মুম্বই: আজ শুক্রবার, আইপিএল-১৫-তে (IPL 2022) মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ৬০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings)। টসে জিতে শুরুতে পঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন আরসিবির নেতা ফাফ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে পঞ্জাব। দুই ইংলিশ ক্রিকেটার মিলে রানের পাহাড়ে তুলে দেয় পঞ্জাবকে। শুরুতে জনি বেয়ারস্টো এবং শেষে লিয়াম লিভিংস্টোন, এই দুই ইংল্যান্ডের তারকার ব্যাটে এসেছে যথাক্রমে ৬৬ ও ৭০ রান। ম্যাচ জিততে আরসিবিকে তুলতে হত ২১০ রান। তবে রানের পাহাড়ে উঠতে পারল না আরসিবি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে থেমে গেল আরসিবি। ৫৪ রানে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন মায়াঙ্ক আগরওয়ালরা। চলতি আইপিএলে দু’বার আরসিবিকে হারাল প্রীতির দল। প্রথম পর্বের সাক্ষাতে ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে হারিয়েছিল পঞ্জাব। আর আজ আবার মায়াঙ্করা ৫৪ রানে হারালেন বিরাটদের।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে থেমে গেল ব্যাঙ্গালোর। ৫৪ রানে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন মায়াঙ্ক আগরওয়ালরা।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে পঞ্জাব। দুই ইংলিশ ক্রিকেটার মিলে রানের পাহাড়ে তুলে দেয় পঞ্জাবকে। শুরুতে জনি বেয়ারস্টো এবং শেষে লিয়াম লিভিংস্টোন, এই দুই ইংল্যান্ডের তারকার ব্যাটে এসেছে যথাক্রমে ৬৬ ও ৭০ রান। ম্যাচ জিততে আরসিবিকে তুলতে হত ২১০ রান। তবে রানের পাহাড়ে উঠতে পারল না আরসিবি।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে থেমে গেল আরসিবি। ৫৪ রানে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন মায়াঙ্ক আগরওয়ালরা।
ভানিন্দু হাসারঙ্গাকে সাজঘরের রাস্তা দেখালেন রাহুল চাহার। আট নম্বর উইকেট হারিয়ে ফেলল আরসিবি।
শাহবাজ আহমেদের উইকেট গেল কাগিসো রাবাডার খাতায়। ১৪ বলে ৯ রান করে সাজঘরে ফিরে গেলেন শাহবাজ।
দীনেশ কার্তিকের উইকেট তুলে নিলেন অর্শদীপ সিং। ছয় নম্বর উইকেট হারাল আরসিবি। জয়ের আশা ক্রমশ কমছে আরসিবির। ১১ রান করে মাঠ ছাড়লেন দীনেশ।
গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট তুলে নিলেন হরপ্রীত বরার। পঞ্চম উইকেট হারাল আরসিবি। ৩৫ রান করে মাঠ ছাড়লেন ম্যাক্সি।
রজত পতিদারের উইকেট তুলে আরসিবিকে চতুর্থ ধাক্কা দিলেন রাহুল চাহার। ২৬ রান করে ড্রেসিংরুমে ফিরে গেলেন রজত।
ফাফ দু’প্লেসির পর একই ওভারে মহিপাল লোমরোরের উইকেট তুলে নিলেন ঋষি ধাওয়ান। ৬ রান করে মাঠ ছাড়লেন মহিপাল।
আরসিবি অধিনায়ক ফাফ দু’প্লেসির উইকেট তুলে নিলেন ঋষি ধাওয়ান। ১০ রান করে মাঠ ছাড়লেন ফাফ।
কাগিসো রাবাডা তুলে নিলেন বিরাট কোহলির উইকেট। ২০ রান করে মাঠ ছাড়লেন কোহলি। প্রথম উইকেট হারাল আরসিবি।
টার্গেট ২১০। রান তাড়া করতে নামলেন ফাফ দু’প্লেসি ও বিরাট কোহলি।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তুলেছে পঞ্জাব। ম্যাচ জিততে আরসিবিকে তুলতে হবে ২১০ রান।
শেষ ওভারে লিয়াম লিভিংস্টোনের পর ঋষি ধাওয়ানের উইকেট তুলে নিলেন হর্ষল প্যাটেল। ৭ রান করে উইকেট দিলেন ঋষি।
শেষ ওভারে লিয়াম লিভিংস্টোনের উইকেট তুলে নিলেন হর্ষল প্যাটেল। ৭০ রান করে সাজঘরে ফিরে গেলেন লিভিংস্টোন।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন লিয়াম লিভিংস্টোন।
