RCB vs RR, IPL 2023: বিরাট নেতৃত্বে ফের জয়, টেবল টপারদের উড়িয়ে দিল ব্যাঙ্গালোর
টানা ২ ম্যাচে জয় আরসিবির। রবিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে ৭ রানে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
বেঙ্গালুরু: ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে জানতে পারেন, ফের তাঁকে নেতৃত্ব দিতে হবে। বিরাটকে (Virat Kohli) টস করতে নামতে দেখে মুখে চওড়া হাসি চিন্নাস্বামী স্টেডিয়ামের দর্শকদের। ফাফ ডুপ্লেসির চোটের কারণে চলতি আইপিএলে টানা দুটো ম্যাচে আরসিবিকে নেতৃত্ব দিলেন বিরাট। দুটিতেই জয়। ২৩ এপ্রিলের ম্যাচটি স্মরণীয় রইল কারণ ১৪০৫ দিন পর ঘরের মাঠে নেতৃত্ব দিলেন বিরাট (IPL 2023)। ৭ রানে ম্যাচ জিতে চিন্নাস্বামীতে নেতা বিরাটের প্রত্যাবর্তনটা স্মরণীয় হয়ে রইল। ব্যাটে ফাফ ডুপ্লেসি- গ্লেন ম্যাক্সওয়েলরা রাজস্থান রয়্যালসের বোলারদের পরীক্ষা নিলেন। বল হাতে অনবদ্য হর্ষল প্যাটেল। রাজস্থানের দুই তরুণ ব্যাটার দেবদত্ত পাডিক্কাল এবং যশস্বী জসওয়াল জুটিতে ম্যাচের রাশ টেনে নিয়েছিল রাজস্থান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আরসিবির জয়। শেষ ওভারে দুরন্ত হর্ষল প্যাটেল। ম্যাচের বিস্তারিত TV9 Bangla Sports-এ।
ঘরের মাঠে টস হেরেছিলেন বিরাট। ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হলেন। বোল্টের অনবদ্য বোলিংয়ের জবাব ছিল না। রিভিউ চাননি বিরাট। দ্রুত ফেরেন শাহবাজ আহমেদও। যদিও ম্যাচের রাশ ধরে নেয় ফাফ ডুপ্লেসি-গ্লেন ম্যাক্সওয়েল জুটি। ৬টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৭৭ রানের অনবদ্য ইনিংস ম্যাক্সওয়েলের। ডুপ্লেসির অবদান ৩৯ বলে ৬১ রান। দীনেশ কার্তিকের ১৬ রান ছাড়া বাকিদের পারফরম্যান্স কহতব্য নয়। যে কারণে দুশোর ঘর পার করতে পারেনি আরসিবি। ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ওঠে ১৮৯ রান। ব্যাটিংয়ে পিছিয়ে পড়লেও রাজস্থানের বোলিং ব্রিগেড ছিল অনবদ্য। ট্রেন্ট বোল্ট এবং সন্দীপ শর্মা ২টি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন জস বাটলার। এরপর দেবদত্ত পাডিক্কল (৫২) এবং যশস্বী জয়সওয়াল (৪৭) জুটিতে এগিয়ে নিয়ে যাচ্ছিল রাজস্থানের ইনিংস। তারা ফিরতেই খেই হারায় রাজস্থান। শেষদিকে ১৬ বলে ৩৪ রানের ক্যামিও ধ্রুব জুরেলের। শেষ ওভারে ২০ রানের প্রয়োজন ছিল রাজস্থানের। ওভারের চতুর্থ বলে অশ্বিনকে ফেরান হর্ষল। ১২ রান দেন। ১৮২ রানে আটকে যায় রাজস্থান। ৭ রানে জয় বেঙ্গালুরুর। ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন হর্ষল।