Mitchell Starc: রাতারাতি ধনী হয়ে প্রাক্তন সতীর্থদের ঠাট্টার পাত্র স্টার্ক

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 26, 2023 | 6:38 PM

Mitchell Starc KKR: এই মুহূর্তে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলছে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া। টেস্ট দলে রয়েছেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। বৃষ্টি বিঘ্নিত ম্যাচের ব্রেকে সম্প্রচারকারী চ্যানেলের অনফিল্ড স্টুডিয়োতে ধরা দেন স্টার্ক। স্টার্কের সঙ্গে স্টুডিয়োতে ছিলেন প্রাক্তন অজি তারকা রিকি পন্টিং ও ট্রেন্ট কোপল্যান্ডরা।

Mitchell Starc: রাতারাতি ধনী হয়ে প্রাক্তন সতীর্থদের ঠাট্টার পাত্র স্টার্ক
মিচেল স্টার্ক
Image Credit source: X

Follow Us

কলকাতা: বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)  শেষ হতেই শিরোনামে আইপিএল (IPL 2024)। সব ঠিক থাকলে হয়তো নতুন বছরের মার্চ মাসেই শুরু হয়ে যাবে ক্রিকেটের কোটিপতি লিগ। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নিলামে একের পর এক চমক দিয়েছে আইপিএল। দীর্ঘ ১৬ বছরের ইতিহাস ভেঙে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার এখন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ২৪.৭৫ কোটি টাকার বিনিময়ে অজি পেসারকে কিনেছে শাহরুখ খানের কেকেআর। আর এরপর থেকেই চর্চায় স্টার্ক। এক লহমায় এত ধনী হয়ে যাওয়া নিয়ে তাঁর সঙ্গে ঠাট্টা করতে ছাড়ছেন না প্রাক্তন সতীর্থরা। কী বলছেন তাঁরা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।


এই মুহূর্তে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলছে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া। টেস্ট দলে রয়েছেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। বৃষ্টি বিঘ্নিত ম্যাচের ব্রেকে সম্প্রচারকারী চ্যানেলের অনফিল্ড স্টুডিয়োতে ধরা দেন স্টার্ক। তাঁর সঙ্গে স্টুডিয়োতে ছিলেন প্রাক্তন অজি তারকা রিকি পন্টিং ও ট্রেন্ট কোপল্যান্ডরা। অজি পেসারের সঙ্গে রীতিমতো মজা করতে থাকেন তাঁরা। ডলার নিয়ে স্টার্কের গায়ে ছুড়ে কোপল্যান্ড বলেন, “টাকায় ভর্তি স্টার্ক।” হাসতে হাসতে ডলারটি তুলে কোপল্যান্ডের হাতে দিয়ে স্টার্ক বলেন, “এটা রেখে দাও। তোমার প্রয়োজন হতে পারে।” পুরো ব্যাপারটাই হয়েছে মজার ছলে। রাতারাতি স্টার্কের এত টাকার মালিক হয়ে যাওয়া নিয়েই এই মজা করেছেন পন্টিংরা তা স্পষ্ট। ইতিমধ্যেই এই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।