PBKS IPL 2025: পঞ্জাব কিংস কেন মাত্র দু-জনকে রিটেন করল? ব্যাখ্যা দিলেন কোচ রিকি পন্টিং
Punjab Kings Players Retention, Ricky Ponting: অবাক সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব কিংস। তারা মাত্র দু-জনকে রিটেন করেছে। দু-জনই আনক্যাপড প্লেয়ার। শশাঙ্ক সিং এবং প্রভসিমরন সিং। প্রীতির টিম কেন মাত্র দু-জনকে রিটেন করল পঞ্জাব কিংস? পরিকল্পনা সম্পর্কে খোলসা করেছেন পঞ্জাব কিংসের নতুন কোচ রিকি পন্টিং।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অপেক্ষা এখন মেগা অকশনের। যদিও দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে রিটেনশন তালিকা জমা দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। আরটিএম এবং রিটেনশন মিলিয়ে ৬ জন প্লেয়ারকে রাখা যেত। কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস ৬ জন প্লেয়ারই রিটেন করেছে। ফলে মেগা অকশনে তারা আরটিএম ব্যবহার করতে পারবে না। ১০টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে অবাক সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব কিংস। তারা মাত্র দু-জনকে রিটেন করেছে। দু-জনই আনক্যাপড প্লেয়ার। শশাঙ্ক সিং এবং প্রভসিমরন সিং। প্রীতির টিম কেন মাত্র দু-জনকে রিটেন করল পঞ্জাব কিংস? পরিকল্পনা সম্পর্কে খোলসা করেছেন পঞ্জাব কিংসের নতুন কোচ রিকি পন্টিং।
গত কয়েক বছর দিল্লি ক্যাপিটালসের কোচের ভূমিকায় ছিলেন কিংবদন্তি রিকি পন্টিং। তার আগে মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন, কোচিং করেছেন। দিল্লিতে প্রত্যাশিত সাফল্য পাননি। তাঁর সঙ্গে এ বার বিচ্ছেদ ক্যাপিটালসের। পঞ্জাব কিংসের দায়িত্ব নেওয়া পন্টিং আইসিসি রিভিউতে বলছেন, ‘নতুন করে শুরু করছি। আমার কাছে এটি দুর্দান্ত ব্যাপার। পঞ্জাব কিংসে আমার দায়িত্ব কী, সবটাই পরিষ্কার।’
এই খবরটিও পড়ুন
রিটেনশন প্রসঙ্গে বলেন, ‘আমরা মাত্র দু-জন আনক্যাপড প্লেয়ারকে রিটেন করেছি। সব ফ্র্যাঞ্চাইজির মধ্যে পার্সে সবচেয়ে বেশি টাকা নিয়ে অকশনে নামব আমরা। ফলে শক্তিশালী দল গড়ার ক্ষেত্রে অকশনকে পুরোপুরি কাজে লাগাতে পারব।’ ২০১৪ সাল থেকে প্লে-অফ অবধিই যেতে ব্যর্থ পঞ্জাব কিংস। পন্টিং আরও জানালেন, ‘কোচিং টিমে দু-জন নতুন মুখও আনা হয়েছে। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, পঞ্জাব কিংসকে ঢেলে সাজানো। সেটা বাহ্যিক হোক বা মাঠে রেজাল্টের দিক থেকে।’ এখন দেখার পঞ্জাবের এই পরিবর্তন মাঠেও কতটা কার্যকর হয়।