নয়াদিল্লি: ২০২২, ৩০ ডিসেম্বর… দিনটা ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) জীবনের অন্যতম কালো দিন। বছর শেষে মা-কে সারপ্রাইজ দিতে নিজে গাড়ি চালিয়ে উত্তরাখণ্ডের রুরকি যাচ্ছিলেন পন্থ। এক লহমায় সব বদলে গিয়েছিল। তাঁর বহুমূল্য গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছিল। তাঁর তিনি? প্রায় মর-মর অবস্থায় পন্থকে উদ্ধার করেছিলেন দুই দেবদূত। ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে প্রাণে বেঁচে ফিরে অবশ্য তাঁর দ্বিতীয় জন্ম হয়েছিল। এখন তিনি সুস্থতার পথে অনেকটাই এগিয়েছেন। আজ, ৪ অক্টোবর ঋষভ পন্থের জন্মদিন (Rishabh Pant’s Birthday)। ২৬-এ পা দিলেন তিনি। জন্মদিনের ঠিক আগেই পন্থ কেদার-বদ্রীতে পুজো দিয়ে নিয়েছেন আশীর্বাদ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
প্রায় বছর খানেক পর পন্থ উত্তরাখন্ডে নিজের বাড়িতে যান পন্থ। এতদিন তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছিলেন। চলতি বছরের শুরুর দিকেই হাসপাতালে থাকাকালীন পন্থ কেদার-বদ্রী দর্শনে যেতে চেয়েছিলেন। সেই সময় চিকিৎসকরা তাঁকে অনুমতি দেননি। এ বার আগের থেকে অনেকটাই তিনি সুস্থ হওয়ায় গেলেন কেদার-বদ্রী দর্শনে।
শোনা গিয়েছে, ঋষভের পারিবারিক বন্ধু এবং স্থানীয় বিধায়ক উমেশ কুমার তাঁর জন্য কেদারনাথ ও বদ্রীনাথ দর্শনের সব ব্যবস্থা করে দিয়েছিলেন। পাহাড়ে হাঁটার মতো পরিস্থিতি পন্থের এখনও তৈরি হয়নি। তাঁর জন্য তাই ছিল হেলিকপ্টারের ব্যবস্থা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঋষভের কেদারনাথ ও বদ্রীনাথ দর্শনের ভিডিয়ো, ছবি। সেখানে তিনি ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন। পন্থ কেদার-বদ্রী দর্শনের পর মন্দির কমিটির পক্ষ থেকে তাঁর জন্য প্রসাদ, রুদ্রাক্ষ জপমালা, বিভূতি এবং অঙ্গবস্ত্র দেওয়া হয়েছে।
#Bharat‘s 🇮🇳 superstar wicket keeper batsman #RishabhPant visited #Badrinath dham today.
Om Namo Narayan 🕉️🙏🏻🚩 pic.twitter.com/NYGvaFYTbK
— Esha Srivastav🇮🇳🚩 (@EshaSanju15) October 3, 2023
Rishabh Pant visited Badrinath – The Land of Gods. [Sports Hour] pic.twitter.com/OhSkeXlgN5
— Johns. (@CricCrazyJohns) October 3, 2023
প্রসঙ্গত, ঋষভ এখন আগের থেকে অনেকটাই সুস্থ। ভয়াবহ দুর্ঘটনার পর তাঁর একাধিক অস্ত্রোপচার হয়েছিল। এনসিএতে তিনি রিহ্যাব পর্বের সময় ধীরে ধীরে ব্যাটিং, কিপিং করা প্র্যাক্টিসও করছেন। তবে ২২ গজে তাঁর প্রত্যাবর্তন কবে হবে, তা এখনও নিশ্চিত নয়।