Rinku Singh : ‘পাঁচ ছক্কা জীবন বদলে দিয়েছে’, আইপিএলকে কৃতিত্ব দিচ্ছেন রিঙ্কু
২০২৩ আইপিএলের দুরন্ত পারফরম্য়ান্সের জেরে ভারতীয় দলে ডাক পেয়েছেন কেকেআর ব্যাটার রিঙ্কু সিং। বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিক্রিয়া দিলেন রিঙ্কু।
কলকাতা : ২০২৩ আইপিএলের সুপারস্টারদের মধ্যে একজন রিঙ্কু সিং (Rinku Singh)। কেকেআরের জার্সিতে টুর্নামেন্টের ১৬তম সংস্করণে মারকাটারি পারফরম্যান্স ছিল তাঁর। পাঁচ বলে টানা পাঁচটি ছয় হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছিলেন। ২৫ বছরের এই ব্যাটিং সেনসেশনকে এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। কেকেআর (Kolkata Knight Riders) প্লে অফের টিকিট না পেলেও রাতারাতি তারকা বনে গিয়েছেন রিঙ্কু। ২০২৩ আইপিএলে ভালো পারফরম্যান্সের সুবাদে বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় দলে ডাক পেয়েছেন। রিঙ্কু হলেন তাঁদের মধ্যে একজন। ২০২৩ হাংঝাউ এশিয়ান গেমসে দল পাঠাচ্ছে বিসিসিআই। তরুণদের নিয়ে গড়া এশিয়ান গেমস স্কোয়াডে ডাক পেয়েছেন রিঙ্কু সিং। এই মুহূর্তে জোরদার প্রস্তুতিতে ব্যস্ত তিনি। তারই মাঝে বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রিঙ্কুর মুখে শোনা গেল প্রতিক্রিয়া। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে কেকেআরকে ম্যাচ জিতিয়ে ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছেন রিঙ্কু। সেটাই তাঁর জীবন পাল্টে দিল ১৮০ ডিগ্রি। রাতারাতি তারকা বনে যাওয়া রিঙ্কু বলেছেন, “ওই পাঁচটি ছয় আমার জীবন বদলে দিয়েছে। লোকে আমাকে চিনত, তবে খুব একটা নয়। কিন্তু পাঁচ ছক্কার ঘটনার পর এখন প্রচুর মানুষ আমাকে চেনেন। এই অনুভূতিটা সুন্দর।” জাতীয় দলে ডাক পাওয়ার পর পরিবারের প্রতিক্রিয়া জানিয়েছেন রিঙ্কু। তিনি বলেন, “আমার পরিবার ভীষণ খুশি। ওরা বলছে, তোকে দেশের হয়ে খেলতে দেখতে চাই। জাতীয় দলে ডাক পাওয়ার পর সবাই খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছিল। সবই ওই স্পেশাল ইনিংসের জন্য। ওটার জন্যই লোকে আমাকে নিয়ে আলোচনা করে।”
?️ ???? ??????? ? ??? ????? ???
Revisiting his iconic 5⃣ sixes off 5⃣ balls ? The joy of Asian Games call-up ? Feeling of being called ‘Lord’ ?
WATCH @rinkusingh235 talk about it all ?? – By @jigsactin | #Deodhartrophy https://t.co/Tx8P37sqqC pic.twitter.com/qU8dyitoTI
— BCCI Domestic (@BCCIdomestic) July 30, 2023
২৫ বছরের রিঙ্কু ২০২৩ আইপিএলের নবম সর্বাধিক রান স্কোরার। ১৪ ম্যাচে তাঁর রান সংখ্যা ৪৭৪। গড় ৫৯.২৫। এশিয়ান গেমসে এ বারই প্রথম বার দল পাঠাচ্ছে ভারত। সেই দলেই সুযোগ পেয়েছেন রিঙ্কু। বলা যায়, ইতিহাসে নাম লেখাতে চলেছেন আলিগড়ের ব্যাটার।