
মুম্বই: আজ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আইপিএল-১৫-র (IPL 2022) উদ্বোধনী ম্যাচে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) হারিয়ে এ বারের আইপিএল যাত্রা শুরু করেছে কেকেআর। নাইটরা না বললেও চেন্নাইকে হারিয়ে একপ্রকার বদলা নিয়েই এ বারের টুর্নামেন্ট শুরু করেছে বেগুনি শিবির। কারণ, গত বারের ফাইনালে চেন্নাইয়ের কাছেই অল্পের জন্য হারতে হয়েছিল নাইটদের। অন্যদিকে আইপিএল-১৫-তে আরসিবি প্রথম ম্যাচেই দুশোর বেশি রান করেও হেরেছে মায়াঙ্কের পঞ্জাব কিংসের বিরুদ্ধে।
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ দু’প্লেসি। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভার খেলতে পারেনি নাইটরা। ১৮.৫ ওভারে থেমে যায় নাইটদের ইনিংস। ১২৯ রানের টার্গেট ছিল কোহলিদের সামনে। ৪ বল বাকি থাকেই ম্যাচ জিতে নিল আরসিবি। ১৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে ব্যাঙ্গালোর।
আজ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ১২৯ রানের টার্গেট ছিল আরসিবির সামনে। ৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল আরসিবি।
কেকেআরের চার ক্রিকেটরকে আজ ফিরিয়েছেন ভানিন্দু হাসারঙ্গা। ৪ ওভার বল করে ২০ রান দিয়েছেন তিনি।
চার বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নিল আরসিবি। ১৯.২ ওভারে চার মেরে দলকে জিতিয়ে গেলেন দীনেশ কার্তিক। ৩ উইকেটে ম্যাচ জিতলেন বিরাটরা।
শেষ ওভারে আরসিবির জয়ের জন্য প্রয়োজন ৭ রান। ক্রিজে হর্ষল-দীনেশ।
ম্যাচ জিততে আরসিবির ১২ বলে প্রয়োজন ১৭ রান। ক্রিজে দীনেশ কার্তিক ও হর্ষল প্যাটেল।
ভানিন্দু হাসারঙ্গার উইকেট তুলে নিল টিম সাউদি। ৪ রান করে মাঠ ছাড়লেন হাসারঙ্গা।
শেরফান রাদারফোর্ডকে ফেরালেন টিম সাউদি। ২৮ রান করে মাঠ ছাড়লেন রাদারফোর্ড।
শাহবাজ আহমেদকে সাজঘরে পাঠালেন বরুণ চক্রবর্তী। পঞ্চম উইকেট হারাল আরসিবি।
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে আরসিবি তুলেছে ১০১ রান। ম্যাচ জিততে বিরাটদের এখনও প্রয়োজন ২৮ রান
ডেভিড উইলির উইকেট তুলে নিলেন সুনীল নারিন। ১৮ রান করে মাঠ ছাড়লেন উইলি।
ম্যাচ জিততে আরসিবির এখনও প্রয়োজন ৭০ রান। খেলা বাকি ১০ ওভারের।
পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান তুলেছে আরসিবি।
প্রথম ৫ ওভারের খেলা শেষ। ম্যাচ জিততে এখনও আরসিবিতে তুলতে হবে ১০৪ রান।
প্রথম ৩ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলেছে আরসিবি। ক্রিজে শেরফান রাদারফোর্ড ও ডেভিড উইলি।
তৃতীয় ওভারে বল হাতে নিয়েই ফের উইকেট পেলেন উমেশ যাদব। বিরাট কোহলিকে ফেরালেন উমেশ। ১২ রান করে মাঠ ছাড়লেন ভিকে।
আরসিবি অধিনায়ক ফাফ দু’প্লেসির উইকেট তুলে নিলেন টিম সাউদি। দ্বিতীয় উইকেট হারাল আরসিবি।
অনুজ রাওয়াতের উইকেট হারাল আরসিবি। প্রথম ওভারের তৃতীয় বলেই উমেশ যাদব ফেরালেন অনুজকে। কোনও রান না করেই মাঠ ছাড়লেন আরসিবি ওপেনার অনুজ।
ওপেনিংয়ে নামলেন ফাফ দু’প্লেসি ও অনুজ রাওয়াত।
নির্ধারিত ২০ ওভার খেলতে পারল না নাইটরা। ১২৮ রানে থেমে গেল কেকেআর। ম্যাচ জিততে আরসিবির প্রয়োজন ১২৯ রান।
১৭ ওভারে কেকেআরের স্কোর ৯ উইকেটে ১১০। ক্রিজে বরুণ চক্রবর্তী ও উমেশ যাদব।
টিম সাউদির উইকেট তুলে নিলেন ভানিন্দু হাসারঙ্গা। নয় নম্বর উইকেট হারাল কেকেআর।
আন্দ্রে রাসেলের উইকেট হারাল কেকেআর। ২৫ রান করে মাঠ ছাড়লেন রাসেল।
স্যাম বিলিংসের উইকেট গেল হর্ষল প্যাটেলের খাতায়। ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন বিলিংস। সপ্তম উইকেট হারাল কেকেআর।
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছে নাইটরা। ক্রিজে আন্দ্রে রাসেল ও স্যাম বিলিংস।
শেল্ডন জ্যাকসনের উইকেট তুলে নিলেন ভানিন্দু হাসারঙ্গা। ছয় নম্বর উইকেট হারাল কেকেআর। শূন্যে ফিরলেন শেল্ডন।
উঠলো না নারিন ঝড়। ভানিন্দু হাসারঙ্গা ফেরালেন সুনীল নারিনকে। পাঁচ নম্বর উইকেট হারাল কেকেআর। ১২ রান করে মাঠ ছাড়লেন নারিন।
নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে প্যাভিলিয়নে পাঠালেন ভানিন্দু হাসারঙ্গা। চতুর্থ উইকেট হারাল কেকেআর।
পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারের শেষে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে কেকেআর।
নীতিশ রানার উইকেট তুলে নিয়েছেন আকাশদীপ। তৃতীয় উইকেট হারাল কেকেআর। ১০ রান করে মাঠ ছাড়লেন রানা।
প্রথম ৫ ওভারের মধ্যে নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিছেন আকাশদীপ। এবং রাহানেকে ফিরিয়েছেন সিরাজ। ৫ ওভারে কেকেআরের স্কোর ২ উইকেটে ৩২।
অজিঙ্ক রাহানের উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় উইকেট হারাল কেকেআর। ৯ রান করে মাঠ ছাড়লেন জিঙ্কস।
ভেঙ্কটেশ আইয়ারের উইকেট তুলে নিলেন আকাশদীপ। ১০ রান করে মাঠ ছাড়লেন ভেঙ্কি। প্রথম উইকেট হারাল কেকেআর।
প্রথম ৩ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ১৪ রান তুলেছে নাইটদের ওপেনিং জুটি।
নাইটদের হয়ে ওপেনিংয়ে নামলেন ভেঙ্কটেশ আইয়ার ও অজিঙ্ক রাহানে।
আজ আরসিবির বিরুদ্ধে কেরিয়ারের ৪০০তম টি-২০ ম্যাচ খেলতে নামবেন আন্দ্রে রাসেল।
??? ??? ??????? ??? ????? ???????!
Truly a legend of the game! ?#AndreRussell #KKRHaiTaiyaar #RCBvKKR #IPL2022 pic.twitter.com/1stB8YUbnj
— KolkataKnightRiders (@KKRiders) March 30, 2022
কেকেআরে একটি পরিবর্তন হয়েছে। শিবম মাভির জায়গায় দলে এসেছেন টিম সাউদি।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস, শেল্ডন জ্যাকসন (উইকেটকিপার), সুনীল নারিন, আন্দ্রে রাসেল, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
Our Playing XI against @RCBTweets. Tim Southee comes in for Shivam Mavi!
Let's go boys! ? @winzoofficial #KKRHaiTaiyaar #RCBvKKR #IPL2022 pic.twitter.com/IDBwyysGsS
— KolkataKnightRiders (@KKRiders) March 30, 2022
এক নজরে দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: ফাফ দু’প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, শেরফান রাদারফোর্ড, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ডেভিড উইলি, শাহবাজ আহমেদ, ভানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও আকাশদীপ।
Faf has won the toss and we will be bowling first! ??
No changes in the Playing XI from the last game. Time to #PlayBold! ??#WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #RCBvKKR pic.twitter.com/lhZrtdbmXZ
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 30, 2022
কেকেআরের বিরুদ্ধে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আরসিবি অধিনায়ক ফাফ দু’প্লেসি।
কেকেআরের বিরুদ্ধে আরসিবির হয়ে সর্বোচ্চ রান রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। আজ নাইটদের বিরুদ্ধে কত রান করতে পারেন ভিকে? জানতে হলে নজর রাখতে হবে আজকের ম্যাচে।
How many runs do you think @imVkohli will add to this tally tonight? ???#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #RCBvKKR pic.twitter.com/S3yDwkE6li
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 30, 2022
আইপিএল-১৫-র উদ্বোধনী ম্যাচে রবীন্দ্র জাডেজার চেন্নাইয়ের বিরুদ্ধে ভালো ফর্মে দেখা গিয়েছিল অজিঙ্ক রাহানেকে। আজও জিঙ্কস সেই ফর্মটাই দেখাতে চান।
Focus ?#TATAIPL #RCBvKKR pic.twitter.com/x9GT7quUkS
— IndianPremierLeague (@IPL) March 30, 2022
আর কিছুক্ষণ পর শুরু হতে চলেছে নাইট বনাম আরসিবি দ্বৈরথ।
En route Navi Mumbai! ? #KKRHaiTaiyaar #RCBvKKR #IPL2022 pic.twitter.com/JmVP2TCDrZ
— KolkataKnightRiders (@KKRiders) March 30, 2022
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে আরসিবি ও কেকেআর। তার মধ্যে ব্যাঙ্গালোর জিতেছে ১৩ বার আর নাইটরা জিতেছে ১৬ বার।