Rinku Singh : আয়ার্ল্যান্ড থেকে ফিরে বাবা-মাকে মূল্যবান উপহার রিঙ্কুর

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 27, 2023 | 11:24 AM

আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতীয় দলে অভিষেক হয়েছে রিঙ্কু সিংয়ের। বিদেশ সফর থেকে ফিরেই বাবা-মার হাতে মূল্যবান উপহার তুলে দিলেন তিনি।

Rinku Singh : আয়ার্ল্যান্ড থেকে ফিরে বাবা-মাকে মূল্যবান উপহার রিঙ্কুর

Follow Us

কলকাতা : কোনও লাক্সারি গাড়ি বা ঝাঁ চকচকে ফ্ল্যাটের চাবি নয়। আয়ার্ল্যান্ড (Ind vs Ire) সফর থেকে আলিগড়ের বাড়িতে বাবা-মায়ের জন্য মূল্যবান উপহার নিয়ে এসেছেন রিঙ্কু সিং। এমন উপহার টাকা দিয়ে কেনা যায় না। অর্জন করতে হয়। ২০২৩ আইপিএলের ব্যাটিং সেনসেশন রিঙ্কু সিং এখন জাতীয় দলের ক্রিকেটার। এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন রিঙ্কু (Rinku Singh)। তার আগে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছে তাঁর। তিন ম্যাচের টি ২০ সিরিজে ব্যাটিংয়ের সুযোগ যেদিন পেলেন সেদিন ম্যাচ সেরার পুরস্কারও ওঠে রিঙ্কুর ঝুলিতে। বিদেশ থেকে ফিরে এসে রিঙ্কু বাবা-মাকে এমন এক উপহার তুলে দিয়েছেন যা দেখে মুগ্ধ নেট দুনিয়া। বাবা-মার সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন রিঙ্কু। ছবিতে দেখা যাচ্ছে ক্রিকেটারের বাবা ও মা টিম ইন্ডিয়ার জার্সি পরে রয়েছেন। ছবিটি কলকাতা নাইট রাইডার্স তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

উত্তরপ্রদেশের আলিগড়ের মধ্যবিত্ত পরিবারের ছেলে রিঙ্কুর ক্রিকেটার হওয়ার স্বপ্নে ফুয়েল দিয়েছে তাঁর পরিবার। সেটা মায়ের সমর্থনই হোক বা বাবার ভরসা আদায় করার জেদ। ২০২৩ আইপিএলের পর একের পর এক সাক্ষাৎকার দিয়েছেন রিঙ্কু। প্রতিটি সাক্ষাৎকারে তাঁর মুখে উঠে এসেছে বাবা-মা, পরিবারের কথা। আলিগড় থেকে জাতীয় দলের সফরে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হয়েছে। সিং পরিবার সেই পরিশ্রম সার্থক হয়েছে। ছেলেকে জাতীয় দলের জার্সিতে খেলতে দেখে তাঁদের বুক চওড়া।

বাবা-মাকে জাতীয় দলের জার্সি উপহার দিয়েছেন রিঙ্কু। সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “যাঁদের জন্য শুরু হয়েছিল। যেখান থেকে শুরু হয়েছিল।” কমেন্ট বক্সে প্রতিক্রিয়ার বন্যা বয়েছে। ঈষাণ কিষাণ লিখেছেন, “সেরা ছবি।” নেটিজেনদের মধ্যে একজন বলছেন, ‘তোমাকে দেখে হিংসে হচ্ছে।’ কেউ আবার বলেছেন, ‘এমন গর্বের মুহূর্ত সবার জীবনে আসে না। তোমরা খুব ভাগ্যবান।’

Next Article