Richa Ghosh: ‘বাবা-মা প্রচুর সংগ্রাম করেছে’, কলকাতায় ফ্ল্যাট উপহার দিতে চান রিচা

WPL Auction 2023: ১৯ বছরেই সব পেয়েছির দেশে বাংলার উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁকে দলে নিয়েছে ১.৯ কোটি টাকায়। সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী রিচা দক্ষিণ আফ্রিকায় বসে টিভির পর্দায় তাঁকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে টানাটানি উপভোগ করেছেন।

Richa Ghosh: বাবা-মা প্রচুর সংগ্রাম করেছে, কলকাতায় ফ্ল্যাট উপহার দিতে চান রিচা
Image Credit source: Twitter

| Edited By: তিথিমালা মাজী

Feb 14, 2023 | 11:42 PM

কলকাতা: ১৯ বছরেই সব পেয়েছির দেশে বাংলার উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh)। জাতীয় দলের হয়ে খেলেন। সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছেন। সোমবার উইমেন্স প্রিমিয়র লিগের (WPL) নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) রিচাকে দলে নিয়েছে ১.৯ কোটি টাকায়। দক্ষিণ আফ্রিকায় বসে টিভির পর্দায় তাঁকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে টানাটানি উপভোগ করেছেন। একইসঙ্গে এই বিপুল টাকা ভবিষ্যতে কোন কাজে লাগাবেন সেটাও ঠিক করে ফেলেছেন। ১৯ বছরের রিচার ইচ্ছে যেমন সিনিয়র টি-২০ বিশ্বকাপে দেশের জন্য ভালো পারফর্ম করা তেমনই ভাবনায় রয়েছে পরিবার। উইমেন্স প্রিমিয়র লিগে দল পাওয়ার পর কী বললেন রিচা? তুলে ধরল TV9 Bangla

সূদূর দক্ষিণ আফ্রিকায় বসেই রিচা ঠিক করে নিয়েছেন, বাবা-মাকে একটি ফ্ল্যাট উপহার দেবেন। মেয়ে রিচাকে ক্রিকেটার তৈরি করতে গিয়ে নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছেন রিচার বাবা-মা। তাই মেয়ে চান, মা-বাবা এ বার একটু নিশ্চিন্তে জীবন যাপন করুক। কলকাতায় এসে বসবাস করুক। সংবাদ সংস্থাকে বাংলার ক্রিকেটার বলেছেন, “বাবা-মা সবসময় চাইতেন আমি দেশের হয়ে খেলি। দলকে নেতৃত্ব দিতে চেয়েছি, ট্রফি জিততে চেয়েছি। আমি কলকাতায় একটি ফ্ল্যাট কিনতে চাই। সেখানে বাবা-মাকে এনে রাখতে চাই। ওঁরা এ বার একটু নিজেদের জীবনটা উপভোগ করুক। অনেক সংগ্রাম দেখেছেন জীবনে। আমার জন্য প্রচুর পরিশ্রম করেছেন। এখনও বাবা আম্পায়ারিং করেন। আশা করি, এই নিলামের পর তাঁকে এতটা পরিশ্রম করতে হবে না।”

রিচার বাবা মানবেন্দ্র ঘোষ স্থানীয় ক্রিকেটে আংশিক সময়ের আম্পায়ার। একইসঙ্গে মেয়েকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে কঠিন পরিশ্রম করেছেন। পরিশ্রমের সুফল মিলেছে। গর্বে বুক ভরে যাচ্ছে তাঁর। তিনি বললেন, “এই মুহূর্তটা উপভোগ করার মতো। বাবা হিসেবে গর্ব অনুভব করছি। ও সবসময় নিজের স্বপ্নপূরণের দিকে ফোকাস করেছে। ওর একটা লক্ষ্য রয়েছে।” পাকিস্তানের বিরুদ্ধে চলতি টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছেন রিচা। তাঁর ব্যাটে আরও অনেক প্রত্যাশা দেশবাসীর।