RCB vs CSK, IPL 2021, Match 35 Results: শারজায় ধোনির সিএসকের কাছে হার বিরাটের আরসিবির

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 24, 2021 | 11:27 PM

RCB vs CSK Live Score: দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

RCB vs CSK, IPL 2021, Match 35 Results: শারজায় ধোনির সিএসকের কাছে হার বিরাটের আরসিবির
শারজায় ৬ উইকেটে জয়ী চেন্নাই (ছবি-আইপিএল ওয়েবসাইট)

Follow Us

দুবাই: আইপিএলের (IPL) ৩৫তম ম্যাচে আজ মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। পয়েন্ট টেবলের দুই নম্বর ও তিন নম্বরে থাকা দুটি দলের লড়াই আজ। দক্ষিণী ডার্বিতে নজরে থাকবে দুই দলের দুরন্ত অধিনায়ক। আইপিএলের এখনও পর্যন্ত ৮ টি করে ম্যাচে খেলেছে বিরাট ও ধোনিরা। যার মধ্যে ৬টিতে জয় ও ২টিতে হার সিএসকের (CSK)। অন্যদিকে আরসিবির জয় ৫ ম্যাচে ও হার ৩ ম্যাচে। শারজায় টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে আরসিবি তোলে ১৫৬ রান। সিএসকের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫৭ রান। ১১ বল বাকি থাকতেই ৪ উইকেটের বিনিময়ে কাঙ্খিত জয় তুলে নেয় ধোনির চেন্নাই।

এক নজরে আরসিবির ইনিংস: শারজায় আজ শুরু থেকেই দুরন্ত ফর্মে খেলতে থাকেন বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কাল। ওপেনিং জুটিতে শতরান পের করে দেয়। দুই ওপেনার পর পর হাফসেঞ্চুরি করেন। তবে ভিকের হাফসেঞ্চুরির পরই ডোয়েন ব্র্যাভোর বলে রবীন্দ্র জাডেজার হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন কোহলি। ভিকের ৫৩ রানের ঝকঝকে ইনিংস সাজানো ছিল ৬টি চার ও ১টি ছয়। ১১১ রানে প্রথম উইকেট হারায় আরসিবি। ১২ রান করে শার্দূল ঠাকুরের বলে আউট হয়ে মাঠ ছাড়েন এবিডি। তার ঠিক পরের বলেই পাড়িক্কালকে ফেরান শার্দূল ঠাকুর। দেবদত্তের ৭০ রানের দুরন্ত ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছয়। তারপরই হুড়মুড়িয়ে পড়ে বিরাটব্রিগেড। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানে থেমে যায় আরসিবি।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 24 Sep 2021 11:12 PM (IST)

    শারজায় জিতল ধোনির চেন্নাই

    ১১ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরল ধোনির চেন্নাই

  • 24 Sep 2021 11:04 PM (IST)

    ১৭ ওভারে সিএসকে ১৪৫/৪

    খেলা বাকি ৩ ওভারের। সিএসকের জয়ের জন্য প্রয়োজন ১২ রান


  • 24 Sep 2021 10:57 PM (IST)

    অম্বাতি রায়ডু আউট

    ৩২ রান করে সাজঘরে ফিরলেন অম্বাতি রায়ডু।

  • 24 Sep 2021 10:50 PM (IST)

    ১৫ ওভারে সিএসকে ১২৫/৩

    ক্রিজে অম্বাতি রায়ডু ও সুরেশ রায়না

  • 24 Sep 2021 10:47 PM (IST)

    মইন আলি আউট

    ২৩ রান করে সাজঘরে ফিরলেন মইন আলি। আরসিবিকে তৃতীয় সাফল্য এনে দিলেন হার্ষাল প্যাটেল

  • 24 Sep 2021 10:37 PM (IST)

    সিএসকের শতরান

    ১১.৬ ওভারে দলগত শতরান পূর্ণ করল সিএসকে। চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ৪৮ বলে ৫৭ রান।

    ১২ ওভারে চেন্নাই ১০০/২

  • 24 Sep 2021 10:29 PM (IST)

    ১০ ওভারে সিএসকে ৭৮/২

    খেলা বাকি ১০ ওভারের। শেষ ১০ ওভারে সিএসকের জয়ের জন্য প্রয়োজন ৭৯ রান।

    অম্বাতি রায়ডু (৬*), মইন আলি (১*)

  • 24 Sep 2021 10:25 PM (IST)

    ডু প্লেসি আউট

    ৩১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন সিএসকে ওপেনার ফাফ ডু প্লেসি

  • 24 Sep 2021 10:20 PM (IST)

    ঋতুরাজ আউট

    যুজবেন্দ্র চাহালের বলে আউট হলেন ঋতুরাজ গায়কোয়াড়। ৩৮ রান করে সাজঘরে ফিরলেন ঋতু

  • 24 Sep 2021 10:08 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে কোনও উইকেট না খুইয়ে ধোনির চেন্নাই তুলেছে ৫৯ রান

  • 24 Sep 2021 10:02 PM (IST)

    ৫ ওভারে সিএসকে ৪৩/০

    কোনও উইকেট না হারিয়ে ৫ ওভারে সিএসকে তুলেছে ৪৩ রান

  • 24 Sep 2021 09:52 PM (IST)

    ৩ ওভারে সিএসকে ২৩/০

    ভালো শুরু চেন্নাইয়ের।

     

  • 24 Sep 2021 09:36 PM (IST)

    সিএসকের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ফাফ ডু প্লেসি ও ঋতুরাজ গায়কোয়াড়।

  • 24 Sep 2021 09:23 PM (IST)

