India Tour Of Bangladesh: বাংলাদেশ সফরের স্কোয়াড ঘোষণা, নেই বাংলার কিপার!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 02, 2023 | 11:17 PM

Team India: বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ তিনটি রয়েছে ৯, ১১ এবং ১৩ জুলাই। এরপর তিন ম্যাচের ওডিআই সিরিজ। ১৬, ১৯, ২২ জুলাই হবে ওডিআই ম্যাচ তিনটি।

India Tour Of Bangladesh: বাংলাদেশ সফরের স্কোয়াড ঘোষণা, নেই বাংলার কিপার!
Image Credit source: twitter

Follow Us

কলকাতা: বাংলাদেশ সফরে যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ খেলবে ভারত। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সব কটি ম্যাচ হবে। ৯ জুলাই টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু হচ্ছে ভারতের। অবশ্য অবাক করা বিষয়, স্কোয়াডে নেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য এবং সিনিয়র দলে নিয়মিত, বাংলার কিপার-ব্যাটার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কিছুক্ষণ আগেই বাংলাদেশ সফরের টিম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি এবং ওডিআই, কোনও স্কোয়াডেই জায়গা হয়নি বাংলার কিপার-ব্যাটার রিচা ঘোষের। অথচ তিনি জাতীয় দলের নিয়মিত সদস্য। স্কোয়াডে নেই পেসার রেনুকা সিং এবং অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার শিখা পান্ডেও। কী কারণে এই তিনজনকে স্কোয়াডে রাখা হয়নি, তা অবশ্য পরিষ্কার করা হয়নি বোর্ডের মেইলে। সিনিয়র দলে নতুন মুখ অসমের কিপার উমা ছেত্রী।

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ তিনটি রয়েছে ৯, ১১ এবং ১৩ জুলাই। এরপর তিন ম্যাচের ওডিআই সিরিজ। ১৬, ১৯, ২২ জুলাই হবে ওডিআই ম্যাচ তিনটি।

টি-টোয়েন্টি স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ অধিনায়ক), দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমাইমা রডরিগজ, যস্তিকা ভাটিয়া, হরলীন দেওল, দেবিকা বৈদ্য, উমা ছেত্রী, অমোনজ্যোত কৌর, সাব্বিনেনি মেঘনা, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, অঞ্জলী সর্বাণী, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, অনুষা বারেড্ডি, মিন্নু মনি

ওডিআই স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ অধিনায়ক), দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমাইমা রডরিগজ, যস্তিকা ভাটিয়া, হরলীন দেওল, দেবিকা বৈদ্য, উমা ছেত্রী, অমনজ্যোত কৌর, প্রিয়া পুনিয়া, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, অঞ্জলী সর্বাণী, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, অনুষা বারেড্ডি, স্নেহ রানা

Next Article