ্গার (Sanjay Bangar)। তাঁর সঙ্গে কোহলির সু সম্পর্কের কথাই শোনা যায়। অন্য়দিকে ডিরেক্টর মাইক হেসন (Mike Hesson) আরসিবির পুরুষ ও মহিলা উভয় টিমেরই দায়িত্বে ছিলেন। দলের লাগাতার ব্যর্থতার জেরে দু’জনকেই বাইরের পথ দেখিয়েছে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
২০২৩ আইপিএলে আরসিবির পারফরম্যান্স মোটেও বলার মতো নয়। লিগ পর্বের ১৪টি ম্যাচের মধ্যে মাত্র সাতটিতে জয়। প্লে অফে উঠতে পারেনি দল। ষষ্ঠস্থানে শেষ করেছিলেন বিরাট কোহলিরা। স্বাভাবিকভাবেই ব্যর্থতার দায় এসে পড়ে হেড কোচ ও ডিরেক্টরের উপর। পরের মরসুমে নতুনভাবে শুরু করতে চায় বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি। তাই হেড কোচ সঞ্জয় বাঙ্গার ও মাইক হেসন— দু’জনকেই ছেঁটে ফেলা হল। ২০১৯ সাল থেকে আরসিবির সঙ্গে যুক্ত ছিলেন মাইক হেসন। ২০২১ সালে জাতীয় দলের একসময়ের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে হেড কোচের পদে বসায় আরসিবি। তিনটি মরসুমে ব্যর্থতা ছাড়া আর কিছুই উপহার দিতে পারেননি তিনি।
বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথকে রেখে দিয়েছে আরসিবি। নতুন কোচের নাম এখনও ঘোষণা হয়নি। সময় থাকতেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ‘সাফাই’য়ের কাজে নেমেছে। কিছুদিন আগেই লখনউ সুপার জায়ান্টস তাদের নতুন কোচের নাম ঘোষণা করেছে। দু’বছর পর অ্যান্ডি ফ্লাওয়ারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গারকে হেড কোচ হিসেবে নিযুক্ত করেছে। দেখাদেখি আরসিবি কি বিদেশি কোচের দিকে ঝুঁকবে, নাকি দেশি কোচের উপরই ভরসা রাখবে তারা? সময়ই বলবে।