
কলকাতা: মঙ্গলবার আইপিএলের মিনি নিলাম (IPL Auction)। সব ফ্র্যাঞ্চাইজিই নজর রাখছে দুবাইয়ে দিকে। ব্লু প্রিন্টও সাজিয়ে ফেলছে দশটা টিম। ৩৩৩ জন ক্রিকেটারকে তোলা হবে নিলামে। সমস্ত ফ্র্যাঞ্চাইজিই মঙ্গলবারের নিলাম নিয়ে অঙ্ক কষতে শুরু করে দিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের (DC) নিলাম টেবলে থাকছে বড়সড় চমক। দিল্লির ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিশ্বকাপের মাঝেই কলকাতার যাদবপুর মাঠে ক্রিকেটারদের নিয়ে নেমে পড়েছিলেন সৌরভ। ট্রায়ালে বেশ কিছু ক্রিকেটারকে দেখেও নিয়েছেন মহারাজ। তখন দিল্লির শিবিরে হাজির ছিলেন ঋষভ পন্থও।
গত বছর ডিসেম্বর মাসে দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্থ। তার পর থেকে ক্রিকেটের বাইরে। আইপিএলে তিনি ফিরছেন কিনা, জোর দিয়ে বলা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে, ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারে দিল্লি। তা হলে কে নেতৃত্ব দেবেন? তা এখনও ঠিক হয়নি। তারই মাঝে পন্থকে নিয়ে এক অন্য খবর। আইপিএলের নিলাম টেবিলে এবার দেখা যেতে পারে তাঁকে। এমনই বলছে একটি সূত্র। সাম্প্রতিক অতীতে কোনও টিমের অধিনায়ককে নিলাম টেবিলে বসতে দেখা যায়নি। কেকেআর অধিনায়ক থাকাকালীন নিলাম টেবিলে বসতে দেখা গিয়েছিল গৌতম গম্ভীরকে। এ বার বসতে পারেন পন্থ। মঙ্গলবারের নিলামে সৌরভ-পন্থ জুটিকে দেখলে অবাক হওয়ার থাকবে না।
পন্থ যাতে কুড়ি-বিশের ক্রিকেটে দ্রুত পা রাখতে পারেন, তা বোর্ডও চাইছে। তবে তার আগে উইকেটকিপার-ব্যাটারকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে এনসিএ থেকে। এই মুহূর্তে পন্থ অনেকটাই ফিট। তবে ব্যাট হাতে নেটে কিংবা গ্লাভস পরে উইকেটের পিছনে এখনও দাঁড়াননি। মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন তিনি। তার কারণ একটাই, আইপিএলের পরই জুন মাসে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পন্থ ভারতীয় টিমে জায়গা করে নিতে পারবেন কিনা, তা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেটমহল। তা করতে গেলে কিন্তু পুরোমাত্রায় মাঠে নামতে হবে তাঁকে। দিল্লি পরিকল্পনা, আইপিএলের সময় শুধু ব্যাটার হিসেবে পন্থকে ব্যবহার করা। তা যদি হয়, তা হলে ব্যাটার হিসেবে শুধু বিশ্বকাপ টিমে জায়গা করে নেওয়া কিন্তু সহজ হবে না। সে সব পরের কথা। আপাতত দিল্লি সৌরভের সঙ্গে নিলাম টেবলে পন্থকেও চাইছে।