RCB vs PBKS, IPL 2022 Match 60 Result: আরসিবিকে ৫৪ রানে হারাল প্রীতির পঞ্জাব, বেঁচে রইল মায়াঙ্কদের প্লে অফের স্বপ্ন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 13, 2022 | 11:48 PM

Royal Challengers Bangalore vs Punjab Kings Live Score in Bangla: দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম পঞ্জাব কিংস (Punjab Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

RCB vs PBKS, IPL 2022 Match 60 Result: আরসিবিকে ৫৪ রানে হারাল প্রীতির পঞ্জাব, বেঁচে রইল মায়াঙ্কদের প্লে অফের স্বপ্ন

Follow Us

মুম্বই: আজ শুক্রবার, আইপিএল-১৫-তে (IPL 2022) মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ৬০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings)। টসে জিতে শুরুতে পঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন আরসিবির নেতা ফাফ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে পঞ্জাব। দুই ইংলিশ ক্রিকেটার মিলে রানের পাহাড়ে তুলে দেয় পঞ্জাবকে। শুরুতে জনি বেয়ারস্টো এবং শেষে লিয়াম লিভিংস্টোন, এই দুই ইংল্যান্ডের তারকার ব্যাটে এসেছে যথাক্রমে ৬৬ ও ৭০ রান। ম্যাচ জিততে আরসিবিকে তুলতে হত ২১০ রান। তবে রানের পাহাড়ে উঠতে পারল না আরসিবি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে থেমে গেল আরসিবি। ৫৪ রানে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন মায়াঙ্ক আগরওয়ালরা। চলতি আইপিএলে দু’বার আরসিবিকে হারাল প্রীতির দল। প্রথম পর্বের সাক্ষাতে ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে হারিয়েছিল পঞ্জাব। আর আজ আবার মায়াঙ্করা ৫৪ রানে হারালেন বিরাটদের।

Key Events

৫৪ রানে জয়ী পঞ্জাব

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে থেমে গেল ব্যাঙ্গালোর। ৫৪ রানে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন মায়াঙ্ক আগরওয়ালরা।

বেয়ারস্টো-লিভিংস্টোনের ব্যাটে রানের পাহাড়ে ওঠে পঞ্জাব

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে পঞ্জাব। দুই ইংলিশ ক্রিকেটার মিলে রানের পাহাড়ে তুলে দেয় পঞ্জাবকে। শুরুতে জনি বেয়ারস্টো এবং শেষে লিয়াম লিভিংস্টোন, এই দুই ইংল্যান্ডের তারকার ব্যাটে এসেছে যথাক্রমে ৬৬ ও ৭০ রান। ম্যাচ জিততে আরসিবিকে তুলতে হত ২১০ রান। তবে রানের পাহাড়ে উঠতে পারল না আরসিবি।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 13 May 2022 11:26 PM (IST)

    ৫৪ রানে জয়ী পঞ্জাব কিংস

    নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে থেমে গেল আরসিবি। ৫৪ রানে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন মায়াঙ্ক আগরওয়ালরা।

  • 13 May 2022 11:11 PM (IST)

    হাসারঙ্গা আউট

    ভানিন্দু হাসারঙ্গাকে সাজঘরের রাস্তা দেখালেন রাহুল চাহার। আট নম্বর উইকেট হারিয়ে ফেলল আরসিবি।


  • 13 May 2022 11:04 PM (IST)

    শাহবাজ আউট

    শাহবাজ আহমেদের উইকেট গেল কাগিসো রাবাডার খাতায়। ১৪ বলে ৯ রান করে সাজঘরে ফিরে গেলেন শাহবাজ।

  • 13 May 2022 11:01 PM (IST)

    ১৫ ওভারে আরসিবি ১২০/৬

    • খেলা বাকি ৬ ওভারের।
    • ১৫ ওভারের মধ্যে ৬ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছে আরসিবি।
  • 13 May 2022 10:59 PM (IST)

    ডিকে আউট

    দীনেশ কার্তিকের উইকেট তুলে নিলেন অর্শদীপ সিং। ছয় নম্বর উইকেট হারাল আরসিবি। জয়ের আশা ক্রমশ কমছে আরসিবির। ১১ রান করে মাঠ ছাড়লেন দীনেশ।

  • 13 May 2022 10:41 PM (IST)

    ম্যাক্সওয়েল আউট

    গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট তুলে নিলেন হরপ্রীত বরার। পঞ্চম উইকেট হারাল আরসিবি। ৩৫ রান করে মাঠ ছাড়লেন ম্যাক্সি।

  • 13 May 2022 10:38 PM (IST)

    রজত আউট

    রজত পতিদারের উইকেট তুলে আরসিবিকে চতুর্থ ধাক্কা দিলেন রাহুল চাহার। ২৬ রান করে ড্রেসিংরুমে ফিরে গেলেন রজত।

  • 13 May 2022 10:32 PM (IST)

    ১০ ওভারে আরসিবি ৯৫/৩

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • শুরুর ১০ ওভারে ৯৫ রান তুলেছে আরসিবি।
    • জিততে হলে বাকি ১০ ওভারে আরসিবির চাই ১১৫ রান।
  • 13 May 2022 10:11 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • শুরুর ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে আরসিবি।
    • ম্যাচ জিততে আরসিবিকে তুলতে হবে ৮৪ বলে ১৬৬।
  • 13 May 2022 10:07 PM (IST)

    ৫ ওভারে আরসিবি ৪১/৩

    • প্রথম ওভারের খেলা শেষ।
    • শুরুর ৫ ওভারে আরসিবির স্কোর ৩ উইকেটে ৪১।
  • 13 May 2022 10:07 PM (IST)

    মহিপাল আউট

    ফাফ দু’প্লেসির পর একই ওভারে মহিপাল লোমরোরের উইকেট তুলে নিলেন ঋষি ধাওয়ান। ৬ রান করে মাঠ ছাড়লেন মহিপাল।

  • 13 May 2022 10:05 PM (IST)

    অধিনায়ক ফাফ আউট

    আরসিবি অধিনায়ক ফাফ দু’প্লেসির উইকেট তুলে নিলেন ঋষি ধাওয়ান। ১০ রান করে মাঠ ছাড়লেন ফাফ।

  • 13 May 2022 09:56 PM (IST)

    বিরাট আউট

    কাগিসো রাবাডা তুলে নিলেন বিরাট কোহলির উইকেট। ২০ রান করে মাঠ ছাড়লেন কোহলি। প্রথম উইকেট হারাল আরসিবি।

  • 13 May 2022 09:53 PM (IST)

    ৩ ওভারে আরসিবি ৩১/০

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে আরসিবি তুলেছে ৩১ রান।
    • ম্যাচ জিতত্ বিরাটদের চাই ১০২ বলে ১৭৯ রান।
  • 13 May 2022 09:38 PM (IST)

    রান তাড়া করতে নামল আরসিবি

    টার্গেট ২১০। রান তাড়া করতে নামলেন ফাফ দু’প্লেসি ও বিরাট কোহলি।

  • 13 May 2022 09:24 PM (IST)

    ২০৯ রানে থামল পঞ্জাব

    নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তুলেছে পঞ্জাব। ম্যাচ জিততে আরসিবিকে তুলতে হবে ২১০ রান।

  • 13 May 2022 09:21 PM (IST)

    ঋষি আউট

    শেষ ওভারে লিয়াম লিভিংস্টোনের পর ঋষি ধাওয়ানের উইকেট তুলে নিলেন হর্ষল প্যাটেল। ৭ রান করে উইকেট দিলেন ঋষি।

  • 13 May 2022 09:17 PM (IST)

    লিভিংস্টোনের উইকেট হর্ষলের খাতায়

    শেষ ওভারে লিয়াম লিভিংস্টোনের উইকেট তুলে নিলেন হর্ষল প্যাটেল। ৭০ রান করে সাজঘরে ফিরে গেলেন লিভিংস্টোন।

  • 13 May 2022 09:10 PM (IST)

    লিভিংস্টোনের হাফসেঞ্চুরি

    পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন লিয়াম লিভিংস্টোন।

  • 13 May 2022 09:05 PM (IST)

    হরপ্রীতকে ফেরালেন হর্ষল

    ৭ রান করে হর্ষল প্যাটেলেক শিকার হলেন হরপ্রীত বরার। ছয় নম্বর উইকেট হারাল পঞ্জাব।

  • 13 May 2022 08:59 PM (IST)

    জিতেশ আউট

    ভানিন্দু হাসারঙ্গা তুলে নিলেন জিতেশের উইকেট। ৯ রান করে সাজঘরে ফিরে গেলেন জিতেশ।

  • 13 May 2022 08:50 PM (IST)

    ১৫ ওভারে পঞ্জাবের স্কোর ১৫২/৪

    • খেলা বাকি আর মাত্র ৫ ওভারের।
    • ১৫ ওভারে পঞ্জাবের স্কোর ১৫২/৪।
    • ১৫ ওভারের শেষ বলে হর্ষল প্যাটেল তুলে নেন মায়াঙ্ক আগরওয়ালের উইকেট।

     

  • 13 May 2022 08:49 PM (IST)

    হর্ষলের শিকার মায়াঙ্ক

    ১৯ রান করে মাঠ ছাড়লেন পঞ্জাবের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। চতুর্থ উইকেট হারাল পঞ্জাব।

