নয়াদিল্লি:একটা দুর্ঘটনা! এলোমেলো করে দিয়েছে সবটা। এক বছর হতে চলল মাঠের বাইরে তিনি। ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতের ভরসাযোগ্য উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তারপর থেকে বিছানাই সঙ্গী হয়েছিল তাঁর। তবে ধীরে-ধীরে অন্ধকার কাটিয়ে আলোয় ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পন্থ। নতুন বছরের আইপিএলে তাঁর দল দিল্লি তক্যাপিটালসের জার্সিতে কামব্যাকর করবেন ঋষভ। তার আগে জোরকদমে চলছে পরিশ্রম। এ বার সোশ্যাল মিডিয়ায় ওয়ার্কআউটের ভিডিয়ো আপলোড করলেন তিনি। কী রয়েছে এই ভিডিয়োতে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
একটা দুর্ঘটনা কীভাবে সব ওলটপালট করে দিতে পারে তার অন্যতম উদাহরণ ঋষভ পন্থের জীবন। ছুটিতে মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেই সময় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। তারপর থেকে দীর্ঘদিন বিছানায় ছিলেন। একটু সুস্থ হতেই বিছানা ছেড়েছেন ঋষভ। ব্যাট বলের বৃত্তে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন। অসুস্থার জন্য গত মরসুমের আইপিএলে অংশ নিতে পারেননি। সেই সঙ্গেই মিস করেছেন বিশ্বকাপসহ একাধিক টুর্নামেন্ট।
Looking so slim 🥹🔥 pic.twitter.com/bi5svWhLL1
— Rishu Stan (@RishuStan) December 3, 2023
তবে চব্বিশের আইপিএলে তাঁকে ধরে রেখেছে তাঁর দল দিল্লি ক্যাপিটালস। এ বার দিল্লির জার্সিতেই এক বছর পর বাইশ গজে ফিরবেন ঋষভ। তার আগে জোরকদমে প্রস্তুতি সেরে নিচ্ছেন। মাঝে মধ্যেই নিজের হেলথ আপডেট সোশ্যাল নিজের হেলথ আপডেট দেন ঋষভ। এ বার ওয়ার্ক আউটের একটি ভিডিয়ো আপলোড করেছেন। প্রিয় তারকার এই ভিডিয়োতে নানা মন্তব্যে ভরিয়েছেন ভক্তরা। ঋষভকে ফের আগের ফর্মে ফিরে পাওয়ার আশায় বুক বাধছে ফ্যানেরাও।