Risabh Pant: আইপিএলে কি খেলবেন পন্থ? ভিডিয়োর মাধ্যমে দিলেন ইঙ্গিত

Risabh Pant Health Update: মাঠের বাইরে কেটে গিয়েছে এক বছর। এ বার ব্যাট বলের বৃত্তে ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছেন পন্থ। তাঁকে ফের বাইশ গজে দেখার জন্য মুখিয়ে আছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও। ইতিমধ্যেই মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। নতুন বছরের আইপিএল দিয়েই হয়তো কামব্যাক করবেন ঋষভ। মাঝে মধ্যেই নিজের হেলথ আপডেট সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন পন্থ।

Risabh Pant: আইপিএলে কি খেলবেন পন্থ? ভিডিয়োর মাধ্যমে দিলেন ইঙ্গিত
ঋষভ পন্থImage Credit source: ছবি: X

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 06, 2023 | 12:37 PM

নয়াদিল্লি: একটা দুর্ঘটনায় এলোমেলো হয়ে গিয়েছে জীবন। তবে আবার একটু একটু করে আলোয় ফেরার চেষ্টা করছেন ভারতের তারকা উইকেট কিপার ব্যাটর ঋষভ পন্থ (Risabh Pant)। মাঠের বাইরে কেটে গিয়েছে এক বছর। এ বার ব্যাট বলের বৃত্তে ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছেন পন্থ। তাঁকে ফের বাইশ গজে দেখার জন্য মুখিয়ে আছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও। ইতিমধ্যেই মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। নতুন বছরের আইপিএল দিয়েই হয়তো কামব্যাক করবেন ঋষভ। মাঝে মধ্যেই নিজের হেলথ আপডেট সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন পন্থ। শুধু তাই নয়, ভাগ করে নেন ওয়ার্কআউটের মুহূর্তও। এ বারও সেরকমই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তিনি। যাতে দেখা যাচ্ছে কঠোর পরিশ্রম করছেন তিনি। আর কী রয়েছে এই ভিডিয়োতে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।


গত বছর ৩০ ডিসেম্বর! মায়ের সঙ্গে দেখা করতে বাড়ির পথে রওনা দিয়েছিলেন ঋষভ। রাস্তায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। এই দুর্ঘটনাই বদলে দিয়েছে পন্থের জীবন। বিগত এক বছর বিছানাই সঙ্গী হয়েছিল তাঁর। তবে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছেন ঋষভ। কঠোর অধ্যাবসায় কাটছে দিন। এ বার সোশ্যাল মিডিয়ায় কঠোর জিম সেশনের মুহূর্ত শেয়ার করছেন ভারতীয় তারকা। যেখানে দেখা যাচ্ছে ভারোত্তোলন করছেন ঋষভ। সঙ্গে রয়েছে সাইক্লিং ও অন্যান্য ব্যায়ামও। ভিডিয়োটে ঋষভকে বেশ সুস্থই দেখাচ্ছে। ফলে হাসি ফুটেছে ভক্তদের মুখে। নতুন বছরের আইপিএলে তাঁকে ফের বাইশ গজে দেখার আশায় বুক বাঁধছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। প্রসঙ্গত, পন্থকে ধরে রেখেছে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।