WPL 2023: পিছিয়ে গেল প্রথম ম্যাচের সময়, জেনে নিন বিস্তারিত

WPL Opening Match Rescheduled: বোর্ডের তরফে ই-মেলে জানানো হয়েছে, ৭.৩০টার পরিবর্তে ম্যাচ শুরু হবে আধঘণ্টা দেরিতে। অর্থাৎ উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচের বল গড়ানোর অপেক্ষা বাড়ল। রাত ৮ টায় শুরু হবে প্রথম ম্যাচ।

WPL 2023: পিছিয়ে গেল প্রথম ম্যাচের সময়, জেনে নিন বিস্তারিত
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2023 | 4:50 PM

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচের আগেই ধোঁয়াশা! সূচি অনুযায়ী ভারতীয় সময় ৭.৩০টায় শুরুর কথা ছিল গুজরাট জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। এই মাত্র বোর্ডের তরফে ই-মেলে জানানো হয়েছে, ৭.৩০টার পরিবর্তে ম্যাচ শুরু হবে আধঘণ্টা দেরিতে। অর্থাৎ উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচের বল গড়ানোর অপেক্ষা বাড়ল। রাত ৮ টায় শুরু হবে প্রথম ম্যাচ। টস হবে ৭.৩০টায়। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ। দীর্ঘ দিন ধরেই এই টুর্নামেন্টের অপেক্ষায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা। শুধু তাই নয়, দেশ-বিদেশের মহিলা ক্রিকেটাররা এই দিনটিরই অপেক্ষায়। সেই অপেক্ষারও আরও কিছুটা অপেক্ষা। বিস্তারিত TV9Bangla-য়।

বোর্ডের ই-মেলে দেরির কারণ অবশ্য পরিষ্কার করা হয়নি। মনে করা হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য় ঝুঁকি নেওয়া হচ্ছে না। ম্য়াচ শুরু হবে রাত ৮টায়। টস হবে আধঘণ্টা আগে অর্থাৎ ৭.৩০টায়। উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ৬.২৫টায়। যাঁরা মাঠে মাঠে গিয়ে ম্যাচ দেখবেন, স্টেডিয়ামের গেট ওপেন হবে বিকেল ৪টে থেকেই। মহিলাদের জন্য় ফ্রি-টিকিট। পুরুষদের জন্য় টিকিটের ন্যুনতম মূল্য ১০০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বলিউড তারকারাও। সেটা অবশ্য় আগেই জানানো হয়েছিল। বলিউডের দুই তারকা কিয়ারা আডবানী এবং কৃতি শ্যানন থাকছেন উদ্বোধনী অনুষ্ঠানের গ্ল্য়ামার বাড়াতে। পাশাপাশি থাকছেন জনপ্রিয় সিঙ্গার তথা লিরিসিস্ট এপি ধিলোন। ক্রিকেটের বিনোদনের থাকে নাচা-গানের বিনোদন থাকছে উইমেন্স প্রিমিয়ার লিগের দর্শকদের জন্য।

এর পর রুদ্ধশ্বাস একটা ম্যাচ অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য়। হোম-অ্যাওয়ে ভিত্তিতে হলেও উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগ হবে মুম্বইতেই। দুটি ভেনুতেই সব খেলা হবে। প্রথম ম্যাচেই মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে এটি কাগজে কলমে গুজরাট জায়ান্টসের হোম ম্য়াচ হলেও মুম্বইয়ে ম্যাচ হওয়ায় হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের জন্য়ই যে সমর্থন বেশি থাকবে, এ বিষয়ে সন্দেহ নেই।