India vs Pakistan: পাক ম্যাচে বিরাট-রাহুলের সেঞ্চুরি, তৈরি হল রেকর্ড ভূরি-ভূরি…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 12, 2023 | 12:05 AM

Asia Cup 2023: এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের ব্যাট জ্বলে ওঠেনি। কিন্তু সুপার ফোরের ম্যাচে পাক বোলারদের নিয়ে রীতিমতো ছিনিমিনি খেললেন কিং কোহলি। ৯৪ বলে ১২২ রানের অপরাজিত ইনিংসের পথে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে এসেছে ৯টি চার ও ৩টি ছয়। বিরাটের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাট চালাচ্ছিলেন লোকেশ রাহুল (KL Rahul)। দীর্ঘ ৬ মাস মাঠ থেকে দূরে থাকার পর, কামব্যাক ম্যাচে উপহার দিলেন দুরন্ত শতরান।

India vs Pakistan: পাক ম্যাচে বিরাট-রাহুলের সেঞ্চুরি, তৈরি হল রেকর্ড ভূরি-ভূরি...
পাক ম্যাচে বিরাট-রাহুলের সেঞ্চুরি, তৈরি হল রেকর্ড ভূরি-ভূরি...

Follow Us

কলম্বো: পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) বরাবরই খেলতে পছন্দ করেন বিরাট কোহলি (Virat Kohli)। বৃষ্টিবিঘ্নিত ভারত-পাকিস্তান ম্যাচ রিজার্ভ ডে-তে গড়িয়েছিল। এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের ব্যাট জ্বলে ওঠেনি। কিন্তু সুপার ফোরের ম্যাচে পাক বোলারদের নিয়ে রীতিমতো ছিনিমিনি খেললেন কিং কোহলি। ৯৪ বলে ১২২ রানের অপরাজিত ইনিংসের পথে কোহলির ব্যাটে এসেছে ৯টি চার ও ৩টি ছয়। বিরাটের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাট চালাচ্ছিলেন লোকেশ রাহুল (KL Rahul)। দীর্ঘ ৬ মাস মাঠ থেকে দূরে থাকার পর, কামব্যাক ম্যাচে উপহার দিলেন দুরন্ত শতরান। তিনি ১০৬ বলে ১১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। বিরাট-রাহুলের জোড়া সেঞ্চুরির সুবাদে পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দেয় ভারত। ২২৮ রানে এই ম্যাচ জিতেছে মেন ইন ব্লু। পাক ম্যাচে বিরাট-রাহুলের সেঞ্চুরি ছাড়াও তৈরি হয়েছে ভূরি ভূরি রেকর্ড। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারত-পাক ম্যাচে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা যে সকল নতুন রেকর্ড গড়লেন ও পুরনো রেকর্ড ভাঙলেন —

  1. পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি ৯৪ বলে ১২২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
  2. ওডিআই ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করেছেন বিরাট কোহলি।
  3. ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে রানের দিক থেকে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টপকে গিয়েছেন বিরাট কোহলি। ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে ধোনি করেছিলেন মোট ৬৪৮ রান। পাকিস্তানের বিরুদ্ধে ১২২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে বিরাট টপকে গিয়েছেন ধোনিকে। এখন ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে বিরাটের রান ৬৭৬*।
  4. বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে লোকেশ রাহুল ১০৬ বলে ১১১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
  5. পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে লোকেশ রাহুল প্রথম সেঞ্চুরি করেছেন।
  6. ওডিআই ফর্ম্যাটে কেএ রাহুলের এটি ষষ্ঠ শতরান।
  7. এশিয়া কাপের ইতিহাসে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়েছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
  8. তৃতীয় উইকেটে বিরাট ও রাহুলের ২৩৩* রানের পার্টনারশিপ দেখা গিয়েছে।
  9. ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে সর্বাধিক অর্ধশতরান করা ভারতীয় ক্রিকেটারদের তালিকায় শীর্ষে ছিলেন সচিন তেন্ডুলকর। তাঁর ছিল ৯টি হাফসেঞ্চুরি। সম সংখ্যক অর্ধশতরান এখন রোহিতের নামেও।
  10. এশিয়া কাপে এক টিমের বিরুদ্ধে সর্বাধিক হাফসেঞ্চুরি করার রেকর্ডও গড়েছেন রোহিত। এশিয়া কাপের পাকিস্তানের বিরুদ্ধে এই নিয়ে ষষ্ঠ হাফসেঞ্চুরি করলেন রোহিত শর্মা।

 

Next Article