Rinku Singh : ফের নায়ক রিঙ্কু সিং, ছক্কার হ্যাটট্রিকে জেতালেন ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 01, 2023 | 12:57 PM

UP T20 League : প্রথম বলে রান পাননি রিঙ্কু। কিন্তু পরের তিন বলে ছক্কা হাঁকিয়ে জিতিয়ে দিলেন মিরাট মাভেরিক্স টিমকে।

Rinku Singh : ফের নায়ক রিঙ্কু সিং, ছক্কার হ্যাটট্রিকে জেতালেন ম্যাচ

Follow Us

কানপুর : উত্তরপ্রদেশ টি ২০ লিগ শুরু হয়েছে। টুর্নামেন্টের শুরুতেই ম্যাজিক আলিগড়ের ফিনিশার কিং রিঙ্কু সিং (Rinku Singh)। মিরাট মাভেরিকসের হয়ে প্রথম ম্যাচে রিঙ্কুকে দেখা গেল ২০২৩ আইপিএলের অবতারে। একের পর এক ছক্কায় সুপার ওভারে দলকে জেতালেন এই বিধ্বংসী ব্যাটার। সুপার ওভারে তাঁর ছক্কার হ্যাটট্রিকে কাশী রুদ্রাসকে হারিয়েছে মিরাট মাভেরিক্স। জয়ের জন্য মাভেরিক্সের প্রয়োজন ছিল ১৭ রান। রিঙ্কু ও দিব্যাংশ জোশীর ব্যাটে জিতে যায় তারা। প্রথম বলে রান পাননি রিঙ্কু। কিন্তু পরের তিন বলে এই বাঁ হাতি ব্যাটারকে পরিচিত ছন্দে দেখা গিয়েছে। ২০২৩ আইপিএল তাঁকে ফিনিশার কিং, সিক্সার কিং-এমন অনেক নাম দিয়েছে। নামের প্রতি সুবিচার করলেন রিঙ্কু। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

আইপিএলের পরপর বিশ্ব জুড়ে একের পর এক টি ২০ লিগ চলছে। ভারতের বিভিন্ন রাজ্যে নতুন নতুন টি ২০ লিগ শুরু হচ্ছে। উত্তরপ্রদেশে শুরু হয়েছে টি ২০ লিগ। টুর্নামেন্ট শুরু হয়েছে ৩০ অগস্ট থেকে। ৬টি টিমের এই টুর্নামেন্টের জন্য ভারতীয় ক্রিকেটের বেশ কয়েকজন জনপ্রিয় ক্রিকেটার অংশ নিয়েছেন। রিঙ্কু সিং তাঁদের মধ্যে একজন। মিরাট মাভেরিক্সের হয়ে খেলছেন রিঙ্কু। শুক্রবার লিগের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মিটার মাভেরিক্স ও কাশী রুদ্রাস। টি ২০ ম্যাচটি টাই হয়ে যায়। এরপর সুপার ওভার। কাশী প্রথমে ব্যাট করে ১৬ রান তোলে। সুপার ওভারের তুলনায় বড় স্কোর বলাই যায়। চ্যালেঞ্জ সামলাতে মাভেরিক্স পাঠায় তাদের তুরুপের তাস রিঙ্কু সিংকে। কাশীর স্পিনার শিবা সিংয়ের বিরুদ্ধে প্রথম বলে কোনও রান করতে পারেননি রিঙ্কু। লক্ষ্য দাঁড়ায় পাঁচ বলে ১৭ রান। রিঙ্কু দ্বিতীয় বলে লং অফে ছক্কা হাঁকান। পরের বলে মিড উইকেট দিয়ে বাউন্ডারি লাইনের বাইরে পাঠান বল। এরপর লং অফে আরও একটি ছয় হাঁকিয়ে দলকে সুপার ওভারে জিতিয়ে দেন তিনি।

অথচ সুপার ওভারে নায়ক বনে যাওয়া রিঙ্কু ম্যাচে রান তুলতে হিমশিম খাচ্ছিলেন। মিরাট প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ১৮১ রান তোলে। রিঙ্কু সিং ২২ বলে মাত্র ১৫ রান করেন। অথচ সুপার ওভারে ৪ বল খেলে ১৮ রান করলেন রিঙ্কু।

Next Article
Prithvi Shaw: কাউন্টিতে পৃথ্বী শ-র কামব্যাক কবে? এল বড় আপডেট
Asia Cup 2023: ভারতের সঙ্গে সম্পর্কের জের? লোগো বিতর্কে জেরবার পাকিস্তান