IPL 2024: অশ্বিন ধাক্কা সামলে রাজস্থানকে ১৭৩ রানের টার্গেট আরসিবির

May 22, 2024 | 9:29 PM

IPL 2024, RR vs RCB: রাজস্থান ফিল্ডিংয়ে দু-রকম পরিস্থিতিই দেখা গিয়েছে। একদিকে রোভম্যান পাওয়েলের অনবদ্য একটা ক্যাচ। তেমনই ধ্রুব জুরেল, যশস্বীদের মিস। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন আরসিবিকে মিডল ওভারে চাপে ফেলেন। অশ্বিন নিজের স্পেলের শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নেন। একটি ক্যামেরন গ্রিন, গোল্ডেন ডাক গ্লেন ম্যাক্সওয়েল। এই ওভারই আরসিবিকে প্রবল চাপে ফেলে দেয়।

IPL 2024: অশ্বিন ধাক্কা সামলে রাজস্থানকে ১৭৩ রানের টার্গেট আরসিবির
Image Credit source: BCCI

Follow Us

টানা ছ-ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখান থেকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। হারলেই বিদায়। ফলে দুর্দান্ত একটা পারফরম্যান্সের প্রয়োজন ছিল। ব্যাটিংয়ে অবশ্য খাবি খেল আরসিবি। শেষ দিকে কিছুটা লড়াই। এই মাঠে কতটা রানের পুঁজি নিয়ে জেতে সম্ভব বলা কঠিন। তবে রবিচন্দ্রন অস্বিন যে বোলিং পারফরম্যান্স দেখালেন, তাতে আরসিবি ১৫০ অবধি পৌঁছতে পারবে কিনা, তা নিয়েই সন্দেহ ছিল। শেষ অবধি রাজস্থানকে ১৭৩ রানের টার্গেট দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

রাজস্থান ফিল্ডিংয়ে দু-রকম পরিস্থিতিই দেখা গিয়েছে। একদিকে রোভম্যান পাওয়েলের অনবদ্য একটা ক্যাচ। তেমনই ধ্রুব জুরেল, যশস্বীদের মিস। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন আরসিবিকে মিডল ওভারে চাপে ফেলেন। অশ্বিন নিজের স্পেলের শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নেন। একটি ক্যামেরন গ্রিন, গোল্ডেন ডাক গ্লেন ম্যাক্সওয়েল। এই ওভারই আরসিবিকে প্রবল চাপে ফেলে দেয়।

তার আগে আরও সুযোগ ছিল রাজস্থানের কাছে। ডুপ্লেসি-বিরাটরা আউট হয়ে ফিরেছেন। এমন সময় ফর্মে থাকা রজত পাতিদারের উইকেট নিতে পারলে রাজস্থান রয়্যালস আরও স্বস্তিতে থাকত। রবিচন্দ্রন অশ্বিনের বোলিংয়ে সহজ ক্যাচ ফসকান ধ্রুব জুরেল। সে সময় মাত্র ৫ রানে ব্যাট করছিলেন রজত। শেষ অবধি রজত পাতিদার ২২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে অবদান রাখেন মহীপাল লোমরোর। ১৭ বলে ৩২ রান করেন তিনি। রাজস্থান বোলিংয়ে অনবদ্য অশ্বিন। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট। আবেশ খান তিন উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন ৪৪ রান।

Next Article