T20 World Cup 2022: কার্তিক-পন্থ দু’জনকেই একাদশে রাখা সম্ভব! সানির পরামর্শ…

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Oct 20, 2022 | 3:56 PM

Sunil Gavaskar: শাহিনকে নিয়ে চিন্তা না থাকলেও পাকিস্তান শিবির ওদের ক্যাচিং নিয়ে কিছুটা চিন্তায় থাকতেই পারে।

T20 World Cup 2022: কার্তিক-পন্থ দু'জনকেই একাদশে রাখা সম্ভব! সানির পরামর্শ...
Image Credit source: twitter

মেলবোর্ন : ‘দ্য গ্রেটেস্ট রাইভালরি’। ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) এমনই। রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান মহারণ। বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে আকর্ষণীয় একটা ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় শিবিরে প্রশ্ন, ঋষভ পন্থ-দীনেশ কার্তিককে এক সঙ্গে একাদশে রাখা সম্ভব…! দলের ভারসাম্য ঠিক রাখতে কাজটা কঠিন। তবে কিংবদন্তি সুনীল গাভাসকর মনে করছেন, একাদশে দু-জনকেই রাখা যেতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। শুধু একটা ম্যাচ জেতা নয়, লক্ষ্য ট্রফি। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) এখনও অবধি একবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০০৭ সালের উদ্বোধনী বিশ্বকাপে। ১৫ বছরের ট্রফির খরা কাটাতে মরিয়া রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। ২০০৭ সালেও খেলেছিলেন রোহিত। এবার তিনি অধিনায়ক। মহারণের আগে রোহিতদের জন্য কী পরামর্শ দিলেন সুনীল গাভাসকার (Sunil Gavaskar)? তুলে ধরল TV9Bangla

ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক, দু-জনকেই একাদশে রাখা যায় কিনা প্রসঙ্গে গাভাসকর বলেন, ‘আমাকেও একটা হয়তো যোগ করতে হচ্ছে। টিম ম্যানেজমেন্ট যদি ছয় বোলার খেলানোর পরিকল্পনা নেয় এবং হার্দিককেই ষষ্ঠ বোলার ধরা হয়, সে ক্ষেত্রে একাদশে ঋষভের সুযোগ পাওয়া কঠিন। কিন্তু হার্দিককে ধরে যদি পাঁচ বোলারের কম্বিনেশন বেছে নেয় টিম ম্যানেজেন্ট, তা হলে দীনেশ-ঋষভ দু-জনকেই একাদশে রাখা যেতে পারে। ঋষভ ছয় এবং কার্তিককে সাতে নামানো যেতে পারে। আমাদের টপ ফোর ব্যাটার ছন্দে থাকায় একটা সংশয় থাকে, ঋষভ খেললেও কত ওভার ব্যাট করার সুযোগ পাবে! তিন-চার ওভারের জন্য ঋষভ এবং কার্তিকের মধ্যে কে সেরা? এই প্রশ্নেরও উত্তর খুঁজতে হবে টিম ম্যানেজমেন্টকে।’

বিশ্বাকাপের আগে পাকিস্তান শিবিরে সংশয় ছিল বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদিকে ঘিরে। সেই আশঙ্কা মিটেছে। শাহিন আফ্রিদি ফিট। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছিলেন শাহিন। বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা নতুন নয়। এ বার দু-জন বাঁ হাতি পেসারকে তাইনেট বোলার হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। শাহিন প্রসঙ্গে গাভাসকর বলছেন, ‘ওকে নিয়ে পাক শিবিরে সংশয় ছিল। তবে ওয়ার্ম ম্যাচে দু ওভার বোলিং করেছে এবং ও পুরো ফিট বলেই মনে হয়েছে। শাহিনকে নিয়ে চিন্তা না থাকলেও পাকিস্তান শিবির ওদের ক্যাচিং নিয়ে কিছুটা চিন্তায় থাকতেই পারে।’

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla