RCB vs DC, IPL 2021 Match 56 Result: পন্থের দিল্লির বিরুদ্ধে ৭ উইকেটে জয়ী বিরাটের আরসিবি

RCB vs DC Live Score: দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

RCB vs DC, IPL 2021 Match 56 Result: পন্থের দিল্লির বিরুদ্ধে ৭ উইকেটে জয়ী বিরাটের আরসিবি
৭ উইকেটে জয়ী বিরাটের আরসিবি

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 08, 2021 | 11:23 PM

দুবাই: আজ, শুক্রবার আইপিএলের (IPL) ৫৬তম ম্যাচে দুবাইতে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।

টসে জিতে পন্থদের শুরুতে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলি। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলেছিল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। ১৬৫ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে হারিয়ে ১৬৬ রান তুলে ম্যাচ জিতে নেয় আরসিবি।

শেষ ওভারে ৬ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। ম্যাক্সির সঙ্গে জুটি বেঁধে শেষ বলে ছক্কা মেরে দলকে জেতালেন শ্রীকর ভরত। ৫২ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন কোনা শ্রীকর ভরত। অন্যদিকে ৩৩ বলে ৫১ রানে অপরাজিত থাকেন অজি তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।

 

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 08 Oct 2021 11:10 PM (IST)

    ৭ উইকেটে জয়ী আরসিবি

    শেষ ওভারে ৬ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। ম্যাক্সির সঙ্গে জুটি বেঁধে দলকে জেতালেন শ্রীকর ভরত

  • 08 Oct 2021 11:05 PM (IST)

    ম্যাক্সি-ভরতের শতরানের পার্টনারশিপ

    দিল্লির বিরুদ্ধে শেষ ওভারের প্রথম বলে ম্যাক্সি-ভরতের শতরানের পার্টনারশিপ পূর্ণ হল

  • 08 Oct 2021 11:03 PM (IST)

    ম্যাক্সওয়েলের হাফসেঞ্চুরি

    দিল্লির বিরুদ্ধে শেষ ওভারে এসে হাফসঞ্চুরি পূর্ণ করলেন গ্লেন ম্যাক্সওয়েল।

  • 08 Oct 2021 11:01 PM (IST)

    টানটান শেষ ওভার

    দিল্লির জয়ের জন্য প্রয়োজন ৬ বলে ১৫ রান

  • 08 Oct 2021 10:52 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে আরসিবির স্কোর ৩ উইকেটে ১৩৪। বিরাটদের জয়ের জন্য প্রয়োজন ৩১ রান।

  • 08 Oct 2021 10:40 PM (IST)

    কেএস ভরতের হাফসেঞ্চুরি

    পন্থদের বিরুদ্ধে চাপে থেকেও হাফসেঞ্চুরি পূর্ণ করলেন শ্রীকর ভরত। এটিই তাঁর আইপিএল কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি

  • 08 Oct 2021 10:37 PM (IST)

    ১৫ ওভারে আরসিবি ১০৮/৩

    খেলা বাকি ৫ ওভারের। আরসিবির জয়ের জন্য প্রয়োজন ৫৭ রান

  • 08 Oct 2021 10:16 PM (IST)

    ১০ ওভারে আরসিবি ৬১/৩

    খেলা বাকি ১০ ওভারের। জয়ের জন্য আরসিবির প্রয়োজন ১০৬ রান।

  • 08 Oct 2021 10:13 PM (IST)

    এবিডি আউট

    ২৬ রান করে মাঠ ছাড়লেন এবি ডে ভিলিয়ার্স। তৃতীয় উইকেট হারাল আরসিবি।

  • 08 Oct 2021 09:57 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল দিল্লি। ৬ ওভারে আরসিবির স্কোর ২ উইকেটে ২৯

  • 08 Oct 2021 09:53 PM (IST)

    ৫ ওভারে আরসিবি ২৭/২

    শুরু থেকেই আরসিবির ওপর চাপ বজায় রেখেছে দিল্লি। ৫ ওভারে দিল্লির স্কোর ২ উইকেটে ২৭

  • 08 Oct 2021 09:46 PM (IST)

    ৩ ওভারে আরসিবি ১১/২

    শুরুতেই আরসিবিকে চাপে ফেলে দিয়েছে পন্থের দিল্লি

  • 08 Oct 2021 09:41 PM (IST)

    বিরাট কোহলি আউট

    মাত্র ৪ রান করেই সাজঘরে ফিরলেন বিরাট কোহলি। দিল্লিকে দ্বিতীয় উইকেটও এনে দিলেন এনরিক নর্টজে।

  • 08 Oct 2021 09:34 PM (IST)

    দেবদত্ত আউট

    প্রথম ওভারেই ওপেনার দেবদত্ত পাড়িক্কালের উইকেট হারাল আরসিবি

  • 08 Oct 2021 09:30 PM (IST)