  • 13 May 2022 08:24 PM (IST)

    ১০ ওভারে পঞ্জাবের স্কোর ১০৫/৩

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • শুরুর ১০ ওভারের মধ্যে ১০০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে প্রীতির দল।
    • ১০ ওভারে পঞ্জাবের স্কোর ১০৫/৩
  • 13 May 2022 08:21 PM (IST)

    বেয়ারস্টোকে ফেরালেন শাহবাজ

    ৬৬ রান করে মাঠ ছাড়লেন পঞ্জাব ওপেনার জনি বেয়ারস্টো। তৃতীয় উইকেট হারাল পঞ্জাব।

  • 13 May 2022 08:07 PM (IST)

    রাজাপক্ষ আউট

    ভানুকা রাজাপক্ষর উইকেট তুলে নিলেন ভানিন্দু হাসারঙ্গা। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন ভানুকা।

  • 13 May 2022 08:04 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৩ রান তুলেছে পঞ্জাব।
    • বেয়ারস্টো ব্যাট করছেন ২২ বলে ৫৯ রানে।
    • জনিকে সঙ্গ দিচ্ছেন রাজাপক্ষ (০*)
  • 13 May 2022 08:03 PM (IST)

    বেয়ারস্টোর হাফসেঞ্চুরি

    আরসিবির বিরুদ্ধে ২১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন জনি বেয়ারস্টো।

  • 13 May 2022 07:56 PM (IST)

    ৫ ওভারে পঞ্জাবের স্কোর ৬০/১

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • প্রথম ৫ ওভারে শিখর ধাওয়ানের উইকেট হারিয়ে ৬০ রান তুলেছে পঞ্জাব।
  • 13 May 2022 07:55 PM (IST)

    শিখর আউট

    শিখর ধাওয়ানের উইকেট তুলে নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। পঞ্চম ওভারের শেষ বলে ম্যাক্সি তুলে নেন শিখরের উইকেট। ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন গব্বর।

  • 13 May 2022 07:45 PM (IST)

    ৩ ওভারে পঞ্জাবের স্কোর ৪৩/০

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ।
    • শুরুর তিন ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৩ রান তুলেছে পঞ্জাবের ওপেনিং জুটি।
  • 13 May 2022 07:30 PM (IST)

    পঞ্জাবের ইনিংস শুরু

    পঞ্জাবের হয়ে ওপেনিংয়ে নামলেন জনি বেয়ারস্টো ও শিখর ধাওয়ান।

  • 13 May 2022 07:09 PM (IST)

    আরসিবির প্রথম একাদশ

    এক নজরে দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: ফাফ দু’প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মহিপাল লোমলোর, শাহবাজ আহমেদ, ভানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও জস হ্যাজেলউড।

  • 13 May 2022 07:08 PM (IST)

    পঞ্জাবের প্রথম একাদশ

    পঞ্জাব কিংসের প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ভানুকা রাজাপক্ষ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, ঋষি ধাওয়ান, জিতেশ শর্মা, রাহুল চাহার, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা, হরপ্রীত বরার।

  • 13 May 2022 07:03 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক ফাফ দু’প্লেসি।

  • 13 May 2022 06:43 PM (IST)

    সিরাজের মাইলস্টোন

    আজ কেরিয়ারের ১০০তম টি-২০ ম্যাচে খেলতে চলেছেন মহম্মদ সিরাজ।

  • 13 May 2022 06:40 PM (IST)

    অরেঞ্জ আর্মির মুখে নামার জন্য তৈরি আরসিবি

    আর কিছুক্ষণ পর অরেঞ্জ আর্মির বিরুদ্ধে ব্র্যাবোর্নে খেলবে আরসিবি।

  • 13 May 2022 06:31 PM (IST)

    প্রথম পর্বের সাক্ষাতের ফল

    আইপিএলে শেষ সাক্ষাতে ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে হারায় পঞ্জাব। আরসিবির ২০৫ রানও তাড়া করে ম্যাচ জিতে নেন লিভিংস্টোনরা।

  • 13 May 2022 06:31 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    হেড টু হেডে নজর রাখলে দেখা যায় এখনও অবধি আইপিএলের মঞ্চে ২৯ বারের মুখোমুখি সাক্ষাতে ১৬ বার জিতেছে পঞ্জাব কিংস। বাকি ১৩ বার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

IPL 2022: চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন কেকেআরের কামিন্স
KKR vs SRH, IPL 2022 Match Prediction: কামিন্সকে হারিয়েও হায়দরাবাদকে টপকে প্লে-অফের দৌড়ে থাকতে চায় কেকেআর