    ১৫৬ রানে শেষ আরসিবি

    দুরন্ত শুরু করেও মাঝপথে থমকে গেল আরসিবি। পরপর উইকেট খুইয়ে ১৫৬ রানে আটকে গেল বিরাটের আরসিবি। সিএসকের জয়ের জন্য প্রয়োজন ১৫৭

  • 24 Sep 2021 09:19 PM (IST)

    ম্যাক্সওয়েল আউট

    ১১ রান করে সাজঘরে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল।

  • 24 Sep 2021 09:17 PM (IST)

    এক ওভার বাকি আরসিবির

    ১৯ ওভারে আরসিবির স্কোর ১৫৪/৪

    গ্লেন ম্যাক্সওয়েল (১১*), হার্ষাল প্যাটেল (২*)

  • 24 Sep 2021 09:13 PM (IST)

    টিম ডেভিড আউট

    পরপর উইকেট হারাচ্ছে আরসিবি। দীপক চাহারের বলে মাত্র এক রান করে আউট হলেন ডেভিড।

  • 24 Sep 2021 09:06 PM (IST)

    দেবদত্ত আউট

    এবিডির পর দেবদত্ত পাড়িক্কালের উইকেট তুলে নিলেন শার্দূল ঠাকুর। ৭০ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হলেন পাড়িক্কাল

  • 24 Sep 2021 09:05 PM (IST)

    এবিডি আউট

    ১২ রান করে সাজঘরে ফিরলেন এবিডি

  • 24 Sep 2021 08:54 PM (IST)

    ১৫ ওভারে আরিসিবি ১১৮/১

    ক্রিজে এবিডি ও পাড়িক্কাল। খেলা বাকি ৫ ওভারের।

  • 24 Sep 2021 08:45 PM (IST)

    কোহলি আউট

    ৫৩ রান করে সাজঘরে ফিরলেন আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলি

  • 24 Sep 2021 08:41 PM (IST)

    কোহলির হাফসেঞ্চুরি

    শারজায় সিএসকের বিরুদ্ধে বিরাট কোহলির হাফসেঞ্চুরি

  • 24 Sep 2021 08:37 PM (IST)

    দেবদত্তের হাফসেঞ্চুরি

    শারজায় ধোনির সিএসকের বিরুদ্ধে আরসিবির দেবদত্ত পাড়িক্কালের হাফসেঞ্চুরি

  • 24 Sep 2021 08:32 PM (IST)

    ১০ ওভারে আরসিবি ৯০/০

    দুরন্ত ফর্মে বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কাল।

  • 24 Sep 2021 08:14 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল আরসিবি। কোনও উইকেট না হারিয়ে ৬ ওভার শেষে আরসিবির স্কোর ৫৫/০

    বিরাট (৩৩*) দেবদত্ত (২১*)

  • 24 Sep 2021 08:10 PM (IST)

    আরসিবির ৫০ রান

    ৫.৩ ওভারে আরসিবি দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 24 Sep 2021 08:08 PM (IST)

    ৫ ওভারে আরসিবি ৪৬/০

    ভালো শুরু আরসিবির। শারজায় শুরু থেকেই চার-ছয়ের ফুলঝুরি দেখাচ্ছে আরসিবির ওপেনিং জুটি।

    বিরাট (২৭*), দেবদত্ত (১৯*)

  • 24 Sep 2021 07:58 PM (IST)

    ৩ ওভারে আরসিবি ২৮/০

    শুরু থেকেই মেজাজে দেখা যাচ্ছে আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলিকে। আজ ভিকের সামনে বড় চ্যালেঞ্জ।

  • 24 Sep 2021 07:46 PM (IST)

    আরসিবির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কাল

     

  • 24 Sep 2021 07:41 PM (IST)

    আরসিবিতে অভিষেক এক ক্রিকেটারের

    আরসিবির জার্সিতে চেন্নাইয়ের বিরুদ্ধে আজ অভিষেক হচ্ছে টিম ডেভিডের

  • 24 Sep 2021 07:40 PM (IST)

    আরসিবির প্রথম একাদশ

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), কেএস ভরত, এবি ডে ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল,ভানিন্দু হাসারঙ্গা, টিম ডেভিড, নভদীপ সাইনি, হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

  • 24 Sep 2021 07:36 PM (IST)

    সিএসকের প্রথম একাদশ

    চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড, ফাফ দু প্লেসি, মইন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার) রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দূল ঠাকুর, দীপক চাহার, জস হ্যাজেলউড।

  • 24 Sep 2021 07:31 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল সিএসকে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মহেন্দ্র সিং ধোনি

  • 24 Sep 2021 07:13 PM (IST)

    ধুলি ঝড়ের থামার নাম নেই

    শারজায় এখনও ধুলি ঝড় বইছেই। যার ফলে আবার টসে দেরি

  • 24 Sep 2021 07:04 PM (IST)

    টসে বাধা

    শারজায় ধুলো ঝড়ের কারণে ১০ মিনিট দেরিতে হবে টস।

  • 24 Sep 2021 06:50 PM (IST)

    এক রেকর্ডের সামনে এবিডি

    আজ সিএসকের বিরুদ্ধে ৫টি ছয় মারতে পারলেই আইপিএলে ২৫০টি ছয় মারার নজির গড়বেন এবিডি।

  • 24 Sep 2021 06:45 PM (IST)

    শারজা তৈরি, আর আপনি?

    আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ। আজকের ম্যাচ হবে শারজায়

  • 24 Sep 2021 06:35 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৬ বার মুখোমুখি হয়েছে আরসিবি ও চেন্নাই। যার মধ্যে ধোনিরা জিতেছেন ১৭ বার ও বিরাটরা জিতেছেন ৯ বার।