    আরসিবির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কাল।

  • 08 Oct 2021 09:17 PM (IST)

    ১৬৪ রানে থামল দিল্লি ক্যাপিটালস

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলেছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস।

  • 08 Oct 2021 09:00 PM (IST)

    শ্রেয়স আইয়ার আউট

    মহম্মদ সিরাজের বলে আউট হলেন শ্রেয়স আইয়ার। ১৮ রান করে মাঠ ছাড়লেন শ্রেয়স। চতুর্থ উইকেট হারাল দিল্লি।

  • 08 Oct 2021 08:55 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে দিল্লির স্কোর ৩ উইকেটে ১৪১

  • 08 Oct 2021 08:46 PM (IST)

    ১৫ ওভারে দিল্লি ১২৮/৩

    খেলা বাকি ৫ ওভারের।

  • 08 Oct 2021 08:35 PM (IST)

    ঋষভ পন্থ আউট

    ১০ রান করে ড্যান ক্রিশ্চিয়ানের বলে আউট হলেন ঋষভ পন্থ। তৃতীয় উইকেট হারাল দিল্লি।

  • 08 Oct 2021 08:26 PM (IST)

    পৃথ্বী শ আউট

    হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন পৃথ্বী শ। চাহাল আরসিবিকে দ্বিতীয় উইকেট এনে দিলেন। দিল্লির স্কোর বোর্ডে ৪৮ রান জুড়েছেন তিনি।

  • 08 Oct 2021 08:24 PM (IST)

    দিল্লির শতরান পূর্ণ

    ১১.১ ওভারে দিল্লি দলগত শতরান পূর্ণ করল।

  • 08 Oct 2021 08:18 PM (IST)

    শিখর ধাওয়ান আউট

    হার্ষাল প্যাটেলের বলে হাফসেঞ্চুরির দোরগোড়া থেকে আউট হলেন শিখর ধাওয়ান। ৪৩ রানে সাজঘরে ফিরলেন গব্বর।

  • 08 Oct 2021 08:16 PM (IST)

    ১০ ওভারে দিল্লি ৮৮/০

    দুরন্ত ফর্মে রয়েছেন দিল্লির ওপেনাররা।  পৃথ্বী শ ব্যাট করছেন ৪০ রানে। শিখর ধাওয়ান রয়েছেন ৪২ রানে।

  • 08 Oct 2021 08:00 PM (IST)

    গব্বরের মাইলস্টোন

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আজকের ম্যাচে দিল্লির হয়ে ২০০০ রান পূর্ণ করে ফেললেন শিখর ধাওয়ান। দিল্লির হয়ে আইপিএলে ২০০০ রান করা চতুর্থ প্লেয়ার হলেন গব্বর।

  • 08 Oct 2021 07:56 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে দিল্লির স্কোর বিনা উইকেটে ৫৫।

    পৃথ্বী ২৪*, শিখর ২৭*

  • 08 Oct 2021 07:54 PM (IST)

    দিল্লির ৫০ রান পূর্ণ

    দিল্লির দলগত ৫০ রান পূর্ণ হল। পাশাপাশি পৃথ্বী-ধাওয়ানের ৩৭ বলে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ।

  • 08 Oct 2021 07:50 PM (IST)

    ৫ ওভারে দিল্লি ৪৫/০

    ভালো শুরু করেছে দিল্লির ওপেনিং জুটি। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে দিল্লি তুলেছে ৪৫ রান

  • 08 Oct 2021 07:42 PM (IST)

    ৩ ওভারে দিল্লি ২৫/০

    ভালো শুরু দিল্লির। ক্রিজে পৃথ্বী-শিখর

    পৃথ্বী ১৩*, শিখর ১০*

  • 08 Oct 2021 07:31 PM (IST)

    দিল্লির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ

  • 08 Oct 2021 07:13 PM (IST)

    দিল্লির প্রথম একাদশ

    দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), রিপল প্যাটেল, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, আভেশ খান, এনরিক নর্টজে।

  • 08 Oct 2021 07:11 PM (IST)

    আরসিবির প্রথম একাদশ

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), কেএস ভরত, এবি ডে ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, ড্যান ক্রিশ্চিয়ান, জর্জ গার্টন, হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

  • 08 Oct 2021 07:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল আরসিবি।

    টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিলেন বিরাট কোহলি।

  • 08 Oct 2021 06:40 PM (IST)

    বিরাটদের টেক্কা দিতে তৈরি পন্থ

    কিছুক্ষণের মধ্যে আরবদেশে মুখোমুখি হতে চলেছে বিরাট-ঋষভরা। বিরাটদের টেক্কা দিতে তৈরি পন্থ

  • 08 Oct 2021 06:37 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে আরসিবি-দিল্লি। যার মধ্যে ব্যাঙ্গালোর জিতেছে ১৫ বার। দিল্লি জিতেছে ১০ বার।