৭ রান করে হর্ষল প্যাটেলেক শিকার হলেন হরপ্রীত বরার। ছয় নম্বর উইকেট হারাল পঞ্জাব।
ভানিন্দু হাসারঙ্গা তুলে নিলেন জিতেশের উইকেট। ৯ রান করে সাজঘরে ফিরে গেলেন জিতেশ।
১৯ রান করে মাঠ ছাড়লেন পঞ্জাবের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। চতুর্থ উইকেট হারাল পঞ্জাব।
৬৬ রান করে মাঠ ছাড়লেন পঞ্জাব ওপেনার জনি বেয়ারস্টো। তৃতীয় উইকেট হারাল পঞ্জাব।
ভানুকা রাজাপক্ষর উইকেট তুলে নিলেন ভানিন্দু হাসারঙ্গা। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন ভানুকা।
আরসিবির বিরুদ্ধে ২১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন জনি বেয়ারস্টো।
শিখর ধাওয়ানের উইকেট তুলে নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। পঞ্চম ওভারের শেষ বলে ম্যাক্সি তুলে নেন শিখরের উইকেট। ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন গব্বর।
পঞ্জাবের হয়ে ওপেনিংয়ে নামলেন জনি বেয়ারস্টো ও শিখর ধাওয়ান।
এক নজরে দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: ফাফ দু’প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মহিপাল লোমলোর, শাহবাজ আহমেদ, ভানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও জস হ্যাজেলউড।
Faf has won the toss and we will be fielding first. ??
No changes to the playing XI from our last game. ??#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #RCBvPBKS pic.twitter.com/XJjTkGsQzJ
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 13, 2022
পঞ্জাব কিংসের প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ভানুকা রাজাপক্ষ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, ঋষি ধাওয়ান, জিতেশ শর্মা, রাহুল চাহার, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা, হরপ্রীত বরার।
Just ☝️change ➡️ Brar ? Sandeep#SherSquad, we are batting first. How much will we put on the board? ?#SaddaPunjab #IPL2022 #PunjabKings #RCBvPBKS #ਸਾਡਾਪੰਜਾਬ pic.twitter.com/paXM8NyREk
— Punjab Kings (@PunjabKingsIPL) May 13, 2022
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক ফাফ দু’প্লেসি।
আজ কেরিয়ারের ১০০তম টি-২০ ম্যাচে খেলতে চলেছেন মহম্মদ সিরাজ।
1️⃣0️⃣0️⃣ T20 games of Miyan Magic on the cards tonight. ?????
You got this, Siraj! ??#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #RCBvPBKS pic.twitter.com/VZv0fCKf48
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 13, 2022
আর কিছুক্ষণ পর অরেঞ্জ আর্মির বিরুদ্ধে ব্র্যাবোর্নে খেলবে আরসিবি।
??? ??????? ?????? ?? ??? ??? ?
We’re off to the Brabourne Stadium for a Blockbuster Friday night clash. ???@MuthootIndia #PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB pic.twitter.com/IxYUuaNyoY
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 13, 2022
আইপিএলে শেষ সাক্ষাতে ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে হারায় পঞ্জাব। আরসিবির ২০৫ রানও তাড়া করে ম্যাচ জিতে নেন লিভিংস্টোনরা।
হেড টু হেডে নজর রাখলে দেখা যায় এখনও অবধি আইপিএলের মঞ্চে ২৯ বারের মুখোমুখি সাক্ষাতে ১৬ বার জিতেছে পঞ্জাব কিংস। বাকি ১৩ বার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।