Rinku Singh-Rishabh Pant: এনসিএতে ঋষভের সঙ্গে সাক্ষাৎ রিঙ্কুর, আলিগড়ের নবাবকে কী টিপস দিলেন পন্থ?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 13, 2023 | 2:42 PM

Team India: এই প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন রিঙ্কু সিং। টিম ইন্ডিয়ার নীল জার্সি রিঙ্কুর গায়ে ওঠা যেন সময়ের অপেক্ষা।

Rinku Singh-Rishabh Pant: এনসিএতে ঋষভের সঙ্গে সাক্ষাৎ রিঙ্কুর, আলিগড়ের নবাবকে কী টিপস দিলেন পন্থ?
Rinku Singh-Rishabh Pant: এনসিএতে ঋষভের সঙ্গে সাক্ষাৎ রিঙ্কুর, আলিগড়ের নবাবকে কী টিপস দিলেন পন্থ?
Image Credit source: Rinku Singh Instagram

Follow Us

বেঙ্গালুরু: হাতে আর মাত্র ৪টে দিন। তারপরই আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজ শুরু হবে। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সেরা অস্ত্র রিঙ্কু সিং (Rinku Singh)। এই প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন রিঙ্কু। টিম ইন্ডিয়ার (Team India) নীল জার্সি রিঙ্কুর গায়ে ওঠা যেন সময়ের অপেক্ষা। ১৮ অগস্ট ভারত-আয়ার্ল্যান্ড (IND vs IRE) প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচে ভারতের হয়ে রিঙ্কুর ডেবিউ হয় কিনা, তা দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা। এরই মাঝে এনসিএতে ভারতের তরুণ উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) সঙ্গে দেখা হয়েছে রিঙ্কু সিংয়ের। জাতীয় দলে রিঙ্কুর ডেবিউয়ের আগে তাঁকে কী টিপস দিলেন পন্থ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আয়ার্ল্যান্ড সিরিজে যাওয়ার আগে রিঙ্কু সিং আপাতত এনসিএতে রয়েছেন। সেখানেই রিঙ্কুর দেখা হয় ঋষভ পন্থের সঙ্গে। ২০২২ সালের ডিসেম্বরে মারাত্মক পথ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন ঋষভ পন্থ। মৃত্যুমুখ থেকে ফিরে আসা পন্থ বর্তমানে এনসিএতে রিহ্যাবে রয়েছেন। ধীরে ধীরে সুস্থতার পথে এক ধাপ করে এগোচ্ছেন তিনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে একাধিক ক্রিকেটারের সঙ্গে মাঝে মাঝেই দেখা হয় ঋষভ পন্থের। তাঁর অভাব বেশ টের পাচ্ছে ভারতীয় শিবির। পাশাপাশি একাধিক তরুণকে বর্তমানে বিভিন্ন সিরিজে পরখ করে দেখে নিচ্ছে বিসিসিআই।

আয়ার্ল্যান্ড সফরে যাওযার আগে পন্থের সঙ্গে রিঙ্কুর দেখা হওয়ার ছবি নাইট তারকা নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘Hustle > Struggle’। ক্রিকেট মহলে অনেকেই মনে করছেন, এই সাক্ষাতের সময় পন্থ নিশ্চয়ই রিঙ্কুকে তাঁর জাতীয় দলে ডেবিউয়ের আগে কিছু টিপস দিয়েছেন।

এক ঝলকে দেখে নিন ভারত-আয়ার্ল্যান্ড ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি —

  • প্রথম টি-টোয়েন্টি, ১৮ অগস্ট (সন্ধ্যে ৭.৩০)
  • দ্বিতীয় টি-টোয়েন্টি, ২০ অগস্ট (সন্ধ্যে ৭.৩০)
  • তৃতীয় টি-টোয়েন্টি, ২৩ অগস্ট (সন্ধ্যে ৭.৩০)
Next Article